নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একদিন জীবন শেষ হয়ে যাবে তবুও অনেক কিছু করার সাধ জাগে..............
কাজ শেষ করে লাঞ্চ করলাম। লগইন করা সামুতে ক্লিক করলাম। এরই মধ্যে বৈশাখের আকাশে কালো মেঘ। হুট করে বৃষ্টি নামলো। অফিসে আমার রুমের জানালার পর্দাটা সরিয়ে দিয়ে বৃষ্টি উপভোগ করছি। দুটি ছবিও তুলে ফেললাম।
নাগরীক জীবনে বৃষ্টি উপভোগের সময় খুবই কম আমাদের। কিছুক্ষণ দাড়িয়ে থাকলাম সব কাজ ফেলে, সব ভুলে। মনে উদয় হলো বিগত দিনের কত স্মৃতি, কত কথা, কত গান, কত হাসি.........................।
বৃষ্টির আওয়াজ শুনে শুনে কিবোর্ডে আঙ্গুল চালাচ্ছি অদ্ভুত এক অনুভূতি। আসলে আজকে ব্লগে কিছু লেখার ইচ্ছে ছিলনা। শায়মাপুকে তার গানের টিচারের শেখানো ২য় গানটা নিয়েই ভাবছিলাম কাজের ফাকে ফাকে।
আসে রজনী সন্ধ্যামণির প্রদীপ জ্বলে- নজরুল সঙ্গীত।
আসে রজনী, সন্ধ্যামণির প্রদীপ জ্বলে
ছায়া-আঁচল-ঢাকা কানন-তলে।।
তিমির দু’ কূল দুলে গগনে, গোধূলি-ধূসর সাঁঝ-পবনে
তারার মানিক অলকে ঝলে।।
পূজা আরতি লয়ে চাঁদের থালায়
আসিল সে অস্ত-তোরণ নিরালায়।
ললাটের টিপ্ জ্বলে সন্ধ্যা-তারা
গিরি-দরি বনে ফেরে আপন-হারা
থামে ধীরে ধীরে বিরহীর নয়ন-জলে।।
গানটার অর্থ আপনাদের কার কাছে কেমন জানিনা, আমার কাছে এরকম মনে হলো-
সন্ধ্যামণির ফুলের প্রদীপ জ্বলে রাত আসে
ছায়ার আঁচলে জড়ানো বাগানে
অন্ধকার জুড়ে আছে আকাশ, বাতাসে গোধূলি সন্ধ্যা
কোঁকড়ানো চুলের গুচ্ছ তারার মানিকের মত ঝুলে
পূজার উপাচার চাঁদের থালার মত সাজিয়ে
সূর্য বিদায়ের ক্ষনে নিরবে সে আসে।
কপালের টিপ যেন সন্ধ্যা তারার মত জ্বলে
পর্বত- উপত্যকা বনে ফিরছে আপন হারা মন
সে যে থামে ধীরে বিরহীর চোখের জলে।
০৯ ই মে, ২০২২ বিকাল ৩:২৪
মোঃ মাইদুল সরকার বলেছেন:
যাক বাবা এমন উঁচুতে গলা উঠিয়ে তবু গান শিখতে পেরেছেন।
সবাই ঝগড়া করতে পারেনা মানে উচ্চ স্বরে ঝগড়া করতে পারেনা।
আর আপনারতো না পারাটাই ভাল শেষ মেষ যদি গানের গলাটাই নস্ট হয়।
ধন্যবাদ।
২| ০৯ ই মে, ২০২২ বিকাল ৩:২২
শায়মা বলেছেন: আসে রজনী সন্ধ্যামনি প্রদীপ জ্বলে
ছায়া আঁচলে ঢাকা গগণ তলে
সন্ধ্যামনি প্রদীপ জ্বলে
আমি ছোটবেলায় ভাবতাম রজনী আসার আগের সন্ধ্যায় আকাশে সে তারাগুলো জ্বলে ওঠে সেটাই সেই সন্ধ্যামনি ফুলের প্রদীপ হয়ে জ্বলে আকাশে।
হালকা রাতের আঁধার সেই ছায়ার আঁচল তাতে ঢেকে আছে আকাশ বা গগণতল
এমনই বুঝি ভেবেছেন কবি.....
