![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রাজধানীর মধুবাগে শনিবার একটি বস্তিতে আগুন লেগে শতাধিক ঘর ও একটি রিকশার গ্যারেজ পুড়ে যায়
আমাদের দেশে মাঝে মাঝেই দেখা যায় রাষ্ট্রক্ষমতা পরিবর্তনের আগে বা পরে ঢাকা শহরের বস্তিতে আগুন লাগে। আবার সেই আগুনের লেলিহান শিখায় কেউ সব সম্পদ হারায় কেউবা সন্তান হারায়- এ ভাবেই হারিয়ে যায় বস্তির বেশিরভাগ বাসিন্দ। আবার সেই একই বস্তি জেগে উঠে। আসে নতুন নতুন মুখ। শুনেছি যারা বস্তিতে থাকে তারাও নাকি প্রতিমাসে ঘর ভাড়া দেন। তাদের সঙ্গে কথা বললে পাওয়া আগে বড় মামারে ভাড়া দিতাম আগুনে পুড়নের পর এহন খালুরে ভাড়ার টাকা দেওন লাগে। হুনছি মামা আর খালুদের দখল নেয়া নিয়েই নাকি চলে বস্তিতে আগুন লাগা বাণিজ্য। মানুষ হয়ে মানুষ পুড়িয়ে এই অপরাজনীতি কবে বন্ধ হবে আমাদের দেশে। আজ আমদের দেশে মানবতা বিরোধী অপরাধের বিচার হচ্ছে আশা করি নতুন নতুন যত মানবতা বিরোধী অপরাধ হচ্ছে সে সকল অপরাধের বিচার হবে। এই প্রত্যাশায়
©somewhere in net ltd.