নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একদিন জীবন শেষ হয়ে যাবে তবুও অনেক কিছু করার সাধ জাগে..............
দোলনার ছবি দেখে স্মৃতিকাতর হওয়া স্বাভাবিক। ছেলেবেলা ও দোলনা অঙ্গাঅঙ্গিভাবে জড়িত। মেয়ের আবদারে দোলনা টা বানিয়েছিলাম জাম্বুরা গাছে কিন্তু গাছটা ছোট ও ফলবতি হওয়াতে দোল খাওয়ার সাথে সাথে গোড়াসহ নড়ে যেত। তাই সরিয়ে আম গাছে বাঁধা হলো।
এখন কন্যা বেশিরভাগ সময় দোলনা দখল করে রাখে অন্য বাচ্চারা সুযোগ পায় না। তার এই খুশির কাছে অন্য সবকিছু ম্লান।
ব্ললটাও আমার কাছে একটা দোলনার মতোই মনে হয়। এখানে এসে দোল খেতে খেতে কত কিছু লেখা হয়, দেখা হয়, পড়া হয়।
এখানে অনেকেই অপরকে দোল দিতে বেশ পারঙ্গম। এখানে কে কতটুকু দোল দেয় আর দোল খায় সেটা তার পোস্ট দেখলেই বুঝা যায়।
এই ব্লগটা বিভিন্ন মানুষের বলা বোলে দোল খেতে থাকুক বসন্ত বাতাস এর মতন চিরকাল। আর আমাদের সময় কেটে যায় দেখতে দেখতে পড়তে পড়তে ,লিখতে লিখতে ,শিখতে শিখতে।
১৪ ই মে, ২০২২ সন্ধ্যা ৬:১৬
মোঃ মাইদুল সরকার বলেছেন: দোলনা ছাড়া আমি থাকতে পারিনা আপনার হয়েছে এমন অবস্থা। ধন্যবাদ।
২| ১৪ ই মে, ২০২২ দুপুর ১২:৪৬
শায়মা বলেছেন: গাছে বাঁধা দোলনা, আজকাল বিয়ে বাড়ির ফুলেল দোলনা বা পার্কের দোলনা সব দোলনায় এক দোদুল্যমান রহস্য!
১৪ ই মে, ২০২২ সন্ধ্যা ৬:১৮
মোঃ মাইদুল সরকার বলেছেন: কিছু রহস্য রহস্য হয়েই থাক। দোলনা নিয়ে একটা অদ্ভুত গল্প লেখার ইচ্ছে আছে অনেকদিন ধরেই ভাবছি কিন্তু লিখা হয়ে উঠছে না।
৩| ১৪ ই মে, ২০২২ দুপুর ১:১২
রাজীব নুর বলেছেন: আমার ইচ্ছা আছে ছাদে একটা দোলনা লাগাবো।
১৪ ই মে, ২০২২ সন্ধ্যা ৬:১৯
মোঃ মাইদুল সরকার বলেছেন: হুম তাই করুন আর আপনারা মেয়েরা দোল খেতে থাকুক আপনি সেই দৃশ্য উপভোগ করুন।
৪| ১৪ ই মে, ২০২২ দুপুর ১:১৫
মরুভূমির জলদস্যু বলেছেন: আমাদের আশ্রমে একটি দোলনা লাগিয়েছি দুটি তালগাছে বেধে। বিশাল বড় দোলনা। দুলতে দুলতে সেটি খুব নেচে নেমে এসেছে। আবার ঠিক রতে হবে।
ব্লগের দোলনাও মাঝে মাঝে নিচে নেমে আসে।
১৪ ই মে, ২০২২ সন্ধ্যা ৬:২০
মোঃ মাইদুল সরকার বলেছেন: হুম আপনার আশ্রমের দোলনার ছবি সম্ভবত দেখেছি। বেশ বড়। ধন্যবাদ।
৫| ১৪ ই মে, ২০২২ দুপুর ২:০৪
ভার্চুয়াল তাসনিম বলেছেন: ব্লগে সবাই সুখে শান্তিতে বসবাস করুক।
১৪ ই মে, ২০২২ সন্ধ্যা ৬:২১
মোঃ মাইদুল সরকার বলেছেন: অবশ্যই অবশ্যই।
৬| ১৪ ই মে, ২০২২ সন্ধ্যা ৭:৫৬
জুল ভার্ন বলেছেন: সাদামাটা জীবন আমার। যখন যেখানে যেমন চলে যায়। এমন কোনো শখ কিম্বা বিলাসিতা আমার নাই।
১৭ ই মে, ২০২২ দুপুর ২:২৫
মোঃ মাইদুল সরকার বলেছেন:
ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ১৪ ই মে, ২০২২ দুপুর ১২:৪৫
শায়মা বলেছেন: ছোট্ট বেলা থেকেই দোলনা ছাড়া আমার চলেই না।
আমার ছাঁদে বারান্দায় দোলনা তো আছেই আরও বেডরুম লিভিং রুমে রয়েছে রকিং চেয়ার।