০৯ ই মে, ২০২২ বিকাল ৩:২৬
মোঃ মাইদুল সরকার বলেছেন:
হুম। একমাত্র কবিই সঠিক ভাবনাটা ভাবতে পারেন কারণ তিনিইতো এটা রচনা করেছেন।
আর আমরা যদু, মধু, কদুরা যার যার ইচ্ছে মত ভেবে নেয়াতে দোষের কিছু নেই। ভাল থাকুন।
৩| ০৯ ই মে, ২০২২ বিকাল ৩:২৭
শায়মা বলেছেন: আরে ঝগড়া করতে পারবো না কেনো???????
পারি পারি পারি!!!!!!!
শুধু গলা নষ্টের ভয়ে কিছু মিছরী খেয়ে নেই।
তারপরে মিছরীর ছুরি দিয়ে কুঁচি কুঁচি কুঁচি!!!!!!!
০৯ ই মে, ২০২২ বিকাল ৩:৩৫
মোঃ মাইদুল সরকার বলেছেন:
তারমানে মিছরী থাকে আপনার হাতের কাছেই।
হুম তাহলে আপনার মিষ্টি ঝগড়ার রেকর্ড কপি আমার ইমেলে পাঠিয়ে দেন, শুনে বিচার করি আপনে কোন লেভেলের ঝগড়াটে।
হা হা হা..............................
৪| ০৯ ই মে, ২০২২ বিকাল ৩:৪২
আলমগীর সরকার লিটন বলেছেন: বেশ বৈশাখির রোমান্টিক মেঘমালার বৃষ্টি বন্দনা কবি দা ভাল থাকবেন
০৯ ই মে, ২০২২ বিকাল ৩:৪৪
মোঃ মাইদুল সরকার বলেছেন:
আপনিও ভাল থাকবেন কবি।
৫| ০৯ ই মে, ২০২২ বিকাল ৪:০১
শায়মা বলেছেন: ঝগড়াটা কার সাথে করবো বলে দাও।
ব্লগের লোকজনের সাথে হলেই ভালো হয়......
নামগুলো বলে দাও........
ঝগড়া রচনা করি .....
০৯ ই মে, ২০২২ বিকাল ৪:০৭
মোঃ মাইদুল সরকার বলেছেন:
চাঁদগাজীর সাথে লাগতে পারেন, তাহলে অন্য কারো সাথে লাগার সাধ হবেনা।
৬| ০৯ ই মে, ২০২২ বিকাল ৪:০৭
ভার্চুয়াল তাসনিম বলেছেন: ব্লগার শায়মা একজন ভালো লেখিকা। নাছ গান আবৃত্তি লেখনী সবকিছুতে পারদর্শী। আগের সে বর্ষা এখন নেই। এখনের ক্ষণস্থায়ী বর্ষাগুলো আগের বৃষ্টির দিনের মতো নস্টালজিক হওয়ার মতো না।
০৯ ই মে, ২০২২ বিকাল ৪:০৮
মোঃ মাইদুল সরকার বলেছেন:
আপুতো অলরাউন্ডার।
দিনচুক্তি বৃষ্টি আমার ভাললাগেনা। ধন্যবাদ।
৭| ০৯ ই মে, ২০২২ বিকাল ৪:০৮
শায়মা বলেছেন: ভাইয়া তো নিজেই হাওয়া হয়ে গেছে......
তার নিক কই পেলে ভাইয়ু!!!!!!!!
হাওয়ার সাথে কি লাগা যায় নাকি!!!
