নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একদিন জীবন শেষ হয়ে যাবে তবুও অনেক কিছু করার সাধ জাগে..............
কোন একটি দেশে চাকরী যদি ৫৬% যদি কোটাতে চলে যায় তবে অনেক মেধাবী চাকরীর সুযোগ হারাবে এটাই স্বাভাবিক। কোটা থাকুক ন্যায্য হারে সেটা সবাই চায়।
২০১৮ সালের পর আবারও কোটা আন্দলোন শুরু হয় দেশে। ২০২৪ সালের এই আন্দোলন শুরুতে শান্তিপূর্ণ থাকলেও দ্রুত তা সহিংস্য হয়ে উঠে। এর পিছনে কে বা কারা ছিল এর জন্য এককভাবে কাউকে দায়ী করা যায়না। সরকার যদি প্রথমেই ব্যবস্থা দিতেন তবে আজ এত ছাত্র ও সাধারণ মানুষের প্রাণহানি হতনা।
কিছু ক্ষেত্রে পুলিশ ও ছাত্রলীশ যা করেছে সেটা কোনভাবেই গ্রহণযোগ্য নয়। আন্দোলন সফল হয়েছে তবে তার বিনিময়ে দিতে হয়েছে রক্ত আর লাশ। সরকারীভাবে বলা হচ্ছে প্রায় ২০০ জন মারা গিয়েছে তবে অনেকের ধারণা আরও বেশি সংখ্যক মানুষের মৃত্যু হয়েছে। ক্ষতি হয়েছে দেশের কিছু সম্পদ ও স্থাপনার।
আন্দোলন কোন দিকে মোড় নেয় সেটা কেউ বলতে পারবেনা তাই সরকার দ্রুত কার্ফু জারি করে ও ইন্টারনেট সেবা বন্ধ করে এই কোর্টের মাধ্যমে রায় প্রদান করে দেশকে শান্ত রাখার চেষ্টা করেছেন। এক্ষেত্রে সরকার সফল হয়েছে।
কিন্তু যারা চলে গলেন পৃথিবী ছেড়ে যারা ছিলেন একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি তাদের পরিবার পরিজনের দায় কে নিবে ? অবস্থা এমন হয়েছিল যে মানুষ ঘরেও নিরাপদ নয়। মিরপুরে ঘরে গুলিবিদ্ধ হয়ে মারা গেছে ১১ বছরের শিশু। জানালা বন্ধ করতে গিয়ে হঠাৎ পুলিশের ছোরা গুলি এসে শিশুটির চোখ দিয়ে ঢুকে মাথার পিছন দিয়ে বেড়িয়ে যায় । ঘটনাস্থলে তার মৃত্যু হয়। কি হৃদয়বিদারক।
০৭% কোটার পক্ষে বায় সন্তোষজনক। অধিকার আদায়ে আন্দোলনের বিকল্প নেই। ভাল থাকুক আমার দেশ, ভাল থাকুক জাতি।
২৫ শে জুলাই, ২০২৪ সকাল ১১:১৪
মোঃ মাইদুল সরকার বলেছেন:
সহমত। কেন প্রথমেই দাবী মেনে নেয়ার পক্ষে ছিলনা প্রশাসন, কেন মৃত্যু/হত্যার মত ঘটনা ঘটালো। কিছু মানুষের চরিত্র নতুন করে চিনা হলো। ধন্যবাদ ভালো থাকবেন।
২| ২৪ শে জুলাই, ২০২৪ দুপুর ১:৫৭
শায়মা বলেছেন: পুরাই যেন তিল থেকে তাল হয়ে গেলো।
আমাদের বাসা থেকে রণক্ষেত্র দেখেছি।
২৫ শে জুলাই, ২০২৪ সকাল ১১:১৫
মোঃ মাইদুল সরকার বলেছেন:
খুবই ভয়াবহ দিন পার করেছে দেশ। নিরাপদ আছেন জেনে ভালো লাগলো। ধন্যবাদ।
৩| ২৪ শে জুলাই, ২০২৪ দুপুর ২:৩৫
কাজী ফাতেমা ছবি বলেছেন: কী থেকে কী হয়ে গেল। কতগুলো মায়ের বুক খালি হল
২৫ শে জুলাই, ২০২৪ সকাল ১১:১৬
মোঃ মাইদুল সরকার বলেছেন:
