নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একদিন জীবন শেষ হয়ে যাবে তবুও অনেক কিছু করার সাধ জাগে..............
২০২৩ সালের শেষ মাস চলছে। চলছে বিজয়ের মাস। দুয়ারে কড়া নাড়ছে নতুন বছর ২০২৪। তো বছর শেষে কোন কোন ব্লগার হাসবেন বিজয়ের হাসি, কে থাকবেন এগিয়ে, কে বা করা হবেন জনপ্রিয় ব্লগার ?
কে হয়েছেন সবচেয়ে প্রিয় প্রাপ্ত ব্লগার ?
কে হবেন সবচেয়ে পঠিত ব্লগার ?
কে পেয়েছে সবচেয়ে বেশি মন্তব্য ব্লগার ?
কে বা কারা পেয়েছে সবচেয়ে বেশি লাইক ব্লগার ?
সবচেয়ে বেশি মন্তব্য কারী কে ? পোস্ট দাতাই বা কে ? সবচেয়ে বেশি সামুতে টাইম পাছ করেছে কে ? আপনাদের কি জানতে মন চায় !!!
যদি চায় তবে হ্যা বলুন। তাহলে ব্লগপ্রিয় যারা তারা কজে নেমে পড়েন, েএখনই কি কাজ শুরু করে দেন সবার আইডিতে ঢুকে লিষ্ট তৈরী করুন আর চমকে দিন ব্লগ বাসিদের।
এবার আসি শিরোনামের ................... অংশে। কারা পাচ্ছেন পুরুস্কার। আমি মত দিচ্ছি যে স্বেচ্ছায় কয়েকজন মিলে একটি টিম গঠন করে বছর শেষে উল্লেখিত বিভিন্ন ক্যাটাগরীতে পুরুস্কারর ব্যবস্থা নিন ব্যক্তি উদ্যোগে।
টাকা কোথায় পাবেন ? নো টেনশন ? উক্ত গঠিত টিমকে ব্লগের সবাই যার যার মত করে ডোনেশন দিয়ে পুরুস্কারের তহবিল গঠন করা হবে। ব্লগে এক কোনে একটি বিকাশ/রকেট/নগদ নাম্বার ঝুলিয়ে রাখা হোক যেটা মডুর তত্বাবধানে থাকবে। বছর শেষ তহবিল থেকে পুরুস্কার দেয়া হবে। এত বড় ব্লগ, এত পাঠক, লেখক তথচ বছর শেষে নেই কোন সম্মাননা কিংবা পুরুস্কার যেটা আর ভাবা যায়না। এবার থেকে চালু হোক নতুন কিছু, নতুন প্রাপ্তি।
সকলে ভাল থাকুন, ব্লগ ভাল থাকুক।
১০ ই ডিসেম্বর, ২০২৩ সকাল ১১:৪৩
মোঃ মাইদুল সরকার বলেছেন:
ধন্যবাদ। দেখা যাক কতটা কি হয় ?
২| ১০ ই ডিসেম্বর, ২০২৩ সকাল ১১:১২
বাকপ্রবাস বলেছেন: এমন উদ্যোগ খুব দরকার, ব্লগ চাঙ্গা হবে।
১০ ই ডিসেম্বর, ২০২৩ সকাল ১১:৪৪
মোঃ মাইদুল সরকার বলেছেন:
ধন্যবাদ।
৩| ১০ ই ডিসেম্বর, ২০২৩ সকাল ১১:৩৫
কাজী ফাতেমা ছবি বলেছেন: এই বছরটাই গেল ব্যস্ততায়। আগামীতে কী হবে কে জানে
১০ ই ডিসেম্বর, ২০২৩ সকাল ১১:৪৫
মোঃ মাইদুল সরকার বলেছেন: ধন্যবাদ। যতটুকু পারেন ততটুকুই সময় দেবেন । কিছু নিবেদিত ব্লগার আছে বলেই ব্লগ এখনও প্রানবন্ত।
৪| ১০ ই ডিসেম্বর, ২০২৩ সকাল ১১:৩৫
শেরজা তপন বলেছেন: অবশ্যই ভাল উদ্যোগ!
