নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবন কেবলই ফুরিয়ে যায়।

মোঃ মাইদুল সরকার

একদিন জীবন শেষ হয়ে যাবে তবুও অনেক কিছু করার সাধ জাগে..............

মোঃ মাইদুল সরকার › বিস্তারিত পোস্টঃ

প্রতিদিন একটি করে গল্প তৈরি হয়- ২৬

২৪ শে মার্চ, ২০২৩ সকাল ৯:৫৫




আজকের গল্পটি মেয়ের এ্যাপে ছবি আঁকার। আমার মোবাইলে string pull নামে একটি ছবি আকার এ্যাপ আছে। আমি সেটা দিয়ে ছবি আঁকতাম মেয়ে তাকিয়ে দেখতো। আজ তার আকা সেই ছবিগুলো শেয়ার করবো।

তার পর একদিন সে বলল-

বাবা আমাকেও দাওনা আমিও আকি। আমি তাকে মোবাইল দিলাম। সে আঁকা শুরু করল। প্রথমে শিখিয়ে দিলাম কিভাবে একের পর এক ধাপ শেষ করতে হয় ও সেভ করতে হয়।


ব্যস এভাবে কেটে গেল অনেক দিন। রাতে শোয়ার পর বায়না ধরতো বাবা একটা কালার করি(কালার করি মানেই ছবি আঁকি)। আমি মানা করতাম তবুও সে অনুরোধ করতো। এভাবে অনেক ছবি আঁকা হয়ে গেলো।

তো একদিন গ্যালারিতে গিয়ে দেখি সুন্দর সুন্দর ছবি সাজানো। বাহ ! মেয়েতো ভাল করেছে। ছবিগুলো স্মৃতি হয়ে থাক।



অনেক ছবি থেকে কিছু ছবি শেয়ার করলাম। ইদানিং মেয়ে কিংবা আমি কেই আর ছবি আঁকছিনা। সময়ের সাথে সবই পরিবর্তন হয়ে যায়। তবুও হঠাৎ হঠাৎ মেয়ে ছবির কথা বলে, আমি কেন আঁকিনা ?

আমি বলি এমনি আঁকা হয়না। আমি বলি তুমিওতো আঁকনা। সে বলে তুমিতো মোবাইল দিতে চাওনা । আমি হেসে বললাম-ও তাই।


















মন্তব্য ১৪ টি রেটিং +৫/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ২৪ শে মার্চ, ২০২৩ সকাল ১০:৪৯

মহাজাগতিক চিন্তা বলেছেন: ছবিগুলো চমৎকার।

২৪ শে মার্চ, ২০২৩ দুপুর ১২:০৩

মোঃ মাইদুল সরকার বলেছেন:
ধন্যবাদ।

২| ২৪ শে মার্চ, ২০২৩ সকাল ১১:১৬

শেরজা তপন বলেছেন: রঙ পেন্সিল আর আর্টের খাতা দিলেই তো হয়। ভাল আঁকিয়ে হবে মনে হচ্ছে।

২৪ শে মার্চ, ২০২৩ দুপুর ১২:০৪

মোঃ মাইদুল সরকার বলেছেন:
সে আর বলতে লিখতে বসালেই একটু পরেই শুরু হয় তার আঁকাআঁকি। ধন্যবাদ । দোয়া করবেন।

৩| ২৪ শে মার্চ, ২০২৩ সকাল ১১:৫২

রূপক বিধৌত সাধু বলেছেন: সুন্দর হয়েছে। শেরজা তপন ভাইয়ের মতো আমিও বলব রং পেন্সিল আর আর্ট খাতা দিন। ভালো করবে মেয়ে।

২৪ শে মার্চ, ২০২৩ দুপুর ১২:০৫

মোঃ মাইদুল সরকার বলেছেন:
ধন্যবাদ । লিখতে বসালেই একটু পরেই শুরু হয় তার আঁকাআঁকি।

ইচ্ছে আছে ওকে আকাআকি শিখানোর।

৪| ২৪ শে মার্চ, ২০২৩ দুপুর ১:০২

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।
মেয়ে হেসে খেলে আনন্দে বড় হোক।

২৮ শে মার্চ, ২০২৩ বিকাল ৩:২৮

মোঃ মাইদুল সরকার বলেছেন:
ওকে। ধন্যবাদ।

৫| ২৪ শে মার্চ, ২০২৩ বিকাল ৩:২৫

পদাতিক চৌধুরি বলেছেন: বাহ সুন্দর হয়েছে ছবিগুলো।

২৮ শে মার্চ, ২০২৩ বিকাল ৩:২৮

মোঃ মাইদুল সরকার বলেছেন: ধন্যবাদ।

৬| ২৪ শে মার্চ, ২০২৩ রাত ১০:২০

শায়মা বলেছেন: বাহ!!! খুবই সুন্দর!!!

২৮ শে মার্চ, ২০২৩ বিকাল ৩:২৮

মোঃ মাইদুল সরকার বলেছেন: ধন্যবাদ।

৭| ২৫ শে মার্চ, ২০২৩ রাত ১০:৪৫

জটিল ভাই বলেছেন:
আসসালামুআলাইকুম প্রিয় ভাই। কেমন আছেন?
যখন শেষ ব্লগ ছাড়ি তখন শেষ কমেন্টটা আপনার রুটিনমাফিক গল্পের ১৪তম পর্বে ছিলো। আজ তা ২৬-এ চলে এলো। কিভাবে চলে যায় দিন! তা মা মনি কেমন আছে? দোয়া রইলো।

২৮ শে মার্চ, ২০২৩ বিকাল ৩:২৭

মোঃ মাইদুল সরকার বলেছেন:
অলাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ। ভাল আছি। আশা রাখি ভাল আছেন।

দিনতো চলে যায় স্মৃতি রয়ে যায়।

ভাল আছে মেয়ে আমার। দোয়া করবেন। আপনার ফ্যামিলির সবাই কেমন আছে ?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.