নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একদিন জীবন শেষ হয়ে যাবে তবুও অনেক কিছু করার সাধ জাগে..............
গত পর্বে ছিল কন্যার সাতার শিখার গল্প ছিল। এ পর্বে থাকছে সাতার শিখে ফেলার গল্প।
প্রতি শুক্র ও শনিবার বাসার কাছে জলাশয়ে মেয়ে সাতার শিখাতে নিয়ে যাই। চেষ্টা আর আগ্রহে সে লাইফ জ্যাকেট নিয়ে সাতার শিখে ফেলেছে গত সপ্তাহেই। এ সপ্তাহে সে আমাকে ছাড়াই সাতার কেটে পুকুরের মাঝে চলে যেতে পেরেছে এবং সফলভাবে ফিরে এসেছে।
এবার সেই মূহুর্তের কিছু ছবি ক্যামেরাবন্দি করেছি। যা স্মৃতি হয়ে থাকবে । কন্যা বড় হলে দেখে অবাক হয়ে, হবে স্মৃতিকাতর। শীত চলে এসেছে, পুকুরের পানি খুবই ঠান্ডা তাই সিদ্ধান্ত নিয়েছে আবার সাতার কাটা শুরু হবে শীতের পরে। কন্যা ইতিমধ্যে ঘোষনা দিয়েছে সাতার শিখা হয়ে গেছে বড় সাইকেল কিনে দিতে হবে, সে এবার সাইকেল চালানো শিখবে।
আমি বলে দিয়েছে আগে সাতার কমপ্লিট হবে তার পর সাইকেল পাবে।
--------------
১৭ ই ডিসেম্বর, ২০২৪ বিকাল ৩:৪৪
মোঃ মাইদুল সরকার বলেছেন:
ধন্যবাদ। দাদীর বাড়ি নানীর বাড়ি যাওয়ার কথা ছিল কিন্তু গ্রামে বেশি শীত বলে যাওয়া হচ্ছেনা। খেলা ধুলা করে কাটাবে।
২| ১৫ ই ডিসেম্বর, ২০২৪ রাত ১১:১৯
মনিরা সুলতানা বলেছেন: দারুন তো !
অভিনন্দন মামনি।
১৭ ই ডিসেম্বর, ২০২৪ বিকাল ৩:৪৪
মোঃ মাইদুল সরকার বলেছেন:
ধন্যবাদ আপা। ভালো থাকুন।
৩| ১৫ ই ডিসেম্বর, ২০২৪ রাত ১১:৪৪
জটিল ভাই বলেছেন:
মাশাল্লাহ্। দিনগুলো যেনো চোখের পলকে চলে যাচ্ছে.......
১৭ ই ডিসেম্বর, ২০২৪ বিকাল ৩:৪৫
মোঃ মাইদুল সরকার বলেছেন: ধন্যবাদ। কতদিন পর মনে হবে এইতো সেদিন জন্ম হলো আর এখন মাশআল্লাহ কত বড় হয়ে গেছে।
৪| ১৬ ই ডিসেম্বর, ২০২৪ সকাল ১০:৫০
রাজীব নুর বলেছেন: সাতার এবং সাইকেল দুটাই গুরুত্বপূর্ন।
১৭ ই ডিসেম্বর, ২০২৪ বিকাল ৩:৪৬
মোঃ মাইদুল সরকার বলেছেন: সহমত। ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ১৫ ই ডিসেম্বর, ২০২৪ রাত ১০:২৬
শায়মা বলেছেন: বাহ ভেরী গুড!!!
শীতে না হয় সাইকেল শিখুক...... নইলে টাইমটা নষ্ট হবে তো।
শীতের ছুটিতে কি করবে???