তো শুরুটা আপনিই করুন- দেখুন আর কে কে এগিয়ে আসে?
১০ ই ডিসেম্বর, ২০২৩ সকাল ১১:৪৫
মোঃ মাইদুল সরকার বলেছেন:
আমি ইচ্ছুক এখন অন্যরা এগিয়ে এলেই বাস্তবায়িত হবে উদ্যোগ। ধন্যবাদ ভাই।
৫| ১০ ই ডিসেম্বর, ২০২৩ সকাল ১১:৩৮
আলমগীর সরকার লিটন বলেছেন: শুভ কামনা জানাই
১০ ই ডিসেম্বর, ২০২৩ সকাল ১১:৪৬
মোঃ মাইদুল সরকার বলেছেন: ধন্যবাদ।
৬| ১০ ই ডিসেম্বর, ২০২৩ দুপুর ১:১১
ঢাবিয়ান বলেছেন: আপনার প্রথম চারটা ক্যটাগরির উত্তর হচ্ছে ব্লগার শেরজা তপন। তাই এই চার ক্যটাগরিতে প্রতিযোগিতার আয়োজন করে লাভ নাই। বরং পাঁচ নাম্বার ক্যটাগরিতে কম্পিটিশন হইতে পারে।
১০ ই ডিসেম্বর, ২০২৩ বিকাল ৩:৫০
মোঃ মাইদুল সরকার বলেছেন:
যদি বাস্তবায়ন হয় তবে আরও নতুন নতুন ক্যাটাগরি যোগ হবে। অনেকেই পুরস্কার পাবে। আর একজন যদি একাধিক পুরুস্কার পায় তবে এটা তার যোগ্যতা। ধন্যবাদ।
৭| ১০ ই ডিসেম্বর, ২০২৩ দুপুর ১:২৯
মাহমুদুর রহমান সুজন বলেছেন: মাইদুল ভাই সুন্দর চিন্তা উপস্থাপন করার জন্য ধন্যবাদ জ্ঞাপন করছি। এমন হলে মন্দ হয়না। কিন্তু ব্লগ পাড়ার যে হাল, সবাই যেনো পালিয়ে বাঁচে! শুভ কামনা রইল।
১০ ই ডিসেম্বর, ২০২৩ বিকাল ৩:৫২
মোঃ মাইদুল সরকার বলেছেন:
আপনাকেও ধন্যবাদ। একবার চালু হলে ব্যাপারটা বেশ ইন্টারেস্টিং হবে।
৮| ১০ ই ডিসেম্বর, ২০২৩ দুপুর ২:০৮
অপু তানভীর বলেছেন: এতো আজুরে সময় মানুষের আছে?
এই জিনিস ব্লগ কর্তৃপক্ষর বের করতে পারে সহজে । যদি কোন ব্লগার এই খোজ করতে চায় কারিগরি জ্ঞান ছাড়া তাহলে বিপুর পরিমান সময় অপচয় হবে কেবল !
১০ ই ডিসেম্বর, ২০২৩ বিকাল ৩:৫৩
মোঃ মাইদুল সরকার বলেছেন:
কিন্তু ব্লগ কর্তৃপক্ষ এমন আয়োজন করবে বলে মনে হয়না। ধন্যবাদ।
৯| ১০ ই ডিসেম্বর, ২০২৩ বিকাল ৪:৪৮
করুণাধারা বলেছেন: এমন উদ্যোগ নিলে ব্লগ জমে উঠবে নিঃসন্দেহে। আপনার আইডিয়াটা ভালো। তবে মনে হচ্ছে এটা করা খুব কঠিন হবে।
১১ ই ডিসেম্বর, ২০২৩ সকাল ৯:৪৮
মোঃ মাইদুল সরকার বলেছেন:
কয়েকজন মিলে কাজে নেমে পড়লে ঠিকই হয়ে যাবে। ধন্যবাদ আপনাকে।
১০| ১০ ই ডিসেম্বর, ২০২৩ বিকাল ৫:৩২
মরুভূমির জলদস্যু বলেছেন:
- আইডিয়াটা ভালো না। এমন কিছুর ফলাফলা শেষ পর্যন্ত খারপ হয়।
১১ ই ডিসেম্বর, ২০২৩ সকাল ৯:৪৯
মোঃ মাইদুল সরকার বলেছেন:
সবসময় যে ফলাফলটা খারাপ হবে এমনতো কথা নেই।
১১| ১০ ই ডিসেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:৫৯
নজসু বলেছেন:
আরেকটা ক্যাটাগরি যোগ করেন ভাই।
বছরজুড়ে সবচেয়ে বেশি সময় ব্লগে লগইন ছিলেন কে?
