নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দেশ ও জাতির কল্যাণে

হারুনরশিদ

আমি দেশ ও মানুষ সম্পকে কিছু করতে চাই কিন্তু করতে পারিনা।

হারুনরশিদ › বিস্তারিত পোস্টঃ

জাতীয় সংসদ ভবনে সম্মানীত সাংসদদের উদ্দেশ্যে

২৩ শে জুন, ২০১৩ দুপুর ১:০৬

সম্মানীত সংসদ সদস্যগণ আপনাদের কাছে আমাদের মহামূলবান ভোট দিয়ে আপনাদেরকে আমাদের প্রতিনিধি হিসেবে মহান সংসদে পাঠিয়েছি। আমাদের কল্যাণে অর্থাৎ দেশ ও জাতির কল্যাণে কথা বলার জন্য। আপনারা করছেন ব্যক্তিগত কাঁদা ছুড়াছুড়ি।

আজ সাধারণ জনগণের টাকায় আপনাদের বেতন হয়, টেক্স-ফ্রি গাড়ী হয়, যে সংসদে বসে কথা বলেন সেখানে মিটিনে - কত লক্ষ টাকা খরচ হয় তার হিসেব একবার করার প্রয়োজন মনে করেছেন কি? - আপনারা কি? একবার ভেবেছেন মানুষ আপনাদেরকে কতটুকু নিচুভাবে। অশিক্ষিত রাস্তার মহিলারা যেভাবে ঝগড়া করে ঠিক একই রকম নোংরাভাবে আপনারা কথা বলেন- আপনাদের লজ্জা করে না। গত ২২ জুন বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় জাতীয় সংসদের ৫ জন নারী সদস্য নিয়ে যে মন্তব্য করেছে- তাতে করে আমার মনে হয়েছে -উনাদের যেহেতু এতই নোংরা ভাষায় ঝগড়া করতে ইচ্ছে করে তাহলে - নিজেদের পরিবারে দুই সতীন থাকলে মন্দ হয় না। আপনাদের জন্য এই সৎ পরামর্শ থাকল - এই ক্ষুদ্র মানুষটির পক্ষ থেকে।

মাননীয় সাংসদগণ - যে জনগণ মাথার ঘাম পায়ে ফেলে তাদের উপার্জিত অর্থ দিয়ে আপনাদের এসি রুমের বাতাস খাবার ব্যবস্থা করেছে, বিদেশ ভ্রমণের সুযোগ করে দিয়েছে, রাজধানীর বুকে প্লট পাবার সুযোগ করে দিয়েছে- সেই জনগণের ভাগ্য নিয়ে ছিনি-মিনি খেলবেন না।

বিএনপির একজন সাংসদ বললেন- প্রধানমন্ত্রীর আত্মীয়-স্বজন ইহুদী, খৃষ্টান ইত্যাদি ইত্যাদি...। তিনি হয়তো জানেন না লালন বলেছেন- ‍‌''সব মানুষই এক জাত"।

সরকার দলীয় সাংসদ অপু উকিল বলেছেন- খালেদা জিয়ার জন্ম অবৈধ। জনাব অপু উকিল নাকি একজন অধ্যাপক- তাহলে উনার প্লেটোর আদর্শ রাষ্ট্র্র সম্পর্কে ভাল জ্ঞান থাকার কথা- প্লেটো বলেছেন- "বছরের একটি নির্দিষ্ট সময়ে রাষ্ট্রর সুস্থ-সবল নারী পুরুষরা মিলিত হবে, এই মিলনের ফলে যে সন্তান জন্ম লাভ করবে, রাষ্ট্র তাকে লালন পালন করবে এবং তিনিই হবেন- ভবিষ্যতের রাষ্ট্র নায়ক"

সেদিক থেকে প্রধান বিরোধী দলীয় নেত্রীর দোষ কথায়।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.