নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবন কেবলই ফুরিয়ে যায়।

মোঃ মাইদুল সরকার

একদিন জীবন শেষ হয়ে যাবে তবুও অনেক কিছু করার সাধ জাগে..............

মোঃ মাইদুল সরকার › বিস্তারিত পোস্টঃ

প্রতিদিন একটি করে গল্প তৈরি হয়-০৯

৩০ শে জুন, ২০২২ সকাল ১১:০৮



আজকের গল্প হচ্ছে বাবুকে তুই করে বলা বা অশুদ্ধ করে কথা বলা নিয়ে ঘটনা।

আমার মেয়েকে যখন বিরক্ত নিয়ে কিংবা রাগ করে বলি- যা তুই এখান থেকে দূরে যা। তুই কেন এটা করলি, তুই কেন এটা নষ্ট করলি ? ব্যস হয়ে গেছে কান্ড। সে দৌড়ে তার মার কাছে গিয়ে মুখ ফুলিয়ে বলবে- আম্মু বাবা আমাকে তুই করে বলেছে। কেন তুই করে বলল ? তুমি বকা দিয়ে দাও।

খাওয়ার সময় যদি আমি কখনো বলি - আমি এই তরকারিটা খাইতাম না কিংবা এটা আমার ভাল্লাগেনা। তখন সে বলে তুমি এইভাবে কেন বলছ আব্বু। খাবো না বলতে হয়। ভালো লাগে না বলতে হয় । তখন আমি বলি কি আশ্চর্য তোমার জন্য কি আমি একটু মন খুলে কথা বলতে পারব না। সব সময় আমাকে শুদ্ধ করে কথা বলতে হবে। তখন আমার সব রাগ গিয়ে পড়ে বাবুর মায়ের উপর। কারণ সে বলে বাবুর সামনে অশুদ্ধ বললে বাবুও অশুদ্ধ বলা শিখবে।

গতবার গ্রামে যাওয়ার পর বাবু ছেলে মেয়েদের সাথে মিশে তুই বলা শিখেছে, আঞ্চলিক শব্দও শিখেছে। বাসায় যখন মেয়ে আমার কোন কারণে রেগে যায় তখন সে তুই শব্দটা ব্যবহার করে, কথা বলে অশুদ্ধভাবে। তখন আমি বলি- এগুলোতো আমার কাছ থেকে শিখে নাই। বাচ্চারা সব কিছুই শিখবে, আটকিয়ে রাখা যাবেনা।

সেদিন রাতে বাবুকে না ঘুমানোর জন্য তার বা তাকে মেরেছে। যখন আদর করে কাছে টানছে তখন সে বলল, যা দূরে যা, তুই আমারে ধরবিনা। তুই আমারে মারছত, আমি তোর সাথে ঘুমাইতামনা।

বাবুর মা বলে-কি আমাকে তুই করে বলছ ?

আমি বলি বলবেই। কেন তুমি ওকে মারলে। ও ব্যথা পায় না বুঝি। থাক আমার কাছে চলে আস আম্মু।
বাবু আমার কাছে এসে শুয়ে কানে কানে বলে-দুষ্টুটা আমাকে মারছে । আব্বু তুমি বকা দিয়ে দাও। আমি কৃত্রিম বকা দিলাম বাবুর মাকে। বললাম রাত ১২।০০টা পার হয়ে গেছে এবার ঘুমাও। সকালে আমার অফিস আছে।

মন্তব্য ২২ টি রেটিং +২/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ৩০ শে জুন, ২০২২ সকাল ১১:২৫

জুল ভার্ন বলেছেন: মনে পরে টলস্টয়ের লেখা The Children Wiser than the Elders গল্পের কথা- যা আমরা সেই স্কুল জীবনে পড়েছিলাম।
কন্যার জন্য শুভ কামনা।

৩০ শে জুন, ২০২২ দুপুর ১:৩৪

মোঃ মাইদুল সরকার বলেছেন:
অনেক ধন্যবাদ ভাল থাকবেন।

২| ৩০ শে জুন, ২০২২ সকাল ১১:৩৬

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: আরো একটি গল্প পেলাম। বাহ্।