১১ ই ডিসেম্বর, ২০২৩ সকাল ৯:৫০
মোঃ মাইদুল সরকার বলেছেন:
অবশ্যই অনেক ক্যাটাগরি থাকবে । আর বছরজুড়ে সবচেয়ে বেশি সময় ব্লগে লগইন থাকায় আপনি পাবেন একটি পুরুস্কার। ধন্যবাদ ভাই।
১২| ১০ ই ডিসেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:১৪
শায়মা বলেছেন: কমিটি বানাও
কমিটি নাম্বার ওয়ান - খুঁজে বের করবে কে কত মন্তব্য করলো
কমিটি নাম্বার ২ - কে কত পোস্ট করলো?
কমিটি নাম্বার ৩ -
এইভাবে
১১ ই ডিসেম্বর, ২০২৩ সকাল ৯:৫২
মোঃ মাইদুল সরকার বলেছেন: কমিটি -১ এ আপনি থাকবেন
কমিটি-২ এ সাচু ভাই থাকবে
কমিটি-৩ শেরজা ভাই থাকবে
কমিটি-৪ এ আমি আছি এভাবে ক্রমে নাম আসবে কি বলেন ?
ধন্যবাদ আপু।
১৩| ১০ ই ডিসেম্বর, ২০২৩ রাত ৮:০৮
আরোগ্য বলেছেন: কোনটাতে পুরস্কার পাবো না।
তবে ব্লগ কতৃপক্ষ যদি উদ্যোগ নেয়, পাশে আছি।
১১ ই ডিসেম্বর, ২০২৩ সকাল ৯:৫৪
মোঃ মাইদুল সরকার বলেছেন: প্রবাসী নারী ব্লগারের সর্বাধিক মন্তব্যকারী হিসেবে আপনার জন্য ০১টি পুরুস্কার থাকা উচিৎ। ব্লগ কর্তৃপক্ষ উদ্যোগ নিবেনা। ব্লগারদের ব্যক্তিগত উদ্যোগে কেন আপনার থাকার ইচ্চা নেই ?
