নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবন কেবলই ফুরিয়ে যায়।

মোঃ মাইদুল সরকার

একদিন জীবন শেষ হয়ে যাবে তবুও অনেক কিছু করার সাধ জাগে..............

মোঃ মাইদুল সরকার › বিস্তারিত পোস্টঃ

অসমাপ্ত কবিতা

১১ ই ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ১১:১৮


ডায়রী কিংবা কম্পিউটারের নির্দিষ্ট ফাইল খুললেই চোখে পড়ে অসমাপ্ত অনেক কবিতা। এই কবিতাগুলো আদৌ শেষ করা হয়ে উঠবে কিনা জানিনা। কিছু স্মৃতি থাকে অমলিন, কিছু গান থাকে কালজয়ী, কিছু ছবি থাকে রঙিন আর কিছু কবিতা থাকে অসমাপ্ত। নিয়তি এদের কখনো পূর্ণতা দেয়না। আজ ব্লগে পোস্ট দিয়ে গিয়ে এই অসমাপ্ত কবিতা চোখে পড়ল, ভাবলাম পাঠকের সামনে তুলে দেই...........দেখি এর কোন গতি হয় কিনা ?

পাঠক চায় কিনা এটা শেষ হকো, নাকি তারাও চায় কিছু কবিতা চিরকাল পড়ে থাকুক উল্টোমুখে অপূর্ণতার হাহাকার নিয়ে।





আমি কেন স্মৃতির পাতায় তোমারে রাখিনা
আমি কেন গানের খাতায় তোমার নাম লিখিনা
তুমিতো শব্দহীন, ক্লান্তবিহীন শান্ত পুকুর
আমার বুকের ভিতর মগ্ন চৈতন্যের দুপুর
.............................................।






ছবি-https://khoborpatrabd.com/archives/88045 সৌজন্য।

মন্তব্য ১৮ টি রেটিং +৫/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ১১ ই ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ১১:২৩

এম ডি মুসা বলেছেন: চমৎকার ছিল

১১ ই ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ১১:২৫

মোঃ মাইদুল সরকার বলেছেন:
ধন্যবাদ। কিন্তু এটা আর শেষ করা হয়ে উঠেনি।

২| ১১ ই ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ১১:৩২

এম ডি মুসা বলেছেন: িআমি যেটা করি , একটা লেখা লেখি সেটার মান দুর্বল হতে পারে, অনেক দিন পরে আবার সেটাকে ঘষামাজা করি সেটা আরো নতুন ভাবে গড়ে উঠে। তবে আপনি জ্ঞানী মানুষ আমার থেকে ভালো ওয়ে আপনার জানা আছে। তবে বাকি অংশ লেখবেন কিছু সময় লেট করেন তারপর দেখেন বাকি অংশ এমনি পেয়ে যাবেন।

১১ ই ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ১১:৪৩

মোঃ মাইদুল সরকার বলেছেন:
ধন্যবাদ মুসা ভাই। আপনার মত করে অনেক কবি ও গল্পকার পরে কবিতা বা গল্প ঘষামাজা করে শেষ করেন, যেটা আমিও করি তবে এত কি যেখন লিখাট লিখতে চেয়েছিলাম তখন সে মূল ভাব বা সুর ছিল এতদিন পরে সেটা কিন্তু আর থকেনা তখন নতুন করে ভাবনা চিন্তা করে মিলাতে হয়। এই কবিতাটা আমার এখনও বেশ ভাল লাগে যদিও অসম্পন্ন।

৩| ১১ ই ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ১২:১২

সোনাগাজী বলেছেন:




এটুকুই ভালো, এর বেশী হলে বিরক্তিকর হবে।

১১ ই ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ১:৩২

মোঃ মাইদুল সরকার বলেছেন:
আপনি আপনার মত করে মতামত ব্যক্ত করতেই পারেন, ধন্যবাদ।

৪| ১১ ই ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ১২:২৬

মোস্তফা সোহেল বলেছেন: জীবনে শুধু কবিতা না এমন অনেক কিছুই আছে যা শুরু করে আর শেষ করা হয়ে ওঠে না।

১১ ই ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ১:৩৩

মোঃ মাইদুল সরকার বলেছেন:
সহমত সোহলে ভাই। ধন্যবাদ।

৫| ১১ ই ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ১২:৪১

নয়ন বড়ুয়া বলেছেন: সুন্দর...

১১ ই ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ১:৩২

মোঃ মাইদুল সরকার বলেছেন: ধন্যবাদ দাদা।

৬| ১১ ই ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৩:৫০

রাজীব নুর বলেছেন: চালিয়ে যান।

১১ ই ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৪:০৫

মোঃ মাইদুল সরকার বলেছেন: ধন্যবাদ।

৭| ১২ ই ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ২:৫০

সোনালি কাবিন বলেছেন: ভালো লাগলো

১৯ শে ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ২:১৯

মোঃ মাইদুল সরকার বলেছেন:
ধন্যবাদ।

৮| ১৩ ই ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৫:১৩

করুণাধারা বলেছেন: মনে হচ্ছে প্রথম আপনার কবিতা পড়লাম। ভালই লাগলো।

১৯ শে ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ২:২১

মোঃ মাইদুল সরকার বলেছেন: এত এত কবিতা পোস্ট দিলাম আর আপনি প্রথম পড়ছেন................ !!! তবুও ধন্যবাদ অসমাপ্ত কবিতা পাঠে।

৯| ১৫ ই ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:০৮

খায়রুল আহসান বলেছেন: আপনার এই অসমাপ্ত কবিতাটা সুন্দর হয়েছে। আমারও এ রকম অনেক অসমাপ্ত কবিতা রয়েছে; অসমাপ্ত থাকার কারণ, কবিতা লেখার সময় কোন উটকো উপদ্রব উপস্থিত হয়েছে, কিংবা কবিতাকে মাঝ পথে থামিয়ে রেখে কোন জরুরী কাজ করতে হয়েছে অথবা বাইরে যেতে হয়েছে, অথবা ভাবনায় কোন ছন্দপতন হয়েছে, ইত্যাদি ইত্যাদি। তবে এম ডি মুসা ২ নং মন্তব্যে যেমনটি বলেছেন, পরবর্তী কোন এক সুবিধাজনক সময়ে আমি অনেক অসমাপ্ত কবিতাকে 'ঘষেমেজে' পরিবেশনযোগ্য করেছি। অবশ্য এতে কবিতার মূল সুর অনেকটাই ব্যহত কিংবা পরিবর্তিত হয়েছে।

আপনিও আপনার অসমাপ্ত কবিতাগুলোকে আরেকটু বড় করে এখানে পোস্ট করতে থাকুন; আমরা পড়ে দেখি।

১৯ শে ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ২:২২

মোঃ মাইদুল সরকার বলেছেন:
ধন্যবাদ জানবেন। সহমত। আসলেই লেখার মাঝ পথে বাধা পড়লে পরবর্তীতে মূল সুর বা ছন্দ ব্যাহত হয়। চেষ্টা করবো। ভাল থাকুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.