নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একদিন জীবন শেষ হয়ে যাবে তবুও অনেক কিছু করার সাধ জাগে..............
আজকের গল্প শ্বশুরবাড়ি ও বিয়ে বাড়ির ভাবনা।
মাত্রই এ মাসে নতুন বাসায় উঠেছি নতুন বাসার আমার মেয়ের সমবয়সী একজন মেয়ে শিশু রয়েছে। তার নাম তাসনিম। তো তাসনিম প্রতিদিনই আমাদের বাসায় আসে কিংবা না আসলে আমার মেয়ে গিয়ে ডেকে নিয়ে আসে। তার আবার লজ্জা বেশি সে একা ডাকবেনা সাথে আমাকেও যেতে হবে। তাসনিম আসার পর দুজনে খেলাধুলা করে আমার মেয়ের যত খেলনা আছে সবগুলো নামিয়ে। তারপর লুকোচুরি খেলা সেটা শেষ হলে রিকশায নিয়ে প্রতিযোগিতা কে কার আগে বসবে কিংবা দখল করবে। গত পরশু মেয়ের জন্য একটি পার্টি ড্রেস কিনে এনেছি কারণ ঈদের পর তার খালামনির বিয়ে। বিয়ে উপলক্ষ্যে গিফট বলা যেতে পারে। বাবুর পার্টি ড্রেস দেখে তাসনিম বলছে-এত সুন্দর ড্রেস কিনেছ যে ?
বাবুর উত্তর হ্যাঁ খালামনির বিয়েতে পরব।
তুমি কোথায় যাবে যে শ্বশুরবাড়ি ?
আমার মেয়ের উত্তর না বিয়ে বাড়িতে যাব।
তাসনিম না তুমি শ্বশুর বাড়ি যাবে। আমার মেয়ের আবারও উত্তরে বলল- না বিয়ে বাড়িতে যাব।
শ্বশুরবাড়ি ?
এবার বিরক্ত হয়ে আমার মেয়ে বলল, ছোট মানুষের শ্বশুরবাড়ি যায় নাকি বিয়ে বাড়িতে যায় । কিচ্ছু বুঝেনা মগা।
এই তুমি কি বলছো যে আমাকে ?
সম্ভবত মগা শব্দটি তাসনিম বুঝতে পারছেনা। এভাবেই তাদের কথোপকথন চলতে থাকে। আমি একটি হাতের কাজের উসিলায় ওদের পাশে বসে তাদের এই কথন শুনতেছিলাম।
গত মাসে যখন বাড়িতে যাচ্ছিলাম তখন মেয়ে জিজ্ঞেস করছিল কেন আমরা বাড়িতে যাচ্ছি ? তোমার খালামনির বিয়ে হতে যাচ্ছে তাই বাড়ি যাচ্ছি। তখন সে সারা রাস্তায় একটা ছড়াই বলেছে-
খালামণির বিয়ে
ভাঙ্গা ঢোল দিয়ে।
ছবি-শপিং ব্যাগ দিয়ে রাতের বেলা সে যখন খেলায় মত্ত।
০৪ ঠা জুলাই, ২০২২ সকাল ১০:৫২
মোঃ মাইদুল সরকার বলেছেন: হুম ভায়া । ধন্যবাদ।
২| ০৪ ঠা জুলাই, ২০২২ সকাল ১০:৫২
জুল ভার্ন বলেছেন: এই বয়সে বাচ্চাদের খেয়ালখুশী ছাড়া আর কোনো ভাবনা নেই।
০৪ ঠা জুলাই, ২০২২ সকাল ১০:৫৩
মোঃ মাইদুল সরকার বলেছেন:
কত কিছু যে বলে, আমি অবাক হয়ে যাই। ধন্যবাদ।
৩| ০৪ ঠা জুলাই, ২০২২ সকাল ১১:১১
জুন বলেছেন: বাচ্চাদের অর্থহীন কচকচানি ভালোই লাগে শুনতে।
০৪ ঠা জুলাই, ২০২২ সকাল ১১:১২
মোঃ মাইদুল সরকার বলেছেন:
আমারও ভাললাগে। ধন্যবাদ।
৪| ০৪ ঠা জুলাই, ২০২২ সকাল ১১:৩৬
সৈয়দ মশিউর রহমান বলেছেন: বাচ্চা না থাকলে সে বাড়ী বা বাসা ভুতুরে মনে হয়।
০৪ ঠা জুলাই, ২০২২ সকাল ১১:৪২
মোঃ মাইদুল সরকার বলেছেন:
অনেকটা তাই। পাঠ ও মন্তব্যে ধন্যবাদ।
৫| ০৪ ঠা জুলাই, ২০২২ দুপুর ১২:০৭
আলমগীর সরকার লিটন বলেছেন: বেশ লাগল দাদা
০৪ ঠা জুলাই, ২০২২ দুপুর ২:২০
মোঃ মাইদুল সরকার বলেছেন: ধন্যবাদ আপনাকে।
৬| ০৪ ঠা জুলাই, ২০২২ দুপুর ১:১৮
কাজী ফাতেমা ছবি বলেছেন: আল্লাহ নেক হায়াত দান করুন
০৪ ঠা জুলাই, ২০২২ দুপুর ২:২১
মোঃ মাইদুল সরকার বলেছেন:
আমিন। ধন্যবাদ।
৭| ০৪ ঠা জুলাই, ২০২২ দুপুর ২:২৯
রাজীব নুর বলেছেন: সহজ সরল জীবনের সুন্দর গল্প।
০৪ ঠা জুলাই, ২০২২ দুপুর ২:৪৬
মোঃ মাইদুল সরকার বলেছেন:
পাঠ ও মন্তব্যে ধন্যবাদ।
৮| ০৪ ঠা জুলাই, ২০২২ বিকাল ৪:৫৬
মোহাম্মদ গোফরান বলেছেন: প্রতিদিন একাধিক সুন্দর সুন্দর গল্প তৈরী হতে থাকুক।
০৫ ই জুলাই, ২০২২ সকাল ১০:০৫
মোঃ মাইদুল সরকার বলেছেন:
অবশ্যই। ধন্যবাদ।
৯| ০৪ ঠা জুলাই, ২০২২ রাত ১১:৫৮
এম ডি মুসা বলেছেন: সুন্দর গল্প তৈরী হতে থাকুক।
০৫ ই জুলাই, ২০২২ সকাল ১০:০৫
মোঃ মাইদুল সরকার বলেছেন:
ধন্যবাদ ভাই । ভাল থাকুন।
©somewhere in net ltd.
১| ০৪ ঠা জুলাই, ২০২২ সকাল ১০:৪৫
মরুভূমির জলদস্যু বলেছেন: নতুন বাসা! নতুন গল্প।