ধন্যবাদ আপু।
১৪| ১০ ই ডিসেম্বর, ২০২৩ রাত ৮:৫০
প্রামানিক বলেছেন: আইডিয়া মন্দ নয়
১১ ই ডিসেম্বর, ২০২৩ সকাল ৯:৫৪
মোঃ মাইদুল সরকার বলেছেন: ধন্যবাদ।
১৫| ১০ ই ডিসেম্বর, ২০২৩ রাত ৯:০৩
সাড়ে চুয়াত্তর বলেছেন: বছরের সকল পোস্ট বিবেচনায় নিলে সবচেয়ে বেশী পোস্ট দেয়ার ক্ষেত্রে এবং পঠিত হওয়ার ক্ষেত্রে সোনাগাজী এগিয়ে থাকবেন। ব্লগে উনি সময়ও বেশী দেন। রাজীব নূরও পোস্টের সংখ্যার দিক থেকে এগিয়ে থাকবে।
সবচেয়ে বেশী মন্তব্যকারী হতে পারে মিরোরডডল। সে বিভিন্ন ধরণের পোস্টে প্রতিদিন অনেক মন্তব্য করে।
একক পোস্টে বেশী মন্তব্য পাওয়ার ক্ষেত্রে আমাদের শায়মা আপু এগিয়ে থাকবে। এছাড়া শেরজা ভাইয়ের পোস্টেও অনেক মন্তব্য আসে।
শায়মা আপুর পোস্টে লাইক সবচেয়ে বেশী পরে। এছাড়া শেরজা তপন ভাইয়ের পোস্টেও লাইক বেশী পরে। আরও অনেকের পোস্টে লাইক বেশী পরে কিন্তু তাদের অনেকেই নিয়মিত না।
১১ ই ডিসেম্বর, ২০২৩ সকাল ৯:৫৬
মোঃ মাইদুল সরকার বলেছেন:
যারা ব্যান খেয়েছে তারা পুরুস্কারের জন্য মনোনীত হবেননা। অনেকগুলো ক্যাটাগরি থাকবে তাই অনেকের পুরুস্কার পাওয়ার সম্ভাবনা রয়েছে। আর এবার উৎসাহমূলক এই পুরুস্কার প্রথা চালু করার জন্য আপনিসহ সবাইকে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি।
ধন্যবাদ।
১৬| ১০ ই ডিসেম্বর, ২০২৩ রাত ৯:০৬
শায়মা বলেছেন: সাড়ে চুয়াত্তর ভাইয়া আমি তিনজনকে পুরষ্কার দিতে পারি-
সবচেয়ে যে বেশি পোস্ট দিয়েছে
সবচেয়ে বেশি যে কমেন্ট করেছে
আর সবচেয়ে ট্যালেন্ট যে .......
আমি সেই কথা লিখেছি আমার পোস্টেও....... তাহারা কাহারা......
১১ ই ডিসেম্বর, ২০২৩ সকাল ৯:৫৮
মোঃ মাইদুল সরকার বলেছেন:
নীচে সাচু ভাই উত্তর দিয়েছেন।
সেবা নবীন ব্লগার হিসেবে নিবর্হণ নির্ঘোষ পুরুস্কারের দাবী রাখে।
ধন্যবাদ।
১৭| ১০ ই ডিসেম্বর, ২০২৩ রাত ৯:৩১
সাড়ে চুয়াত্তর বলেছেন: @শায়মা আপু -
সবচেয়ে বেশী পোস্ট দিয়েছে আপনার অতি প্রিয় ব্লগার সোনাগাজী।
সবচেয়ে বেশী মন্তব্য করেছে মিরোরডডল।
সবচেয়ে ট্যালেন্ট - নিবর্হণ নির্ঘোষ।
১১ ই ডিসেম্বর, ২০২৩ সকাল ৯:৫৮
মোঃ মাইদুল সরকার বলেছেন:
সুন্দর উত্তর। ধন্যবাদ।
১৮| ১০ ই ডিসেম্বর, ২০২৩ রাত ৯:৪৪
শায়মা বলেছেন: সাড়ে ভাইয়া ১০০তে ১০০ পেয়েছো!
সবচেয়ে কারা ঝগড়া করেছে তারাও পুরষ্কার পাবে যেমন আমি আর তুমি !!!
