নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কেন জাগবে হে তরুণ তরুনী

মোঃ সাকিব

দেশে শান্তি চাই

মোঃ সাকিব › বিস্তারিত পোস্টঃ

চাঁদগাজী সাহেবকে কিছু কথা

২৪ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ১০:৩৬

চাঁদগাজীকে একজন দুনিয়াবাদী ছাড়া আর কিছু বলার নেই। তবে চাঁদগাজী সাহেব ভূলে যাচ্ছেন যে, তিনি দুইটি জগত অতিক্রম করে দুনিয়াতে এসেছেন। অতীত দুই জগতকে একটু গবেষণা করলে দেখবেন সামনে আরও তিন জগত রয়েছে, তিন জগতের শেষ জগতটিতে দুইটি ঠিকানা আছে, ঐ ঠিকানার এক ঠিকানা হবে কিছু লোকের জন্য সরাসরি চিরস্থায়ী আবার কিছু লোকের জন্য ক্ষণস্থায়ী। ক্ষণস্থীরা ক্ষমা পেয়ে তাদের চিরস্থায়ী ঠিকানায় যাবেন। চাঁদগাজী সাহেব, মায়ের পেটের জগতে নিজের ইচ্ছায় কিছুদিন বেশী থাকতে পারলেন না কেন? কিংবা নিজের ইচ্ছায় মায়ের পেটের জগতে যখন মন চায় তখনই আসতে পারলেন না কেন?মায়ের পেটে আসার আগে কোথায় ছিলেন সেই খবর নেয় না কেন? ইত্যাদি আমার বুছে আসছেনা, তাই চাঁদগাজী সাহেবের কাছে অনুরোধ উল্লেখিত বিষয় গুলি নিয়ে কখনও ভেবেছেন কিনা বুঝাইয়া বলিবেন। ধন্যবাদ

মন্তব্য ২১ টি রেটিং +০/-০

মন্তব্য (২১) মন্তব্য লিখুন

১| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ১০:৪৫

চাঁদগাজী বলেছেন:


আপনি যেসব কথা বলছেন, সেসব কথা বলতেন ঈশা (আ: )'এর আগের লোকেরা; তখন তারা ভাবতেন মানুষ মাটির থেকে তৈরি; আজকে ২০০০ বছর পর, মানুষ শিক্ষিত, তাঁরা জানেন যে, মানুষ মাটির থেকে তৈরি নয়; মানুষ জীবিত সেল থেকে তৈরি; আপনি যদি এখনো ভাবেন যে, আপনি মাটির থেকে তৈরি, আপনার জ্ঞান, ধ্যান, ধারণা ২০০০ বছর আগের বেদুইনদের মতো আছে এখনো।

২| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ১০:৫৪

চাঁদগাজী বলেছেন:


মায়ের পেটে নুষ কিভাবে জন্মমা নেন, সেটা এখন বিজ্ঞানের কাছে পরিস্কার; এই বিয়ষে কয়েল কোটী জ্ঞানী মানুষ রিসার্চ করেছেন; যারা পড়ালেখা করেনি, তারা নিজেদের মতবাদ নিয়ে আছেন।

৩| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ১০:৫৮

চাঁদগাজী বলেছেন:



এই বিয়ষে *কয়েক কোটী জ্ঞানী মানুষ রিসার্চ করেছেন।

৪| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ১১:১১

চাঁদগাজী বলেছেন:


মানুষকে জীবিত অবস্হায়, এই দুনিয়ায় একটি মানবিক জীবন যাপন করতে হবে! যে বাচ্চা জন্ম নেয়নি, বা শিশুকালে মৃত্যু বরণ করেছে, সে দুনিয়ায় মানবিক জীবনের সুযোগ পায়নি; মৃত মানুষ মানবিক জীবন যাপন করে না। আপনি মরে যাবার পর, আপনার পরিবার জানবে যে, আপনি নেই, বিশ্ব বা অন্য গ্রহ কিছু জানবে না।

