নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবন কেবলই ফুরিয়ে যায়।

মোঃ মাইদুল সরকার

একদিন জীবন শেষ হয়ে যাবে তবুও অনেক কিছু করার সাধ জাগে..............

মোঃ মাইদুল সরকার › বিস্তারিত পোস্টঃ

--বৃষ্টির বিন্দুতে স্মৃতির ঝাপটা--

০১ লা জুলাই, ২০২৪ দুপুর ২:৪৮



আমি একা বৃষ্টিতে ভিজি এখন
যেমন করে একদিন ভিজেছিল তোমার প্রেমে মন
স্মৃতিত ফিরি, ফিরি অতীতে-
তুমি ছিলে পাশে সোনালী রোদের মতন
জীবন জুড়ে তখন ঝিকমিক আলো
প্রেমে পড়া পাখির গান লাগতো বড় ভালো।
থাকেনা আজীবন নদীর স্নিগ্ধ রূপ
চিরকাল নিজেরে পুড়িয়ে সুখ পায় যে ধূপ
ভালোবাসার মানুষ অন্যোর হয়ে গেলে
বৃষ্টির রাতে বিরহের হাহাকার নেমে আসে প্রেমিক বুকে
অশ্রুর ফোয়ারা দুচোখে
শান্তনা নেই কেবল যন্ত্রনা জীবনের চৌদিকে।
আমি একা বিরহের অনলে পুড়ি এখন
স্মরণের আবরনে ক্ষনে ক্ষনে তোমায় মনে পড়ে যখন
স্মৃতিকাতর মন, স্মৃতি আমরন-
তুমি নেই পাশে নরম রোদের মতন
বিষ্মিত জোনাকিরা ভুলতে পারেনা মোদের সেই প্রেমকথন
এখন পাতা ঝড়ে বেলা অবেলায়
জোছনা আনে যেন মনের অরণ্যে বেদনা ভরা বিরহ
তুমি দাও অন্যরে সঙ্গ
ব্যর্থতার দায়ে অভিযুক্ত আমি তাইতো স্বপ্ন ভঙ্গ
বৃষ্টিতে ভিজা বিলাশিতা নয় এখন
বৃষ্টির বিন্দুতে স্মৃতির ঝাপটায় ভাঙ্গেনাতো অতীতের আয়না
মনের ভিতর প্রশ্ন জাগে
হায়রে! জীবন কেন ফুলের মত সাজানো হয়না।


কেন যেন এই বৃষ্টির দিনে কবিতাটা রিপোস্ট করতে মন চাইলো।

ছবি-নিজের তোলা।

মন্তব্য ১২ টি রেটিং +৫/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০১ লা জুলাই, ২০২৪ দুপুর ২:৫২

আলমগীর সরকার লিটন বলেছেন: সুন্দর বৃষ্টিভেজা শুভেচ্ছা রইল

০১ লা জুলাই, ২০২৪ দুপুর ২:৫৫

মোঃ মাইদুল সরকার বলেছেন:
ধন্যবাদ কবি।

২| ০১ লা জুলাই, ২০২৪ দুপুর ২:৫৫

এম ডি মুসা বলেছেন: এবারের বর্ষা লুকোচুরি খেলছে

০১ লা জুলাই, ২০২৪ দুপুর ২:৫৭

মোঃ মাইদুল সরকার বলেছেন:
দু’দিন ধরে আমাদের এদিকে বৃষ্টি হচ্ছে থেমে থেমে প্রায় সারাক্ষণ। বৃষ্টি নিয়ে আপনার কবিতা লিখা হোক। ধন্যবাদ।

৩| ০১ লা জুলাই, ২০২৪ দুপুর ২:৫৮

মায়াস্পর্শ বলেছেন: ভালো লাগলো অনেক।

০১ লা জুলাই, ২০২৪ বিকাল ৩:০৫

মোঃ মাইদুল সরকার বলেছেন:
ধন্যবাদ ভাই, ভাল থাকুন।

৪| ০১ লা জুলাই, ২০২৪ বিকাল ৩:০৭

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
অনেকদিন বৃষ্টি নিয়ে কিছু লেখা আসেনা মাথায়।
আপনার সিন্গ্ধ লেখা ভালো লাগলো।

০১ লা জুলাই, ২০২৪ বিকাল ৩:২০

মোঃ মাইদুল সরকার বলেছেন:
ধন্যবাদ ভাই। নিশ্চয় সহসা বৃষ্টি নিয়ে লিখে ফেলবেন কিছু।

৫| ০১ লা জুলাই, ২০২৪ বিকাল ৩:২৭

মোহাম্মদ গোফরান বলেছেন: পিরিচে কি মোমোস?

০১ লা জুলাই, ২০২৪ বিকাল ৩:৪৫

মোঃ মাইদুল সরকার বলেছেন: জ্বী ভাই, মোমো।

৬| ০১ লা জুলাই, ২০২৪ বিকাল ৩:৩০

কাজী ফাতেমা ছবি বলেছেন: ভালো লাগলো

০১ লা জুলাই, ২০২৪ বিকাল ৩:৪৬

মোঃ মাইদুল সরকার বলেছেন: ধন্যবাদ কবি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.