নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একদিন জীবন শেষ হয়ে যাবে তবুও অনেক কিছু করার সাধ জাগে..............
আজকের গল্প মেয়েকে সাতার শিখানো নিয়ে। সরকারী কোয়াটারে উঠার পর বাসার নীচে খেলার মাঠে ওয়াটার বডি/ জলাশয়/পুকুর রয়েছে। এখানে কন্যাকে সাঁতার শিখাতে পারবো বলে মনে মনে আমি বেশ খুশি। মেয়েও সাঁতার শিখতে চায় কিন্তু শহরে কোথায় নিয়ে তাকে সাঁতার শিখাবো এত দিন এটা নিয়ে টেনশনে ছিলাম। এখন হাতের নাগালে সাঁতার শিখার ব্যবস্থা রয়েছে। কিছু পোলাপান লাইফ জ্যাকেট ও টিউব বেলুন দিয়ে সাঁতার কাটা শিখছে সেটা দেখে কন্যার আর তর সইছেনা, সে ও শিখবে।
তার জন্যও লাইফ জ্যাকেট নিয়ে এলাম। শুরু হলো সাঁতার শিখা। প্রথম দিন সে বলল, বাবা সাঁতার শিখা বেশ কষ্ট আছে। ২ বার পানি খেল। ২য় দিনও পানি খেল, ৩য় দিন কিছুটা উন্নতী হলো। এখন প্রতি সপ্তাহে কবে শুক্রবার ও শনিবার আসবে তার অপেক্ষা করে, আমার অপিস বন্দের দিন সে সাঁতার শিখতে পারে তাই অপেক্ষা ...................।
সে জানতে চায় আমি কিভাবে সাঁতার শিখেছি। আমি হেসে বলি, ছোট বেলায় আমি গ্রামে ছিলাম তখন নিজে নিজেই সাঁতার শিখে ফেলেছি। শুনে সে অবাক। তাহলে আমি পারিনা কেন নিজে নিজে ?
তুমিতো গ্রামে থাকনা মা, তাই পারনা। গ্রামে পুকুর,খাল,নদীতে বাচ্চারা প্রতিদিন খেলতে নামে, গোসল করতে নামে আর এভাবেই ধীরে ধীরে শিখে ফেলে।
আমিও পারবো। দেখা যাক কবে নাগাদ সে সাঁতার শিখতে পারে।
কিছু ছবি........................।
২৮ শে নভেম্বর, ২০২৪ সকাল ১১:৫৩
মোঃ মাইদুল সরকার বলেছেন:
আপা, আপনি এত কষ্ট করে ছেলে মেয়েকে সাতার শিখিয়েছে জেনে ভালো লাগলো। দারুন একটা কাজ করেছেন, যদিও প্রচুর কষ্ট করতে হয়েছে। এখন নিশ্চিত থাকবেন যে ছেলে মেয়ে আর পানিতে ডুবে মরবেনা। জায়গাটা চট্টগ্রাম সরকারী সিজিএস কলোনী। ধন্যবাদ।
২| ২৮ শে নভেম্বর, ২০২৪ দুপুর ১২:১১
শূন্য সারমর্ম বলেছেন:
অলিম্পিকে পাঠানোর ইচ্ছা আছে নাকি?
২৮ শে নভেম্বর, ২০২৪ দুপুর ১:০৮
মোঃ মাইদুল সরকার বলেছেন: না ভাই। ভালো মতো সাঁতারটা শিখানোই উদ্দেশ্য।
৩| ২৮ শে নভেম্বর, ২০২৪ দুপুর ১২:৩৫
শেরজা তপন বলেছেন: দারুন জায়গা। সাঁতার শেখার জন্য নিজের বাড়ির কাছে এর থেকে উপযুক্ত পরিবেশ আর কি হতে পারে
২৮ শে নভেম্বর, ২০২৪ দুপুর ১:০৯
মোঃ মাইদুল সরকার বলেছেন:
সত্যি ভাগ্যবান মনে হচ্ছে নিজেকে। ধন্যবাদ। ভালো থাকবেন।
৪| ২৮ শে নভেম্বর, ২০২৪ দুপুর ১২:৫০
শাম্মী নূর-এ-আলম রাজু বলেছেন: আপনার লেখা পড়ে ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে।
২৮ শে নভেম্বর, ২০২৪ দুপুর ১:১০
মোঃ মাইদুল সরকার বলেছেন: আপনাকে ধন্যবাদ পড়ে মন্তব্য করার জন্য।
৫| ২৮ শে নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:৫৩
রাজীব নুর বলেছেন: ভেরি গুড।
০১ লা ডিসেম্বর, ২০২৪ সকাল ১০:০১
মোঃ মাইদুল সরকার বলেছেন: ধন্যবাদ।
৬| ২৮ শে নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:১৪
জেনারেশন৭১ বলেছেন:
আপনি কি সরকারী চাকুরী করেন?
০১ লা ডিসেম্বর, ২০২৪ সকাল ১০:০১
মোঃ মাইদুল সরকার বলেছেন: জ্বী।
৭| ২৮ শে নভেম্বর, ২০২৪ রাত ১১:০৮
রাকু হাসান বলেছেন:
সরকার যদি ব্যাপক পরিসরে অন্তত শহরে স্কুলগুলোতে সাঁতার শেখাতো ! এটি একটি ভালো উদ্যোগ নিয়েছেন। এটা ভালো লাগছে জেনে,বর্তমান অভিভাবকরা খুব সচেতন । শুভকামনা রইলো মা-মনির জন্য। আমার পক্ষ থেকে শুভেচ্ছা জানাবেন আপনার মেয়েকে। জানতে চাই কবে নাগাদ সাতাঁর শেখা শেষ হয় । বেশি সময় নেওয়া যাবে না ।
০১ লা ডিসেম্বর, ২০২৪ সকাল ১০:০২
মোঃ মাইদুল সরকার বলেছেন:
প্রতিটি স্কুলে একটি করে পুকুর বা সুইমিং পুল রাখলে বাচ্চারা সহজে সাতার শিখতে পারতো। ধন্যবাদ। ভাল থাকুন।
©somewhere in net ltd.
১| ২৮ শে নভেম্বর, ২০২৪ সকাল ১১:৪৮
মেহবুবা বলেছেন: জায়গাটা কোথায় বুঝতে পারছি না। সবার সাঁতার শেখা উচিৎ, পানি দেখলে ভয়টা অন্ততঃ কেটে যায়।
আমার দুই ছেলে মেয়েকে সাঁতার শিখিয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুইমিংপুল এ। একটা দিন শুক্রবার অফিস ছুটি, ঐদিন সকালে দুউজনকে নিয়ে ঢাকার আরেক প্রান্ত থেকে যেতাম, ১মে মেয়েদের, পরে ছেলেদের সেশন শেষ করে বাসাশ ফিরতে ফিরতে আজান।
এখন এতদিন পর সব মনে পড়ছে আর কেমন অবিশ্বাস্য লাগছে।