নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একদিন জীবন শেষ হয়ে যাবে তবুও অনেক কিছু করার সাধ জাগে..............
তোমাদের এই ব্লগে ছিলাম বহুদিন আদরে-অনাদরে । কেউ কেউ রয়েছে যুগ যুগ ধরে পরে, নিজের ঘর বাড়ি মনে করে। কত বৃষ্টি ঝরেছে রাত-দিন, কত দমকা বাতাস উঠেছে, ঝড় ঝঞ্চা গিয়েছে, তবুও কিছু কিছু দেয়েছে যেমন কিছু পেয়েছে। তবুও টিকে ছিলাম, না বলা কথা লিখেছিলাম। অনেকে ধুকে ধুকে টিকে আছি আহা যেমন করে আমরা আশা নিয়ে বেঁচে থাকি। কিন্তু একদিন যদি মূল উপড়ে যায় আমরাও হারিয়ে যাব সময়ের অতলে। তখন আমরা কি বন্ধি থাকবোনা অনিচ্ছার বতলে। তোমাদের এই ব্লগে কত মনি মুক্ত, হিরে জহর রয়েছে ছিটিয়ে, কেউ আবার নিজের গীত গায় ঢোল পিটিয়ে। ব্লগ নামের এই পদ্ম ঝিলে ঘুড়ে বেড়ায় কত জল পিপি, কথা বলে অবিরত খুলে মনের ছিপি।
সোনাগাজী, রাজীব কোথায় তারা আজ লাগে আজীব। আখানাটেন, শের শায়েরী, জুল ভার্ন, জটিল ভাই, স্মৃতি কাতর হলে ব্লগে খুঁজি তাই। শায়মা, মিরর, মিথি মারজান, ফাতেমা ছবি, মনিরা সুলতানা ব্লগের ঋণ শুধিয়াছ কি আনা আনা ?
সত্যপথিক, ডার্ক ম্যান, অর্ক, মুসা, স্বপ্নবাজ সৌরভ, মোস্তফা সোহেল, শেরজা তপন, ভুয়া মফিজ, ঢাবিয়ান আর করিও না অভিমান। আহমেদ জী.এস, নীল আকাশ, ইসিয়াক, পদাতিক, আর ইউ, আমি তুমি আমরা, সাড়ে চুয়াত্তর ব্লগ বেঁচে থাক এমন হাজার বছর পঁচাত্তর।
টারজান০০৭, সামু পাগলা, মাইনু, সুজন, নজসু, ঢুকচ্যাপা, আরোগ্য তোমাদের সাথে আর কি কথা হবেনা এমনই ভাগ্য ! ওমেরা, শিখা রহমান, নীলমনি, ফারহানা শারমিন, সারমিন হক, করুণাধারা তোমাদের লেখা আর না দেখলে হবে অনেকে পাগলপারা
মহাজাগতিক চিন্তা, কলাবাগান, হাসান কাল বৈশাখী, রূপক, নিমো, শাহ আজিজ, হাসান মাহবুব, মা হাসান, ড. এম এ আলী কত নাম যে মনে রাখি আর বলি।
নয়া পাঠক, খায়রুল আহসান, নতুন নকিব, নতুন, মশিউর রহমান, আলমগীর সরকার, কালো জাদুকর, সাজ্জাত, আহা সামুতে কেটে গেছে কতি দিন কত রাত।
অপু তানভীর, শোভন, গোফরান, মায়াস্পর্শ, আরাফআহনাফ, রিয়াদ, কামরুজ্জামনা, ফয়সাল রকি, শুণ্য শারমর্ম, ঋণাত্মক শূন্য, প্রামানিক, বিজন রয়, সুমন কর, বাবন, কোথায় আজ তারা কে কার আপন কে পর।
জানা অজানা নতুন পুরান সব ব্লগার আর কাভা সকলেই করবেন ক্ষমা, ভালোবেসে তুমি সমন্ধন করেছি আর করবে কেবা ?
০৮ ই জুলাই, ২০২৪ বিকাল ৩:০৬
মোঃ মাইদুল সরকার বলেছেন: চিটিং কইরা সিটিং মাইরা একখান লেখা দিছি ব্লগে ছাইড়া.....হায় হায় এখন যদি সবায় আমায় চিটিংবাজ কয় এর দায় ভুম ভাইকে নিতে হয়।
তা মানে ইয়ে ...এটা মুক্ত গদ্য মনে করে না হয় পড়লেন। ধন্যবাদ ভাই।
২| ০৮ ই জুলাই, ২০২৪ বিকাল ৫:১৫
ঋণাত্মক শূণ্য বলেছেন: আমি এইখানে!