৫| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ১১:১৮

নতুন বলেছেন: সাকিব ভাই, আপনি উপরে যেই সব প্রশ্ন করেছেন তার উত্তরও কিন্তু প্রমানিত কিছু না।

সবই কিছু মানুষের ভাবনা, তারা বিষয়গুলি নিয়ে ভেবেছেন এবং একটা তত্ব দিয়েছেন।

কিন্তু মায়ের পেটের জগত, তার আগের জগত সম্পকে অথবা মৃত্যুর পরে জগত সম্পকে কোন প্রমান আছে কি?

তাই যদি কেউ অন্ধ বিশ্বাস না করে তাকে ট্যাগ দেওয়া কি ঠিক?

আধুনিক বিজ্ঞান এখন অনেক এগিয়েছে, হাজার বছর বা লক্ষ বছর পরে কি হবে সেটা ভেবে কুল পাবেন না।

১৪০০ বছর আগে মক্কা, মদিনার সাথে যোগাযোগের মাধ্যম ছিলো চিঠি, হয়তো কবুতর.....

এখন মোবাইলে লাইভ ছবি দেখতে পারছেন, কথা বলতে পারছেন....

তখন কার মানুষের পক্ষে এখনকার মোবাইলে লাইভ ছবি দেখার কথা চিন্তাও করেন নাই তারা।

দিন এগিয়ে যাচ্ছে.... আপনি যদি আধুনিক বিজ্ঞানের সম্পকে না জানেন তবে বিষয়গুলি বুঝতে পারবেনা।

৬| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ১১:৪১

চাঁদগাজী বলেছেন:


একজন বাংগালী অশিক্ষিত মানুষ কোনদিনই জানবেন না যে, বারট্রান্ড রাসেল, ষ্টিফেন হকিং, নিউটন, আইষ্টাইন, প্লেটো, সক্রেটিস কি নিয়ে ভেবেছেন, কি সত্য উৎঘাটিত করেছেন; আপনি নিজে জানেন কিনা এসব বিশাল ভাবনার মানুষেরা মানব সমাজকে কিভাবে ব্যাখ্যা করেছেন?

৭| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ১১:৫৬

চাঁদগাজী বলেছেন:



আমি আগে কোন জগত অতিক্রম করিনি; সব মানব শিশু যেভাবে জন্মে আমি সেভাবে জন্মেছি; মানুষ যেভাবে মৃত্যুবরণ করেন, আমিও সেভাবেই মৃত্যু বরণ করবো; আপনি কয়েক জগত হয়ে এখানে এসেছেন, আরো কয়েক জগত হয়ে অন্য জগতে যাবেন, আপনি হয়তো স্পেশাল।

৮| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ২:০১

হাসান কালবৈশাখী বলেছেন:
সময়ে সময়ে পৃথিবীতে হাজার হাজার ধর্ম আবির্ভুত হয়েছে।
পরে সময়ের বিবর্তনে প্রতি ধর্মে আবার শত শত উপধর্ম হয়ে গেছে।
সুদিধাবাদি পুরোহিতরা, খলিফারা, মোল্লারা যুগযুগ ধরে ধর্মপুস্তককে নিজেদের পছন্দমত ব্যাখ্যা করে ক্ষমতাকে কুক্ষিগত নিজেদের ফায়দা হাসিল করে গেছেন .. করে যাচ্ছেন।

৯| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ২:৩৩

ঠাকুরমাহমুদ বলেছেন: এটি একটি অসুস্থ পোষ্ট, গেট ওয়েল সুন

১০| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ২:৫২

সুপারডুপার বলেছেন: ________________________________________________________________________________
§ আবদুল কাদের আল জিলানী (র:) বলেন:

My brothers and sisters,
I did not arrive at union with Allah by staying awake all night in worship, by staying aware all day in fasting. Or by staying engrossed learning knowledge. Rather, I arrived at union with Allah by generosity and humility. And letting my breast be at peace.
________________________________________________________________________________

@লেখক, চাঁদগাজী সাহেব কে শুদ্ধি সংশোধন সমালোচনার দায়িত্ব নেওয়ার আগে, নিজের শুদ্ধি সংশোধন সমালোচনা করেছেন?

