![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমাদের দেশে প্রতিনিয়তই জিনিষ পত্রের দাম বৃদ্ধি পায়- কিন্তু চাকুরীজীবীদের বেতন বৃদ্ধি পায় বছরে একবার যৎসামান্য। একজন ব্যবসায়ী কোন পণ্য বেশী দামে ক্রয় করে বেশী দামে বিক্রি করে। রিক্সা ওয়ালা জিনিষপত্রের দামের অজুহাতে রিক্সা ভাড়া বৃদ্ধি করে দেয়। বাড়ী ওয়ালা বাড়ী ভাড়া বৃদ্ধি করে। বাস ভাড়া বৃদ্ধি হয় তেলের দাম বৃদ্ধির অজুহাতে। চাকুরীজীবীদের জীবন শুধু হাস-পাস। যারা প্রতিদিন বেতন পান তাদের হিসেব আলাদা। যারা মাসে একদিন বেতন পান তাদের পক্ষে দিন যাপন বড়ই কষ্টকর। বর্তমানে জন-মানুষের জীবন যাত্রার ব্যয় বেড়েছে ৫৮% কিন্তু আয় বাড়েনি ১%ও।
বড়ই চিন্তায় আছি - চাকুরীজীবীদের কি হবে?
©somewhere in net ltd.