নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দেশ ও জাতির কল্যাণে

হারুনরশিদ

আমি দেশ ও মানুষ সম্পকে কিছু করতে চাই কিন্তু করতে পারিনা।

হারুনরশিদ › বিস্তারিত পোস্টঃ

``আমি বাঙ্গালী, বাংলা আমার অংহকার

১২ ই জুলাই, ২০১৪ দুপুর ১২:০৯

আমি বাঙ্গালী, বাংলা আমার অংহকার, এ দেশকে স্বাধীন করেছি- ভালো থাকবো, মুক্ত থাকবো, এই বাংলার শষ্য, শ্যামল সবুজে নির্মল বাসাত আর সুস্বাদু খাবারে নিজেকে গড়ে তুলবো এক সুস্থ্য সবল মানুষ। একজন সুস্থ্য সবল মানুষই হতে পারে মুক্ত চিন্তা আর উন্নত মেধা ও মনন-এর মানুষ। কিন্তু বাঙ্গালী চরিত্র এমন এক স্তরে গিয়ে পৌঁছেছে যে এখন শুধু মনে হয় আমরা বাংলা, বাংলার স্বাধীনতা আর বাঙ্গালীত্ব নিয়ে যত অংহকারই করি না এ শুধু মুখে মুখে।



আমার ধারণা মতে বিশ্বের আর কোন দেশ আছে কিনা সন্দেহ যে খাদ্যের মধ্যে বিষ মেশায়। হায়রে বাঙ্গালী দৈন্দিন খাবারের তালিকায় প্রকৃতি হতে প্রাপ্ত শাক-সব্জি, মাছ-মাংস, ধান, চাল, ডাল, ধান হতে প্রক্রিয়া করে বিভন্ন খাদ্য সামগ্রী, শিশু খাদ্য, মৌসুমী ফল - এমন কোন খাদ্য-দ্রব্য নেই যেখানে ভেজাল নেই। আমরা জাতিগতভাবে কতটুকু অসভ্য আর জানোয়ার-এর থেকেও খারাপ হয়ে গেছি যে নিজের ব্যবসার সফলতার জন্য কোটি কোটি মানুষের জীবন নিয়ে খেলে যাচ্ছি। একবারের জন্যও ভাবছি না আমি যেভাবে ভেজাল মিশ্রিত খাদ্য অন্য একজনকে খাওয়াচ্ছি ঠিক একইভাবে আমাকেও আরেকজন খাওয়াচ্ছে। - মহান আল্লাহর কাছে প্রার্থনা এই অসভ্য জাতিটিকে সভ্য হওয়ার তৌফিক দিন- আমনী।

কোথায় যাব যে বিষয়েই লিখতে চাইবো সবদিক শুধুই অনিয়ম। আমরা কেমন যেন রাস্তার ফকির থেকে শুরু করে রাজ প্রাসাদের রাজা অর্থাৎ যাদের হাতে রাষ্ট্র ক্ষমতা, যারা মানুষের জন্য মায়া কান্না কাঁদে, মাইকের সামনে দাঁড়িয়ে নীতি কথা বলে সব জায়গায় ঘুনে ধরেছে। একই দেশে কত প্রকার শিক্ষা ব্যবস্থা । কেন এত বিভেদ আর বৈষম্য। আমার চিন্তা-চেতনা আর মনন থেকে যে অভিজ্ঞতা তা হলো প্রত্যেকটি মানুষকে তার নিজের জায়গায় নিজের বোধ থেকে ভাল হতে হবে। নতুবা এদেশ জাতি নিমজ্জিত হতে এক গহীন অন্ধকারে।

বর্তমান বাঙ্গালী জাতির অবস্থা দেখে একটা গল্প মনে পড়ল-

এক রাজ্যে খাবার পানির ব্যবস্থা শুধুই বৃষ্টির পানি, ঐ রাজ্যে দৈনিক সে পরিমাণ বৃষ্টিপাত হয় রাজ্যের অধিবাসীদের জন্য যতটুকুই প্রয়োজন। একদা রাজ্যের আবহাওয়া অফিস ঘোষণা দিলেন ``আগামীকাল যে বৃষ্টিপাত হবে-এর পানি যারাই পান করবে তারাই পাগল হয়ে যাবে"। এবার রাজা বললেন, ``উজির তুমি আজ গোসলের পানিটা ধরে রাখবে সেটা আগামীকাল আমরা খাব কেননা আমাদের পাগল হলে চলবে না"। উজির কথামত কাজ করলো। পরদিন রাজা আর উজির আগের দিনের পানি পান করায় সুস্থ্য থাকলো আর বাকিরা সব পাগল হয়ে জামা-কাপড় ছাড়া রাস্তায় ঘুরতে লাগল। এমতাবস্থায়, রাজার ইচ্ছে হলো রাজ্যের লোকজন বৃষ্টির পানি পান করে কি অবস্থায় আছে তা দেখেত। ইচ্ছামত রাজা রাস্তায় বের হয়ে আসলে সব লোকজন রাজা আর উজির-কে ঢিল ছুঁড়তে লাগলো এই বলে যে- রাজা আর উজির পাগল হয়ে গেছে। দেখ দেখ আমরা সবাই এক রকম রাজা আর উজির আরেক রকম।

এই অবস্থা দেখে রাজা উজির-কে বলল উজির চলো আমরাও এই পানিই খাই আমাদের আর ভাল থাকবার দরকার নেই।

রাজা আর উজির ভাল না থেকে পাগল সাজতে চাইল- এ থেকে কি আমরা ধরে নিতে পারি আমাদের নৈতিক অবক্ষয় আজ কি পর্যায়ে

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.