প্রত্যেকটি মানুষ একই সাথে ম্যাটিরিয়ালিস্টিক ও স্পিরিচুয়াল। চাঁদগাজী সাহেবের স্পিরিচুয়ালিটিও কি আপনি মেপে ফেলেছেন?

১১| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৯ সকাল ৭:২৩

অভি চৌধুরী বলেছেন: কি আর কমু অরে নিয়া, এই লোকটারে নিয়া আমরা হুদাই কতা কই, আমি হালায় আগে বিবর্তনবাদে বিশ্বাস করতামনা, অরে দেইখা আমার মনে হইসে কতা সত্য, বিবর্তন সম্ভব, তবে বানর থেইক্কা মানুষ হইসে এইডা না, মানুষ থেইক্কা বানর আইসে এইডা আমি কইলাম ঠিকি মাইনা নিসি, অই এিডার প্রমাণ।এই লোক আগে মানুষ আসিলো যখন অর মা অর লগে আসিলো।

তাকে নিয়ে ভাবনা বাদ দিন, দুনিয়াতে এরা আছে বলেই একদিন কেয়াম হতেই হবে। ধর্ম নিয়ে তার বক্তব্য আমি নোট করেছি, এই বয়সে এমন কথা এমন মাধ্যমে বলা উচিৎ না, সেটা সে যেদিন বুঝবে সেদিন অনেক দেরি হয়ে যাবে।

১২| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৯ সকাল ৮:০৩

চাঁদগাজী বলেছেন:


@অভি চৌধুরী ,

এখানে ধর্ম বা সৃষ্টিকর্তা নিয়ে কথা হচ্ছে না; লেখক বলছেন যে, আমি নাকি ২ টি জগৎ ঘুরে পৃথিবীতে এসেছি, মরার পর, ৩টি জগৎ ঘুরতে হবে।

আমি কোন জগৎ ঘুরে আসিনি; লেখক ও আপনি সেইসব জগৎ ঘুরেছেন, এবং ঘুরতে থাকবেন

১৩| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৯ সকাল ১০:২৩

হাফিজ বিন শামসী বলেছেন: এইচ টি ইমাম, হাসান মাহমুদ বলেছেন, ক্যাসিনো ফ্যাসিনো যারা চালায় তারা অনুপ্রবেশকারী । হাহাহা....


ধর্মের আমরা ওতটুকুই মানি যে টুকু আমাদের পার্থিব জগতের কাজে আসে। আবার কখনো প্রয়োজনে ধর্মকে কাছে টেনে নেই প্রয়োজন ফুরিয়ে গেলে ছুঁড়ে ফেলে দেই।

১৪| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ১২:৩৭

নীল আকাশ বলেছেন: অনর্থক সময় নষ্ট। এর চেয়ে বর্তমান সরকারে ক্যাসিনো সাফল্য নিয়ে পোস্ট দিন।

১৫| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ১২:৫৫

রাজীব নুর বলেছেন: ভীষন বোকা রকম পোষ্ট হয়েছে।
পজেটিভ চিন্তা করুন।

১৬| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ১০:১১

জাতির বোঝা বলেছেন: ব্লগার চাঁদগাজী এক জন আধুনিক মানুষ । উনার মত উন্নত চিন্তা ধারার মানুষ বাংলাদেশে খুব কমই আছে। আপনি নিজেকে নিয়ে ভাবতে থাকুন। ভাবতে ভাবতে একটা বুদ্ধি আপনার আসতেও পারে।