১১ ই ডিসেম্বর, ২০২৩ সকাল ৯:৫৯
মোঃ মাইদুল সরকার বলেছেন:
সবচেয়ে বড় বড় কমেন্টের জন্য আপনি আর সাচু ভাই মনোনীত হতে পারেন।
১৯| ১০ ই ডিসেম্বর, ২০২৩ রাত ৯:৫১
বিজন রয় বলেছেন: মাইদুল, আপনার এই প্রস্তাব আমি ২০১৬ সালে করেছিলাম। কিন্তু মডুরা কোনো সাড়া দেয় নাই। আর ব্লগাররা নিজ উদ্যেগে করবেন এমন কেউ আছেন বলে মনে হয় না। তাই এটা সম্ভব হবে বলে মনে করি না।
পারলে আপনি কিছু করেন।
আমি আপনাকে একটি পুরস্কার দিব।
১১ ই ডিসেম্বর, ২০২৩ সকাল ১০:০১
মোঃ মাইদুল সরকার বলেছেন: ধন্যবাদ বিজনদা।
আমার একার পক্ষে আসলে সম্ভব নয়। আপনি, আমি আরও কয়েকজন এটা বাস্তবায়িত করতে পারি।
আপনি আমাকে পুরুস্কার দিবেন বলেছেন এটাইতো আমার পুরুস্কার প্রাপ্তি। অনেক ধন্যবাদ।
২০| ১০ ই ডিসেম্বর, ২০২৩ রাত ৯:৫২
সাড়ে চুয়াত্তর বলেছেন: @ শায়মা আপু - সবচেয়ে বেশী ঝগড়ায় জেতার পুরস্কার আমি পাবো। আর সবচেয়ে বেশী হারার পুরস্কার কোন মেয়ে পাবে?
১১ ই ডিসেম্বর, ২০২৩ সকাল ১০:০২
মোঃ মাইদুল সরকার বলেছেন:
না ঝগড়ার জন্য পুরস্কার দেয়া হবেনা ভাইজান।
২১| ১০ ই ডিসেম্বর, ২০২৩ রাত ১০:০৪
শায়মা বলেছেন: ২০. ১০ ই ডিসেম্বর, ২০২৩ রাত ৯:৫২০
সাড়ে চুয়াত্তর বলেছেন: @ শায়মা আপু - সবচেয়ে বেশী ঝগড়ায় জেতার পুরস্কার আমি পাবো। আর সবচেয়ে বেশী হারার পুরস্কার কোন মেয়ে পাবে?
ঠিক ঠিক তুমি পাবে স্বপ্নে আর আমি সত্যিকারে.....
১১ ই ডিসেম্বর, ২০২৩ সকাল ১০:০৩
মোঃ মাইদুল সরকার বলেছেন:
তা আপনি সাচু ভাইকে স্বপ্নে পুরস্কার হিসেবে আপনার হাতে আকা ওয়ালমেট দিতেই পারেন।
২২| ১০ ই ডিসেম্বর, ২০২৩ রাত ১০:৫২
সেলিম আনোয়ার বলেছেন: আপনার পোস্ট ঘিরে চমৎকার সব কমেন্ট এসেছে। কে কে কোন কোন পুরষ্কারের যোগ্য সে বিষয়ও উঠে এসেছে। ভালো কমেন্ট একটা ভালো পোস্টের যতই গুরুত্ব রাখে। পুরষ্কার ব্লগারদের উৎসাহিত করবে ভালো পোস্ট করার জন্য। তবে এটাও ঠিক যারা পোস্ট দিয়ে আনন্দ লাভ করে তাদের এসবে উল্লেখ যোগ্য পরিবর্তন না ও আসতে পারে।
১১ ই ডিসেম্বর, ২০২৩ সকাল ১০:০৫
মোঃ মাইদুল সরকার বলেছেন:
বছরজুরে সবচেয়ে বেশি কবিতা পোস্টের জন্য আপনিও একটি পুরস্কার পেতে পারেন সেলিম ভাই। ধন্যবাদ।
২৩| ১০ ই ডিসেম্বর, ২০২৩ রাত ১০:৫৬
অপু দ্যা গ্রেট বলেছেন:
এটা ভাল উদ্যোগ বলা যায়। তবে কিনা আমি নিজেই পিছিয়ে থাকব। তবুও এই উদ্যোগ কে স্বাগত জানাই।
