নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দেশ ও জাতির কল্যাণে

হারুনরশিদ

আমি দেশ ও মানুষ সম্পকে কিছু করতে চাই কিন্তু করতে পারিনা।

হারুনরশিদ › বিস্তারিত পোস্টঃ

প্রাথমিক শিক্ষায় স্কুলের বাড়াবাড়ি

১৬ ই মার্চ, ২০১৪ দুপুর ১:১৭

বর্তমানে ঢাকা শহরে অনেক স্কুল গজিয়ে উঠেছে। বোর্ড পরীক্ষায় যাদের ফলাফলও অনেক ভাল।কিন্তু দুঃখের বিষয় এই স্কুলগুলো কমল মতি শিশুদের উপর যে চাপ প্রয়োগ করছে তা একেবারেই অমানুষিক। বাচ্চারা শিক্ষকদের চাপের কারণে হয়তো পড়ছে, একটা ভাল সনদ পাচ্ছে কিন্তু প্রতিযোগিতার বাজারে গিয়ে দেখা যাচ্ছে ঐ গ্রাম থেকে উঠে আসা খেটে খাওয়া মানুষের সন্তানটি বেশী ভাল করছে। কেননা সেতো প্রকৃতির সাথে বড় হয়েছে, যেটুকু শিখেছে তা তার অন্তরে গেঁথে আছে। কেননা তাকে কেউ চাপ দেয়নি। একারণে সচেতন পিতা মাতাদের কাছে আবেদন স্কুলের কথামত আপনি আপনার সন্তানকে স্বাভাবিকভাবে বড় হতে দেয়ার পথে অন্তরায় হবেন না। স্কুল চাপ দেয় দিক আপনি শুধু খেয়াল রাখবেন সন্তানটি যেন বখে না যায়। তার পড়া-লেখাটা হতে দিন আনন্দঘন। সন্তান যেন পড়া-লেখাটাকে বোঝা মনে না করে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.