১৭| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ২:০৩

সুপারডুপার বলেছেন: আজ ব্লগার বীরেনদ্র, এর ২০১১ সালের এক পোস্টে গিয়ে দেখলাম , 'কালচার মিডিয়া' নামের এক ব্লগার তাকে অশ্লীল ভাষায় গালাগালি করেছে ও জীবনের হুমকি দিয়েছে।

কোনো একদিন চাঁদগাজী সাহেবকেও হয়তো কেউ এই রকম দিবে।

সামু মডারেটরদের এখন -ই সতর্ক হওয়া উচিত। হাঁ , ব্যাক্তিগত আক্রমণ, ধর্মীয় উগ্রপন্থী ও ধর্মীয় অনুভূতিকে কঠিন ভাবে আঘাত করা, গালাগালি করা; সবই খারাপ । এই ক্ষেত্রে ব্লগার ও মডারেটর দের সতর্ক হওয়া উচিত অথবা, সামু মডারেটরদের প্রকাশ্য ঘোষণা করা উচিত, সামু ব্লগ ইসলামিক বা ধর্মীয় ব্লগ, এখানে ইসলামের বা অন্য কোন ধর্মের বিন্দু মাত্রও সমালোচনা করে ব্লগিং ও মন্তব্য নিষিদ্ধ। তখন ব্লগাররা ও ভালো মন্দ বিচার করে, কেউ থেকে যাবে, কেউ চলে যাবে।

বুঝি না, সামু ব্লগে এই ধরণের ফালতু পোস্ট প্রথম পাতায় আসে ; অথচ আমার ভ্রমন কাহিনী প্রথম দ্বিতীয় কোনো পাতায় আসে না ! এই জন্য আবার বলি , সামু মডারেটরদের সতর্ক হওয়া উচিত !

১৮| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ১২:০২

জুনায়েদ বি রাহমান বলেছেন: অতীতের জগৎ দুইডা নিয়া ক্যামতে গবেষণা করমু। অতীতের ঐসব জগতের কোনো স্মৃতি তো মুই অধমের ব্রেইনে নেই। আন্নের থাকলে, মোর সাথে শেয়ার করেন। দেখমু গবেষণা টবেষনা করা,যায় কিনা!

১৯| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ১২:০৫

জুনায়েদ বি রাহমান বলেছেন: চাঁদগাজী সাহেব'কে প্রশ্ন করলেন। উনি মূল্যবান সময় নষ্ট করে জবাব দিলেন।
কিন্তু তারপর আপনি কোনপ্রকার প্রতিক্রিয়া জানাচ্ছেন না?! কি ব্যাপার?!

২০| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৯ সকাল ৭:০২

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: আবেগের বশবর্তী হয়ে পোস্ট দিয়েছেন।

২১| ০৬ ই অক্টোবর, ২০১৯ রাত ৮:০৩

মোঃ সাকিব বলেছেন: বিজ্ঞানীরা সৃষ্টি নিয়ে ভাবেন সৃষ্টি করেন না। সৃষ্টির উপর জ্ঞান চর্চা করেই বিজ্ঞানী হন যদি সৃষ্টির স্রষ্টা নিয়ে ভাবতেন তাহলে তারা ঈমান ওয়ালাই হতেন। যাই হউক, গাজী সাহেবকে বলব; আপনি তো মানুষের সৃষ্টি আবিস্কার করলেন (যদিও বা এটি হাঁস্যকর) আপনি একটি কাজ করুন, নিজে কত বছর বাঁচতে চান সেটি নির্ধারণ করুণ ততদিন বাঁচুন, পারবেন? অথবা আপনার পরিবারের যারা বিদায় হয়ে গেছেন তাদেরকে আবার আবার সৃষ্টি করুন। মানুষ কিভাবে সৃষ্টি হয় সেটি যখন জনেন তাহলে আপনার পুর্ব পুরুষেরা যারা বিদায় হয়ে গেছেন তাদরেকে পুনরায় সৃষ্টি করতে আপনার সমস্যা কোথায়????

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.