![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দেশে অশান্তির হাজারও কারণের মধ্যে একটি হইল:
বিদেশী অর্থায়নে পরিচালিত দেশীয় সংস্থাগুলি (এনজিও) বাংলাদেশের শিক্ষা, সামাজিক সম্পৃতি, রাজনৈতিক, অর্থনৈতিক, সম্প্রদায়ীক, ধর্মীয় মূল্যবোধ সহ যাবতীয় সমস্যা ও সংঙ্কট তৈরীর মূল কারণ। অপ্রকাশ্যে কূটনৈতিক দায়ীত্ব প্রাপ্ত দ্ধারা পরিচালিত এইসব সংস্থার মধ্যমে পাওয়া তথ্যের ভিত্তিতে একক বা সম্মিলিত সিদ্দান্ত হয় এবং এদের দেয়া যাবতীয় সহযোগীতা দাতাদেরই পরিকল্পনা অনুসারে ব্যয় করতে বাধ্য হয় সরকার অন্যতায় ঐসব দেশেরে সাথে বাংলাদেশের সম্পর্ক খুব ভাল থাকেনা অথবা সহযোগীতা পাইতে হইলে তাদের হাজারও শর্ত মেনে নিতে হয়, চাপ আসে জাতীয় সংঘ, বিশ্বব্যঙ্ক এবং অন্যন্য আন্তর্জাতিক সংস্থা গুলি থেকে। আর এইসব কর্মকান্ডের জন্য বিদেশী অর্থায়নে পরিচালিত বাংলাদেশী এনজিও তথা সংস্থাগুলি দায়ী। এরা দেশের চাইতে বিদেশীদের সার্থকে বড় দেখেন জনগনের উন্নয়নের চাইতেও বিদেশীদের ইচ্ছা আঁকাঙ্খা পুরনের এজন্টে হিসাবে কাজ করেন। দেখা যায়, এইসব সংস্থার লোক গুলি কখনও কখনও স্থায়ী অস্থায়ী ভাবে রাষ্ট্র শাসনের দায়ীত্বও পালন করেন, আবার দেখা যায় উনাদেরকে রাষ্ট্রের এবং সরকারের প্রথম শ্রেনীর বুদ্ধিদাতার চরিত্রে। বিশেষ একটি দর্শনকে (মতবাদী) ভালবাসেন এমন লোক গুলি ঐসব সংস্থার মূল দায়ীত্ব প্রাপ্ত হন। সূতরাং বিদেশী অর্থায়নে পরিচালিত গুটি কয়েক সংস্থাগুলি মূলত কি কি উন্নয়ন কর্মকান্ড করছে/করেছে, দেশ ও জনগন আদৌ কোনো প্রকার উপকার পেয়েছে কিনা, কিংবা তাদের দ্ধারা আমাদের সামাজিক সহ নানাবিধ কোনো প্রকার ক্ষতি হচ্ছে বা মতবিরোধ হচ্ছে কিনা ইত্যাদি ইত্যাদি বাংলাদেশী একাদিক বেসরকারী সংস্থার মাধ্যমে তদারকী করা আজ সময়ের দাবী। "একাদিক বেসরকারী সংস্থার মাধ্যমে" -- একাদিক বেসরকারী সংস্থার মাধ্যমে" -- একাদিক বেসরকারী সংস্থার মাধ্যমে"।
২৫ শে এপ্রিল, ২০১৬ দুপুর ২:৩৬
মোঃ সাকিব বলেছেন: স্যার,
আপনাকে পরিচিত মনে হচ্ছে। যাই হউক, বক্তব্য তো কেউ না কেউ দিয়েছেন, মনে করুন এটি ব্লগার নিজেরই ধারণা। বক্ত্যবে যাহা বলা হয়েছে তাহা "সঠিক" কিনা এটিই পাঠকের প্রশ্ন, জানার বিষয়। বাংলাদেশকে স্বাধীন করার জন্য বিদেশী এনজিও এর দরকার হয় নাই অথচ বাংলাদেশকে শাসন করার জন্য এবং সূন্দর ও স্বচ্চল করার জন্য বিদেশী এনজিও এর দরকার হয়। এই জন্য বলি আমাদের বুদ্ধিজীবিরা হয়ত নিলাম হয়ে গেছেন অথবা লোভ লালসায় পড়ে মানষীক ভারসাম্য হারিয়েছেন। ধন্যবাদ
২| ২৫ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৩:০০
শাহ আজিজ বলেছেন: ধন্যবাদ সাকিব। আমরা সাম্প্রতিক সময়ে এন জি ওর তাণ্ডব দেখেছি। গনজাগরন মঞ্চের মুল অর্থদাতা এন জি ও ফেডারেশনের বাম কর্তারা । জঙ্গিরা যেমন সব জায়গায় ছড়িয়ে এরাও ঠিক হাজারো প্রতিষ্ঠানে বিদেশি অর্থে পুষ্ট । এদের জীবন এখন বিলাসে ভরপুর । এখন চাই রাষ্ট্র ক্ষমতা । ধর্মহীন ও অতিধর্মশ্রয়ী দুই দল ক্ষুদ্র কিন্তু অর্থের জোর যথেষ্ট । দুই দলই বিদেশিদের পদলেহনকারী । এদের নির্মূল দরকার আগে।
২৫ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৫:২৬
মোঃ সাকিব বলেছেন: আপনাকেও ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
২৪ শে এপ্রিল, ২০১৬ রাত ৮:২১
শাহ আজিজ বলেছেন: মন্তব্যের আগে পরিস্কার হওয়া দরকার উপরের বক্তব্য কার? সুলতানা কামালের একটি ছবি দেখতে পাচ্ছি !