নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার ব্লগ।

মো: রাহাত আলী

Not very special.

মো: রাহাত আলী › বিস্তারিত পোস্টঃ

 রাজনৈতিক ছত্রছায়ায় বিচারহীনতায় বাংলাদেশ!

০২ রা নভেম্বর, ২০১৫ ভোর ৫:১৪

 রাজনৈতিক আড়ালে বিচারহীনতায় বাংলাদেশ!

 

একেরপর এক হত্যাকান্ড, হচ্ছেনা বিচার। প্রশ্ন আলাদলতের উপর নয় পুরো সিস্টেমের উপর।

কোথা থেকে করবো শুরু? বিশ্বজিত নাকি লোকমান? ত্বকি নাকি সাগর-রুণি? নিলয়, নিলাদ্রি, ওয়াশিকুর, রাজীব, অভিজিত, বিদেশী নাগরীক, শিশু হত্যা, তুলসি রানী দাশ, রুনা, নাকি সদ্য হত্যাকৃত সেই প্রকাশক?

আসলেই তাই তার বাবা বিচার চাইবেন বা কি করে?

সবাই একটি ধারাবাহিকতার স্বীকার। নেই কোন দৃষ্টান্ত বিচার, এগিয়ে যাও বাংলাদেশ।

মগের মুল্লুক হয়ে গেল বাংলাদেশ। যে যেখানেই পারে সেখানেই দলবল নিয়ে মারামারি, হত্যা, গুম খুন, নির্যাতন, চুরি, ডাকাতি, এমন কোন অপরাধ নেই যা তারা করছেনা। শহরের লোকালয়ে দিনে দুপুরে ফুটপাত দখল থেকে শুরু করে বিভিন্ন টেন্ডারবাজিতে যেখানেই সম্ভত যতটুকু সম্ভব অপরাধ করে যাও তোমরা। তোমাদের মাথায় মোটা চামড়ার হাত আজীবন থাকবেই।

তোমরা অপরাধি নও তোমরা দেশের স্বর্ণ খন্ড, কেউ স্পর্শও করতে পারবেনা তোমাদের। তোমরা ভি.আই.পি(Violent Organizing Person)

একের পর খুন করো করে যাও, তোমরা আই.এস নাকি কোন রাজনৈতিক দলের কর্মী তা দেখার বিষয় নয়। তোমাদের আড়াল রাখাল সর্বাত্বক চেষ্টা সবাই করছে এবং করে যাবে।

আমি বলছিনা রসুনের সব গোড়া একটি কেন্দ্রে তবে পেয়াজ রসুনের মাঝে পার্থক্য না করে তা একটি রঙ্গে দেখার সানগ্লাস প্রশাসন পরে আছে। সেই সানগ্লাস এ লাল রক্তকে হলুদ ওয়াইন দেখা দেয়।

দেশ গেল ভাড়ঁমে তবুও আদর্শ বাংলাদেশ।

জাগো বাংলাদেশ জাগো, জাগো সকল রাজনৈতিক/অরাজনৈতিক সংগঠন, জাগো তরুন প্রজন্ম।

তুমি আস্তিক নাকি নাস্তিক তা দেখার বিষয় নয় তুমি অন্যায়ের বিরুদ্ধে দাড়াচ্ছো এটিই মুল বিষয়।

মন্তব্য ১ টি রেটিং +২/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০২ রা নভেম্বর, ২০১৫ ভোর ৬:১৬

সৈয়দ জায়েদ আহমদ বলেছেন: "আমি বলছিনা রসুনের সব গোড়া একটি কেন্দ্রে তবে পেয়াজ রসুনের মাঝে পার্থক্য না করে তা একটি রঙ্গে দেখার সানগ্লাস প্রশাসন পরে আছে। সেই সানগ্লাস এ লাল রক্তকে হলুদ ওয়াইন দেখা দেয়।"

বেশ বলেছেন ভাই। দেশ সত্যিই কোপাকোপিতেই ধ্বংস হয়ে যাবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.