চোখের সামনে এমন মৃত্যু মেনে নেয়া যায়না। ধন্যবাদ।
৪| ২৪ শে জুলাই, ২০২৪ বিকাল ৪:৪৪
রানার ব্লগ বলেছেন: আমি বিটিভি রণক্ষেত্র আর মহাখালীর রণক্ষেত্র দুইটার মধ্যেই পরেছি। অবিশাস্য সব কান্ড কারখানা। ছাত্রের চেয়ে অছাত্রের সংখ্যা ছিলো অনেক গুন বেশি।
২৫ শে জুলাই, ২০২৪ সকাল ১১:১৮
মোঃ মাইদুল সরকার বলেছেন:
একটা আন্দোলন যত জনরোষে পরিণত হয় তখন সেখানে সাধারণ মানুষও সামিল হয়। যাক আপনি ঝুঁকিতে ছিলেন এখন নিরাপদে আছেন জেনে ভালো লাগছে। ভাল থাকুন। ধন্যবাদ।
৫| ২৪ শে জুলাই, ২০২৪ বিকাল ৫:৪৭
কামাল১৮ বলেছেন: সরকার কোটাই চায়নি।ছাত্ররা আন্দোলন করে ৭% এনেছে।কিন্তু এটাও থাকবেনা।
নারীরা কথা বলতে শুরু করেছে।সরকারী চাকুরিতে ১০% নারীও নাই।এই বৈষম্য মেনে নেয়া যায় না।যেখানে জনসংখ্যার অর্ধেকের বেশি নারী।
২৫ শে জুলাই, ২০২৪ সকাল ১১:১৯
মোঃ মাইদুল সরকার বলেছেন: নারীদের জন্য ৩% কোটা রেখে মোট ১০% কোটা রাখা যেতো। দেখা যাক কি হয়। ধন্যবাদ।
৬| ২৪ শে জুলাই, ২০২৪ রাত ৮:০৩
শেরজা তপন বলেছেন: ব্লগার নতুনে'র সাথে অনেকাংশেই একমত।
আপনি ভাল বলেছেন।
২৫ শে জুলাই, ২০২৪ সকাল ১১:১৯
মোঃ মাইদুল সরকার বলেছেন:
নতুন ভাই দারুন পয়েন্ট তুলে ধরেছেন। ধন্যবাদ আপনাকে।
©somewhere in net ltd.
১| ২৪ শে জুলাই, ২০২৪ দুপুর ১২:৫১
নতুন বলেছেন: ছাত্রলীগ আক্রমন করে আন্দোলনকে সহিং বানিয়েছে।
আন্দোলন যেন সরকার পতনের আন্দোলনে রুপ না নেয় তার জন্য ২০০+ মানুষ হত্যা করেছে।
আর সন্ত্রাসী, দূনিতি বাজ নেতাদের কথায় যেহেতু বিশ্বাস করা যায় না। তাই অনেক বড় বড় আগুনের ঘটনা আয়ামীলীগের ই কাজ হবার সম্ভবনা বেশি।
* বিটিভি ভবনে পুলিশ গুলি করে নাই কেন?
* ইন্টারনেট বন্ধ হলে কার লাভ? যেখানে ছাত্ররা ইন্টারনেটকে আন্দোলনের হাতিয়ার হিসেবে ব্যবহার করছে তারা কেন ইন্টারনেট বন্ধে আগুন দেবে?
* জেল হামলার ঘটনায় কতজন পুলিশের সাথে গুলিতে মারা গেছে??? ঐ খানে পুলিশ কেন গুলি করে ২০-৫০ জন হত্যা করলো না , ঐটা তো আসল হামলা ছিলো?????
যারা ২০০ মানুষ হত্যার পরেও দেশের সম্পদ নস্টে কান্নাকাটি করছে তারাই বরং এই কাজগুলির ঠিকাদারী করে কোটি টাকা কামাবে।
অতএব এদের কান্না শুধুই লোক দেখানো।
* সরকার ক্ষমতায় থাকতেই এতোগুলি মানুষ হত্যা করেছে
* ভারত যেহেতু ট্রান্সিট পেতে যাচ্ছে তারা চাইবেনা এখন সরকার বদল হউক
* পুলিশে আয়ামীকরন সাধারন মানুষ হত্যার পেছনে দায়ী।
* সুশীল দেশপ্রমিক নেতারা তাদের আত্না বিক্রি করেছে তাই তারা ২০০+ মানুষের লাশ পার হয়ে অন্যায়টা দেখতে পারছে না।