নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দেশ ও জাতির কল্যাণে

হারুনরশিদ

আমি দেশ ও মানুষ সম্পকে কিছু করতে চাই কিন্তু করতে পারিনা।

হারুনরশিদ › বিস্তারিত পোস্টঃ

মানুষ কোথায় নিরাপদ??

১৯ শে আগস্ট, ২০১৩ দুপুর ১২:৪২

যে মা এত কষ্ট করে সন্তান জন্ম দে, যে বাবা নিজের জীবনের সুখঃ স্বাচ্ছন্দকে বিলীন করে সন্তানের সুখের জন্য ভবিষ্যৎ পরিকল্পনা করে সেই বাবা-মাকে যদি নিজের সন্তান হত্যা করে তাহলে মানুষ নিরাপদ কোথায়? সম্মানীত পাঠক, লেখক, বুদ্ধিজীবীসহ সকল শ্রেণী পেশার মানুষের কাছে জানতে চাই!!!!!!!!!!!!!!!!!!!



বিভিন্ন পত্রিকা থেকে প্রাপ্ত তথ্য মতে-

১। পিতা কর্তৃক নিজ কন্যা ধর্ষিত!

২। শ্বশুড়ের সঙ্গে নিজ পুত্রবধুর পরকিয়া থেকে বিয়ে!

৩। নিজ জামাতার সাথে শ্বাশুড়ীর প্রেম!

৪। মসজিদের ভিতরে ইমাম কর্তৃক ছাত্রী ধর্ষিত!

৫। স্কুলের শিক্ষক কর্তৃক ছাত্রী ধর্ষিত!

৬। নিজ পুত্রের হাতে মা খুন!

৭। সর্বশেষ ঐশী কর্তৃক তার বাবা-মা খুন!



আমি এক জন ক্ষুদ্র মানুষ- আমার মতে মানুষের এই অধপতনের জন্য প্রথমত দায়ী মানুষের অভাব, অতিরিক্ত অর্থ ও বিলাশীতা, অবৈধ অর্থ, আয়-ব্যয়ের অসঙ্গতি, সর্বপরি ইলেক্ট্রনিক মিডিয়ার অশ্লীলতা। আধুনিকতার নামে ইংরেজি মাধ্যম স্কুলের বেলেল্লাপনা, মা-বাবার অতি আদর/অবহেলা এছাড়াও রয়েছে সম অধিকারের নামে নারী সংগঠনগুলোর মাতামাতি।

নারী সংগঠনগুলো যাকে সম অধিকার বলছে পক্ষান্তরে তা সমঅধিকার নয় বরং তা ব্যবসায়িক পণ্য হওয়ার একটা প্রচেষ্টা।

আমি মনে করি বর্তমানে আমাদের সমাজ ব্যবস্থায় নারীদের জন্য যে অধিকার রয়েছে তা শুধু সম অধিকার নয় বরং অনকে বেশী অধিকার দেয়া আছে- যার কয়েকটি উপমা নিম্নে উল্লেখ করছি:-

* একটি বাসে যদি ৩০টি আসন থাকে তার মধ্যে নারীদের জন্য সংরক্ষিত আসন কমপক্ষে- ৮টি বাকী ২২ টি আসনেও তাদের অধিকার থাকছে তারা কিন্তু অবশিষ্ট আসনে বসার অধিকার বঞ্চিত নয়- কিন্তু পুরুষরা ঐ নির্ধারিত ৮টি আসনে বসতে পারবেনা। এখন প্রশ্ন এখানে কার অধিকার বেশী?

* একটি মেয়ে তার বাবার সম্পত্তি, স্বামীর সম্পত্তি এবং মহরআনা পেয়ে থাকেন- কিন্তু একটি পুরুষ শুধু মাত্র বাবার পেয়ে থাকেন আবার মহরআনা পরিশোধ করতে বাধ্য।

* একটি বিসিএস ক্যাডারের চাকুরীতে সম পদে একটি মেয়ে যে টাকা বেতন পায় একটি ছেলেও সে টাকা বেতন পায়। কিন্তু আয়কর দেয়ার ক্ষেত্রে ছেলেরা যে টাকার উপরে আয়কর দেয় মেয়েদের সে টাকার উপরে আয়কর দিতে হয় না। মেয়েদের ক্ষেত্রে আয়কর রেয়াদ-এর বেশী।

অথচ আমাদের সমাজের নারী সচেতন সমাজের মানুষেরা নারীদের সম অধিকারের কথা বলে তাদের ঠেলে দিচ্ছে নগ্নতা-বেহায়াপনা, অশ্লীলতা আর বিপদসংকৃল পথের দিকে।

তাই আমি মনে করি স্বাভাবিক জীবন যাপনে অভ্যস্ত হলে এবং স্যাটেলাইট চ্যানেলগুলোর অবাধ বিচরণ বন্ধ ও সমগ্র দেশে এক/অভিন্ন শিক্ষা ব্যবস্থা চালু ও জনসাধারণের আয়-ব্যয়ের অঙ্গতি আনতে পারলে - আমরা একটি নিরাপদ আবাসস্থল গড়ে তুলতে পারবো। অন্যথায় যেভাবে জাতি অবক্ষয়ের দিকে যাচ্ছে - সমাজ থেকে তা রোধ করা কঠিন।

আধুনিকতার নামে সকল প্রকার মাদক লাইসেন্স বাতিল ও মাদক দ্রব্য সেবন কারীদের স্পট শাস্তির বিধান জরুরী।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:৩৪

বীর সেনানী বলেছেন: মৃত্যুর পর নিরাপদ, মৃত্যুর আগে নয় । :D :D

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.