১১ ই ডিসেম্বর, ২০২৩ সকাল ১০:০৬
মোঃ মাইদুল সরকার বলেছেন:
সবাই এগিয়ে আসলে উদ্যোগ চালু করা যেতে পারে। ধন্যবাদ।
২৪| ১১ ই ডিসেম্বর, ২০২৩ রাত ১২:২৩
স্প্যানকড বলেছেন: জিরাফে আছি ধর্মেও আছি ! ভালো থাকবেন
১১ ই ডিসেম্বর, ২০২৩ সকাল ১০:০৭
মোঃ মাইদুল সরকার বলেছেন:
ধারাবাহিক সিরিজ কবিতার জন্য আপনি সিলেক্ট হবেন পুরস্কার প্রাপ্তির নমীনেশনে। ধন্যবাদ।
২৫| ১১ ই ডিসেম্বর, ২০২৩ রাত ১২:৩৪
চারাগাছ বলেছেন: এই পোস্টের জন্য আপনি একটা পুরস্কার পাবেন আমার থেকে।
১১ ই ডিসেম্বর, ২০২৩ সকাল ১০:০৮
মোঃ মাইদুল সরকার বলেছেন:
ওয়াও তাহলেতো ভালই হয় চারাগাছ। ধন্যবাদ। ভাল থাকবেন।
২৬| ১১ ই ডিসেম্বর, ২০২৩ ভোর ৪:৪১
সৈয়দ তাজুল ইসলাম বলেছেন:
যে বিষয়টি আমি উপেক্ষা করি সেটা হচ্ছে প্রতিযোগিতা। জয় কিংবা হারার ভয়ে নয়। এটা সম্পূর্ণ আকাইম্মা একটা ধারা। যদিও বিশ্বে এটাই দেখার মত বিষয়, যেরকম দেখার মত বিশ্বে রয়েছে অনেক কিছুই, তবু আমরা দেখি না সেগুলো।
পরকথা হলো, ক্যাটাগরিতে ভালো মানের লেখার বিষয়টি ছেড়ে দিয়ে আপনি কী বুঝাতে চাচ্ছেন?
১১ ই ডিসেম্বর, ২০২৩ সকাল ১০:১১
মোঃ মাইদুল সরকার বলেছেন: ধন্যবাদ
ভালমানের পোস্টের জন্যও পুরস্কার থাকবে। যদি চালু হয় তবে অনেকগুলো ক্যাটাগরি চালু হবে। আমি বুঝাতে চাচ্ছি ব্লগে থেকে ব্লগাররা উৎসামূলক কিছু একটা অর্জন করুক যেটা স্মৃতি হিসেবে ও অনুপ্রেরণা হিসেবে কাজ করবে।
২৭| ১১ ই ডিসেম্বর, ২০২৩ সকাল ১০:৩১
খায়রুল আহসান বলেছেন: পুরস্কার দেয়া হোক বা না হোক, প্রশ্নগুলোকে একটু সম্পাদনা করে নিয়ে একটা জরিপ কার্য শুরু হলে ভালোই হতো।
১১ ই ডিসেম্বর, ২০২৩ সকাল ১১:৪৮
মোঃ মাইদুল সরকার বলেছেন:
আপনার সুন্দর মতামতের জন্য ধন্যবাদ।
২৮| ১১ ই ডিসেম্বর, ২০২৩ সকাল ১১:২৫
রাজীব নুর বলেছেন: ফানি পোষ্ট।
১১ ই ডিসেম্বর, ২০২৩ সকাল ১১:৪৯
মোঃ মাইদুল সরকার বলেছেন: ধন্যবাদ।
২৯| ১১ ই ডিসেম্বর, ২০২৩ বিকাল ৫:০৫
আরোগ্য বলেছেন: মাইদুল ভাই কি ভুলে আমাকে প্রতিমন্তব্য করলেন? আমি তো প্রবাসী না, আমি আলহামদুলিল্লাহ স্বদেশেই বাস করি এবং প্রবাসী হওয়ার মোটেই ইচ্ছা নেই।
ওই তো কতৃপক্ষ কথাটা এমনি এসে গেছে, যদি এমন কোন উদ্যোগ নেয়া হয় তবে মনে হয় ব্লগারদের আগ্রহ বৃদ্ধি পাবে।
১২ ই ডিসেম্বর, ২০২৩ সকাল ৯:৫২
মোঃ মাইদুল সরকার বলেছেন:
