![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একদিন জীবন শেষ হয়ে যাবে তবুও অনেক কিছু করার সাধ জাগে..............
ছবি সৌজন্য-https://www.tbsnews.net/bangla
ছবি- মঞ্চে তখন গান চলছে, মধু হই হই আরে বিষ খাওয়াইলা.......... চট্টগ্রামের ঐতিহ্যবাহী গান।
প্রতি বছরের মত এবার অনুষ্ঠিত হল জব্বারের বলীখেলা ও বৈশাখী মেলা-২০২৪। গত ২৪/০৪/২৪ থেকে ২৬/০৪/২৪ পর্যন্ত এই বলীখেলা ও মেলা হয়েছে। বলী খেলা হয় মূলত এক দিন আর মেলা চলে তিন দিন।
লোকে লোকারন্য। কতোয়ালী থেকে লালা দিঘী পুরো রাস্তা জুড়ে মেলা। গাড়ি বন্ধ। যাবনা যাবনা করেও সন্ধ্যায় গেলাম। যা গরম পড়েছে। গিয়েই একটা হাত পাখা কিনে হাটতে হাটতে বাতাস করতে করতে মেলা ঘুড়ে বেড়ালাম।
১১৪তম আসরে চ্যাম্পিয়ন হয় কুমিল্লা জেলার হোমনা উপজেলার বাসিন্দা শাহজালাল বলী। আর এবার আব্দুল জব্বারের বলীখেলার ১১৫তম আসরে চ্যাম্পিয়ন হয়েছেন আমাদের কুমিল্লার হোমনা থানার ছেলে বাঘা শরীফ। সে কুমিল্লা সদরের রাশেদ বলীকে পরাজিত করে তিনি চ্যাম্পিয়ন হন। দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা ৮০ জন বলী প্রতিযোগিতায় অংশ নেন।
প্রথম রাউন্ডের ৩৫ জন বিজয়ীর প্রত্যেককে দুই হাজার টাকা করে পুরস্কার নেওয়া হয়। চ্যাম্পিয়নকে ৩০ হাজার টাকা প্রাইজমানি ও একটি ক্রেস্ট দেওয়া হয়। রানার আপকে ২০ হাজার টাকা প্রাইজমানি ও একটি ক্রেস্ট দেওয়া হয়।
মেলা কি উঠে নাই সামন্য পান থেকে বেতের আসবাবাপত্র, জামা কাপড় থেকে তাল পাখা, দই চিড়া থেকে আইক্রিম, মাটির তৈজসপত্র থেকে শুরু করে নানা হাবিজাবি।
২৭ শে এপ্রিল, ২০২৪ দুপুর ২:১৯
মোঃ মাইদুল সরকার বলেছেন: চট্টগ্রাম আসলে দেখতে পাবেন । ধন্যবাদ।
২| ২৭ শে এপ্রিল, ২০২৪ দুপুর ১:১০
এম ডি মুসা বলেছেন: শুভ দুপুর!
২৭ শে এপ্রিল, ২০২৪ দুপুর ২:১৯
মোঃ মাইদুল সরকার বলেছেন: শুভ মধ্যাহ্ন।
৩| ২৭ শে এপ্রিল, ২০২৪ দুপুর ১:১১
এম ডি মুসা বলেছেন: বাংলার ঐতিহ্য , অনেক সুন্দর। আগের দিনে মানুষ সরল সহজ ভালো মনের ছিল। এখন দিন দিন মানুষ গুলো চশমখোর হয়ে যাচ্ছে।
২৭ শে এপ্রিল, ২০২৪ দুপুর ২:২১
মোঃ মাইদুল সরকার বলেছেন: যত দিন যাচ্ছে মানুষ আধুনিক হচ্ছে আর লাজ লজ্জা বিসর্জন দিচ্ছে। এখনকার মানুষের মধ্যে শুধু অহমিকা, সরলতা তেমন নেই। ধন্যবাদ।
৪| ২৭ শে এপ্রিল, ২০২৪ দুপুর ১:২৫
শায়মা বলেছেন: বলী খেলা কেমনে খেলে সেটাই তো লিখলে না ভাইয়া?
বলী দিয়ে দেয় নাকি??? নাকি শুধুই বলী অভিনয় হয়?
নাকি অন্য কিছু?
২৭ শে এপ্রিল, ২০২৪ দুপুর ২:২৩
মোঃ মাইদুল সরকার বলেছেন: শায়মা আপু এ কি তোমার রসিকতা ! বলি যদি দিয়ে দেয় এমন খেলা কি বাঙালি কখনো খেলবে? খেলাটা মূলত কুস্তি খেলা ।দুজনের মধ্যে লড়াই। এটাই হচ্ছে চট্টগ্রামের ঐতিহ্যবাহী জব্বারের বলি খেলা। ধন্যবাদ।
৫| ২৭ শে এপ্রিল, ২০২৪ রাত ৯:০৮
অ্যালেকজান্ডার ফ্লেমিং বলেছেন: বলি খেলা হালাল না হারাম নিয়ে ব্লগে পোষ্ট আসেনি কেন?
০১ লা মে, ২০২৪ দুপুর ১২:২৬
মোঃ মাইদুল সরকার বলেছেন: আপনি কি এটাও আশা করছেন নাকি ?
৬| ৩০ শে এপ্রিল, ২০২৪ রাত ৯:২০
খায়রুল আহসান বলেছেন: সেই ছোটবেলা থেকে শুনে এসেছি চট্টগ্রামের জব্বারের বলীখেলা এর নাম। তবে বাস্তবে কখনো দেখা হয়নি, যদিও বড় হয়ে কর্মোপলক্ষে কয়েক বছর চট্টগ্রামে বাস করেছি।
এ খেলাটি যে জেলার ঐতিহ্য, সেই চট্টগ্রামের কেউ চ্যাম্পিয়ন না হয়ে পরপর গত দুই বছর কুমিল্লা জেলার হোমনা উপজেলার দুই জন ব্যক্তি চ্যাম্পিয়ন হলেন, এতে একটু আশ্চর্যই হলাম। যাহোক, বিজয়ী দুইজনকে আন্তরিক অভিনন্দন; তারা নিশ্চয়ই সারা বছর ধরে অনুশীলন করে, যথেষ্ট প্রস্তুতি নিয়েই মাঠে নেমেছিলেন।
এই সাংস্কৃতিক ঐতিহ্য সাম্বাৎসরিক উদযাপনের জন্য চট্টগ্রামবাসী এবং চট্টগ্রাম জেলা প্রশাসনকেও সাধুবাদ!
০১ লা মে, ২০২৪ দুপুর ১২:২৮
মোঃ মাইদুল সরকার বলেছেন:
ধন্যবাদ আপনাকেও। কুমিল্লার বলীরা যথেষ্ট সময় ও শ্রম দিচ্ছে তাই ভাল ফলাফল অর্জণ করেছে। ভাল থাকুন। শুভ কামনা।
৭| ০১ লা মে, ২০২৪ দুপুর ১২:২৯
সেলিম আনোয়ার বলেছেন: অভিনন্দন বাঘা শরীফ।
০১ লা মে, ২০২৪ দুপুর ১২:২৯
মোঃ মাইদুল সরকার বলেছেন:
ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
২৭ শে এপ্রিল, ২০২৪ দুপুর ১২:০২
প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন বলেছেন:
বলী খেলার কথা শুনেছি, বাস্তবে দেখা হয়নি।