০৯ ই মে, ২০২২ বিকাল ৪:১০
মোঃ মাইদুল সরকার বলেছেন:
তাতেই বা কি হয়েছে সোনাগাজী আছেনা, উনি ব্লগের ফিনিক্স পাখি।
৮| ০৯ ই মে, ২০২২ বিকাল ৪:৪১
জগতারন বলেছেন:
আমার জন্য সুখ পাঠ্য ছিল আজকের লিখা সুসাহিত্যিক মাইদুল সরকারের চিন্তাশীল মনের লিখা এই প্রবন্ধটি।
০৯ ই মে, ২০২২ বিকাল ৪:৫৫
মোঃ মাইদুল সরকার বলেছেন:
অনেক অনেক ধন্যবাদ ভাই। আসলেই আপনি বড় মনের মানুষ, তাই সুসাহিত্যিক বলেছেন।
নামের আগে সুসাহিত্যিক শব্দটি দেখে লজ্জায় পড়ে গেলাম।
৯| ০৯ ই মে, ২০২২ বিকাল ৪:৪১
বিজন রয় বলেছেন: আজ বৃষ্টিতে ভিজবো না।
শুধু বৃষ্টি দেখবো।
আজ আর গান গাব না।
শুধ গান শুনবো।
০৯ ই মে, ২০২২ বিকাল ৪:৫৬
মোঃ মাইদুল সরকার বলেছেন:
তবে তাই হোক কবি
তবে তাই হোক।
ধন্যবাদ।
১০| ০৯ ই মে, ২০২২ বিকাল ৫:০২
শায়মা বলেছেন: হা হা ওকে ওকে ফিনিক্স পাখির সাথে ঝগড়া রেকর্ডিং আনছি শিঘ্রীই.......
১০ ই মে, ২০২২ সকাল ১০:২৮
মোঃ মাইদুল সরকার বলেছেন:
না আপু ঝগড়া করে কাজ নেই।
১১| ০৯ ই মে, ২০২২ বিকাল ৫:১৭
রানার ব্লগ বলেছেন: আমি চাতক পাখির মতো ঘাড় বাঁকা করে আকাশের কোনে মেঘ খুজি !!! বৃষ্টি আমাকে খোজে না আমি বৃষ্টি কে খুঁজি !!!!
১০ ই মে, ২০২২ সকাল ১০:২৯
মোঃ মাইদুল সরকার বলেছেন:
বৃষ্টি কাউকেউ খুঁজে না, মানুষই বৃষ্টিকে খোঁজে।
ধন্যবাদ।
১২| ০৯ ই মে, ২০২২ সন্ধ্যা ৭:৩৩
মরুভূমির জলদস্যু বলেছেন: ভালো লিখেছেন।
১০ ই মে, ২০২২ সকাল ১০:২৮
মোঃ মাইদুল সরকার বলেছেন:
ধন্যবাদ।
১৩| ১০ ই মে, ২০২২ রাত ১২:১৫
রাজীব নুর বলেছেন: শায়মা আপুর দুটা গুণ সম্পর্কে আমি জানি।
১। উনি সুন্দর করে ঘর সাজাতে পারেন।
২। গান গাইতে পারেন।
বোনাস
১। ভালো ছবি তুলতে পারেন।
২। বাচ্চারা তাকে খুব ভালোবাসে।
১০ ই মে, ২০২২ সকাল ১০:২৯
মোঃ মাইদুল সরকার বলেছেন:
ধন্যবাদ। উনি অনেক গুণে গুনান্বীত।
১৪| ১০ ই মে, ২০২২ রাত ১২:১৭
ঢুকিচেপা বলেছেন: আপনার এই বৃষ্টি নিয়ে লেখার কারণে চট্টগ্রাম ডুবে গেছে।
১০ ই মে, ২০২২ সকাল ১০:২৪
মোঃ মাইদুল সরকার বলেছেন:
আমি না লিখলেও ডুবতো ভাইয়া। আমাদের দেশের শহরগুলোর এই এক অভিশাপ বৃষ্টি এলে ডুবে যায়, আমরাই এর জন্য দায়ী।
ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ০৯ ই মে, ২০২২ বিকাল ৩:১৬
শায়মা বলেছেন: যাক ছোট বেলার গানের কথাগুলোর মাঝে যা খুশি ভাবলেও গিরি দরি মানে আজও বুঝিনি বা জানতাম না। এই মাত্র জানলাম।
আরও একটা ব্যপার আছে এই গিরি দরি গাওয়ার সময় তা এমনই উঁচুতে ছিলো আমি ভয় পেতাম গলা ভেঙ্গে যাওয়ার।
যতই বক বক করি না কেনো আমি অনেক উঁচু স্বরে ঝগড়া করলেই পরের দিন গলা প্যাক প্যাক ফ্যাস ফ্যাস