স্যরি ভাই, এই প্রতিউত্তর টি ছিল মিররডল এর উনার মন্তব্যটি এখন দেখছিনা। সহমত এমন উদ্যোগ নিলে ব্লগারদের আগ্রহ অনেক বাড়বে। ধন্যবাদ।
৩০| ১১ ই ডিসেম্বর, ২০২৩ বিকাল ৫:২১
হাসান মাহবুব বলেছেন: টেকনিক্যাল এক্সেস ছাড়া ম্যানুয়ালি এগুলি করা খুবই ঝামেলাপূর্ণ কাজ হবে। তবে ব্লগ টিম অফিসিয়ালি এই ডাটাগুলি প্রকাশ করতে পারে চাইলে। সেটাই ভালো হবে।
১২ ই ডিসেম্বর, ২০২৩ সকাল ৯:৫৪
মোঃ মাইদুল সরকার বলেছেন:
যদি এমন উদ্যোগ নেওয়া হয় তবে ব্লগ কর্তৃৃৃপক্ষের সাথে যোগাযোগ করে সঠিক ডাটা নেয়ার পরই ফলালফ প্রকাশ করতে হবে। ধন্যবাদ গঠনমূলক মন্তব্যের জন্য।
৩১| ১১ ই ডিসেম্বর, ২০২৩ রাত ৯:৪৩
মোহাম্মদ গোফরান বলেছেন: সবচেয়ে বেশী পোস্টদাতা, পোস্টে সবচেয়ে বেশী পাঠক পাওয়া ব্লগার সোনাগাজী। পোস্টে সবচেয়ে বেশী লাইক পাওয়া ব্লগার শেরজা তপন। সবচেয়ে বেশী মন্তব্যকারী শায়মা আপু।
১২ ই ডিসেম্বর, ২০২৩ সকাল ৯:৫৪
মোঃ মাইদুল সরকার বলেছেন:
ধন্যবাদ ভাই, এমন যদি হতো ভাল হতো।
৩২| ১২ ই ডিসেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:২২
মোঃ জাহিদুল ইসলাম (মোল্লা) বলেছেন: আপনি কি আপনার লিখিত বই পাবলিশ করতে চান?
যদি কোন একটি বিষয়ের উপর আপনার বিশেষ দক্ষতা এবং অভিজ্ঞতা থাকে।
যেমন, গল্প, উপন্যাস,প্রবন্ধ, গণিত, পদার্থ, রসায়ন, জীববিজ্ঞান, মার্কেটিং, ইংলিশ, মানি ম্যানেজমেন্ট, ইত্যাদি ।
আপনার দক্ষতা ও অভিজ্ঞতা কে কাজে লাগিয়ে একটি বই লিখুন/লিখেছেন। তাহলে আপনি চাইলে আমাদের ওয়েবসাইট এ আপনার বইটি পাবলিশ করতে পারেন।
আমরা তৈরি করেছি বই পাবলিশ করার সুন্দর একটি প্ল্যাটফর্ম যেখানে থাকবে আপনার লেখা বই।
বিঃ দ্রঃ
১. বই পাবলিশ করার জন্য কোন প্রকার টাকা দেয়ার প্রয়োজন নেই।
২. শুধুমাত্র প্রকৃত লেখকগন যোগাযোগ করবেন।
যোগাযোগের ঠিকানাঃ
ইনফো টেক কম্পিউটার ইনন্সিটিউট
অফিস মহল্লা, কলাপাড়া, পটুয়াখালী, বরিশাল
মোবা- 01721-885144
Only WhatsApp 01304637535
ই-মেইল- [email protected]
ওয়েবসাইট- https://techwidely.com/shop/
১৩ ই ডিসেম্বর, ২০২৩ দুপুর ২:২২
মোঃ মাইদুল সরকার বলেছেন:
ধন্যবাদ। কথা হবে।
©somewhere in net ltd.
১| ১০ ই ডিসেম্বর, ২০২৩ সকাল ১০:৫৮
অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: ব্লগ সরগরম রাখতে এমন উদ্যোগ যথোচিত।