০৯ ই জুলাই, ২০২৪ সকাল ১১:৫৭
মোঃ মাইদুল সরকার বলেছেন: ধন্যবাদ। ভাল থাকুন।
৩| ০৮ ই জুলাই, ২০২৪ বিকাল ৫:৩৫
স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
মিথী মারজান আর শিখা রহমান দারুন কবিতা লিখতেন। মেয়ে কবিদের কবিতা আগে তেমন পড়া হয়নি। পাঠ্য বইয়ে কবি সুফিয়া কামাল কে পড়েছি। ব্লগে এসে উনাদের কবিতা বেশ মন দিয়ে পড়তাম।
কয়েক বছর ধরে উনাদের দেখিনা।
০৯ ই জুলাই, ২০২৪ সকাল ১১:৫৮
মোঃ মাইদুল সরকার বলেছেন:
ওনারা আর ব্লগে আসেন না। মিস করি। ধন্যবাদ।
৪| ০৮ ই জুলাই, ২০২৪ সন্ধ্যা ৭:৪৮
সাদা মনের মানুষ বলেছেন: কেমন আছেন সবাই।
০৯ ই জুলাই, ২০২৪ সকাল ১১:৫৮
মোঃ মাইদুল সরকার বলেছেন:
আলহামুলিল্লাহ। আপনি কেমন আছেন ।
৫| ০৮ ই জুলাই, ২০২৪ রাত ৯:২৩
মাহমুদুর রহমান সুজন বলেছেন: কেমন আছেন আপনি?
যাদের একেবারেই হারিয়েছি তাদের জন্য মন কাঁদে। যারা নিজেরাই হারিয়ে গিয়েছেন তারা কোথায় কেমন আছেন জানি না। তবে সবার জন্য শুভকামনা।
০৯ ই জুলাই, ২০২৪ সকাল ১১:৫৯
মোঃ মাইদুল সরকার বলেছেন: আলহামুলিল্লাহ। আশা করি আপনিও ভাল আছেন। ধন্যবাদ।
৬| ০৯ ই জুলাই, ২০২৪ সকাল ৮:২৯
আহমেদ জী এস বলেছেন: মোঃ মাইদুল সরকার,
পড়তে পড়তে ভুয়া মফিজ এর মতো আমিও ভেবেছি, আরে.... এ যে গদ্য নয় পদ্য পড়ছি!!!!
তবে গদ্য হোক আর পদ্যই হোক, এই যে সদ্য সদ্য যাদের নাম নিলেন তাদের অনেকেরই দেখা নেই অনেকদিন।
আবার সবাই যখন আগের মতোই ব্লগ মাতাবেন তখন " গাছের ছায়ায়, লতায় পাতায়...." জড়ানো "আমাদের এই ব্লগ" শিরোনামে আর একখানি লেখা নিশ্চয়ই দেখতে পাবো!!
০৯ ই জুলাই, ২০২৪ দুপুর ১২:০১
মোঃ মাইদুল সরকার বলেছেন:
হা হা হা..........সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা। ভাল থাকুন।
৭| ০৯ ই জুলাই, ২০২৪ সকাল ৯:৫৫
আলভী রহমান শোভন বলেছেন: এই যে আমি; হ্যালো বলতে এলাম।
০৯ ই জুলাই, ২০২৪ দুপুর ১২:০২
মোঃ মাইদুল সরকার বলেছেন:
ধন্যবাদ ভাই। সবাই মিলে একটু হাই, হ্যালো করলেই ব্লগ জমজমাট। ভাল থাকবেন।
©somewhere in net ltd.
১| ০৮ ই জুলাই, ২০২৪ দুপুর ২:৩৫
ভুয়া মফিজ বলেছেন: আপনি তো দেখি কায়দা করে পদ্য গেলাচ্ছেন!!!
গদ্য স্টাইলে লেখা দেখে পড়তে এসে দেখি গদ্যের আড়ালে পদ্য!!! ইয়েতো ছাড়াছাড় ঝুটা............চিটিং!!!!
এনিওয়ে, ইন্টারেস্টিং মুভ।