![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
চারটি সিটিতে বিরোধী দলের বিজয়- এক বিশাল ব্যাপার। মনে হচ্ছে সরকার তাঁর জনপ্রিয়তা-কে শূণ্যের কোটায় নামিয়ে ফেলেছে। আসলে বিষয়টি কিন্ত আমরা যদি অন্যভাবে বেভে দেখি যে সরকার এখানে বিরোধী দলকে বোকা বানানোর জন্য নিজে নিজেই পরাজয় বরণ করেছে। তাহলে কি? খুব বেশী ভুল হবে- আমার মনে হয় তেমন একটা বেশী বলা হবে না! নিম্নের পরিসংখ্যানটি যদিও কাল্পনিক তারপরও একটা ধারণা করা যেতে পারে-
মোট ভোটার সংখ্যার ৭০% ভোট প্রয়োগ করে থাকলে বাকী ৩০% সরকারের কেনা । প্রাপ্ত ভোটের ৪০% ভোট যদি সরকারি প্রার্থী পায় তাহলে সরকারি দলের মোট ভোটার সংখ্যা ৭০% কেননা সরকার এখানে যে কৌশলটি অবলম্বন করেছে তাদের সিংহভাগ ভোটার ভোট কেন্দ্রে উপস্থিত না হলে- বিরোধী দল বিজয়ী হবে। সরকার জোরদাবী দিয়ে বলতে পারবে আমারদের অধীনে নিরপেক্ষ নির্বাচন করা সম্ভব! আন্তর্জাতিক সর্থন অর্জন এবং বাংলার সাধারণ মানুষকে বুঝানোর চেষ্টা যে বিরোধী দল বহেুদা - তত্ত্ববধায়ক সরকার নিয়ে ফালাফালি করছে। জনগণ খাবেও সেই বক্তব্য। আর বিরোধী দল বলবে সরকার বেকায়দায়- তাই তত্ত্বাবধায়ক দিতে ভয় পাচ্ছে - এই কাদাছুড়াছুড়িতে জনগণের হাসপাস।
সামনে গাজীপুর আর ঢাকা- এখানে দেখবো কাকা-
আমার বিবেচনায় সিটি কর্পোরেশন নির্বাচন বনাম আগামী দিন হবে ভয়াবহ...........
২| ১৬ ই জুন, ২০১৩ বিকাল ৩:৪৬
নিষ্কর্মা বলেছেন: নির্বাচনে কত ভোট পড়েছে সেটা দেখার বিষয়। সিটি নির্বাচনে হেরেছে ৪ জন। এদের কমপেনসেট করার অনেক উপার সরকারে আছে। কিন্তু একবারে ২৫০ এমপি এবং একটা বিশাল সাপোর্ট গ্রুপকে কমপেনসেট করা অনেক কঠিন কাজ। সে কারনে আপনার যুক্তি গ্রহন যোগ্য বলেই মনে হচ্ছে।
৩| ১৬ ই জুন, ২০১৩ বিকাল ৪:০৮
তিক্তভাষী বলেছেন: সরকার এই কাজ করে থাকতে পারে, নিদেনপক্ষে তাদের দিয়ে এরকম করা সম্ভব বলে আপনি মনে করছেন। অর্থাৎ এই সরকারকে আপনি বিশ্বাস করছেন না, সরকারের নৈতিকতাবোধের উপর আপনার ভরসা নেই। দুঃসংবাদ আওয়ামীপ্রেমীদের জন্য!
আপনার সন্দেহ সত্যি হলে মেনে নিতে হয় এটা সরকারের সাজানো ফলাফল। তার মানে এই নির্বাচন কমিশন সরকারের ক্রীড়নক মাত্র। সেটা কিন্তু বিরোধীদের তত্বাবধায়কের দাবীকে আরও শক্তিশালী করবে। তবে ৩০% অনুপস্থিত ভোটারের সবাই সরকারের কেনা- এটা কিন্তু সহজে মেনে নেয়া যাচ্ছে না।
©somewhere in net ltd.
১|
১৬ ই জুন, ২০১৩ বিকাল ৩:১৫
সরদার হারুন বলেছেন: আমার মনে হয় সরকার বিরোধী দলকে বোঝাতে চায় যে কেয়ার টেকার সরকারের চেয়ে দলিয় সরকারের অধিনে নিরপক্ষ নির্বাচন সুন্দার ভাবে হতে পারে।
আমার মনে হয় এটা বড়শির টোপ ফেলেছে সরকার।তাই জেতার চেয়ে হারাটাই তারা বেছে নিয়েছে ।
এটা আমার নিছক ধারণা মাত্র।