![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মাননীয় অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত- বিশাল আকৃতির টাক মাথায় বিশাল এক বাজেট দিলেন। হায়রে! পোড়া কপাইল্যা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার-এর কামলা তোগর কপালে না জুটল মহার্ঘ্য ভাতা, না জুটল পে-স্কেল, আর না হলো কর মওকুফ। আরে! বাবু নেখা-পড়া করি, আজনীতি করি তুই যে! জনমাইনসের সেবক হয়া অর্থমন্ত্রী হলি- কিন্ত তোর মাথাতো খালি ড. ইউনুসের বিরুদ্ধে কথা বলা ছাড়া আর কিছু দেখছুনা। এই বাফু ২,০০,০০০/- (দুই লক্ষ) টাকায় একটা ৪ (চার) পরিবারের সংসার ঠিকমত একবছর চলে কিনা এইটা কি ভাবছিলু।
মাননীয় অর্থমন্ত্রী আপনার পরামর্শে সরকার একজন প্রথম শ্রেণীর কর্মকর্তাকে মাসিক বেতন দেন ১১,০০০/- টাকা যার বাৎসরিক আয় হয়- ১১,০০০/-*১২+২২,০০০/- = ১৫৪,০০০/- টাকা। আপনার বাড়ীর বিলাতী কুত্তাটার যে খরচ সেই খরচের টাকা কি একজন মাম্টার্স পাশ মানুষের জন্য আপনি বরাদ্দ দিয়েছেন।
১৯ শে জুন, ২০১৩ দুপুর ১:০৫
হারুনরশিদ বলেছেন: প্রিয় পাঠক আপনি বলেছে আরেকটু ভদ্র ভাষায় লিখতে পারতাম- আপনি হয়তো ভুলেগেছেন- অভাব আর ভালবাসা একসাথে থাকতে পারে না।
তাছাড়া যারা আমাদের ভাগ্য নিয়ে মহান সংসদে বসে কথা বলে তখন- মাননীয় মহিলা সদস্যগণ বলেজ - রাতের খদ্দের আর পুরুষ সদস্যগণ বলেন - রাতের পাপিয়ারা। তাদের জন্য আমি যা লেখেছি তা বোধ হয় খুব একটা অশোভন কিছু লিখিনি।
ছোট বেলায় পন্ডিত মশায় পড়েছিলেন কি?- পন্ডিত মশায় ছাত্রদের একটি অংক দিয়েছিলেন- এই ছাত্ররা বলোত লাট সাহেবের কুকুরের কয় ট্যাং
ছাত্ররা- তিন ট্যাং মশায়,
পন্ডিত মশায়- তিন ট্যাং ওয়ালা কুকুরের মাসিক খরচ যদি হয় ৭৫/- টাকা এবং পন্ডিত মশায়ের মাসিক বেতন ২৫/- টাকা তাহলে পন্ডিত মশায়ের ৮ সদস্যের পরিবার লাট সাহেবের কুকুরের কয় ট্যাং-এর সমান।
ছাত্ররা- নিশ্চুপ!...................
©somewhere in net ltd.
১|
১৬ ই জুন, ২০১৩ বিকাল ৩:২৩
সরদার হারুন বলেছেন: আপনার কথাটার মধ্যে যুক্তি আছে কিন্তু ভদ্রতা নেই । একই কথা ভদ্রভাষায় বলতে পারতেন ।তাতে আপনি ছোট হতেননা । যাক আশা করি প্রথম শ্রেনির কর্মচারি হয়ে ভদ্র ভাষা ব্যবহার করবেন।
(সরদার হারুণ আল রশীদ)