৩০ শে জুন, ২০২২ দুপুর ১:৩৬

মোঃ মাইদুল সরকার বলেছেন: হুম। কত গল্প যে আছে সবতো আর লেখা হয়না। ধন্যবাদ

৩| ৩০ শে জুন, ২০২২ দুপুর ১২:২৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: কন্যার জন্য শুভকামনা। আপনার দেশের বাড়ী কোথায়। এসব ভাষা তো আমরা কই

৩০ শে জুন, ২০২২ দুপুর ১:৩৫

মোঃ মাইদুল সরকার বলেছেন:
কুমিল্লার মেঘনা থানায়। ধন্যবাদ।

৪| ৩০ শে জুন, ২০২২ দুপুর ১২:৩৬

আলমগীর সরকার লিটন বলেছেন: সুন্দর কবি দা

৩০ শে জুন, ২০২২ দুপুর ১:৩৬

মোঃ মাইদুল সরকার বলেছেন: ধন্যবাদ।

৫| ৩০ শে জুন, ২০২২ দুপুর ১২:৪৮

মরুভূমির জলদস্যু বলেছেন: এভাবেই তৈরি হয় গল্পগুলি।

৩০ শে জুন, ২০২২ দুপুর ১:৪২

মোঃ মাইদুল সরকার বলেছেন:
প্রতিদিন ই গল্প তৈরী হয় কিন্তু লেখা হয়না। ধন্যবাদ।

৬| ৩০ শে জুন, ২০২২ দুপুর ১:১৩

রাজীব নুর বলেছেন: কন্যা ভালো থাকুক। সুস্থ থাকুন। এক আকাশ আনন্দ নিয়ে বড় হোক।

৩০ শে জুন, ২০২২ দুপুর ১:৪৩

মোঃ মাইদুল সরকার বলেছেন:
আপনার কথাগুলো পূর্ণ হোক। ধন্যবাদ।

৭| ৩০ শে জুন, ২০২২ দুপুর ১:১৬

রানার ব্লগ বলেছেন: বাচ্চারা যা দেখে যা শোনে তাই শেখে !! ওদের আয়ত্ব করার ক্ষমতা দুর্দান্ত !!

৩০ শে জুন, ২০২২ দুপুর ১:৪৪

মোঃ মাইদুল সরকার বলেছেন:
আসলেই তাই। অনেক কিছু দ্রুত শিখে ফেলে। ধন্যবাদ ভাই।

৮| ৩০ শে জুন, ২০২২ দুপুর ১:৪৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: আমরা হবিগঞ্জেও এমন ভাষা ইউজ করি

৩০ শে জুন, ২০২২ দুপুর ১:৫৪

মোঃ মাইদুল সরকার বলেছেন: কিছুটা মিল আছে। ফিরতি মন্তব্যের জন্য ধন্যবাদ আপু।

৯| ৩০ শে জুন, ২০২২ দুপুর ২:২৮

মোহাম্মদ গোফরান বলেছেন: আরো আরো আরো গল্প তৈয়ার হোক।

০৩ রা জুলাই, ২০২২ সকাল ১১:৪২

মোঃ মাইদুল সরকার বলেছেন:
ধন্যবাদ ভাই।

১০| ৩০ শে জুন, ২০২২ বিকাল ৪:১৪

সৈয়দ মশিউর রহমান বলেছেন: দারুণ একটা গল্প।

০৩ রা জুলাই, ২০২২ সকাল ১১:৪২

মোঃ মাইদুল সরকার বলেছেন:
ধন্যবাদ।

১১| ০১ লা জুলাই, ২০২২ রাত ২:২৯

ভার্চুয়াল তাসনিম বলেছেন: তুই করে বললে অপমান বোধ করে কী?

০৩ রা জুলাই, ২০২২ সকাল ১১:৪২

মোঃ মাইদুল সরকার বলেছেন:
মনে করে তাকে বকা দেওয়া হচ্ছে। ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.