![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হায়রে মানুষ! আরেকজনকে সর্বশান্ত করে নিজের সুখের চিন্তা করতে সামান্য দ্বিধাবোধ করছে না।
আমি ব্যক্তিগতভাবে বেশী টাকা নিয়ে বেড়াই না কেননা আমার খুউব বেশী টাকা নেই। যা হোক গত ২মাস ধরে চেষ্টা তদবির করে সোনালী ব্যাংক থেকে ১,০০,০০০/- (এক লক্ষ) টাকা ঋণ করেছি সংসারের প্রয়োজনে এর মধ্যে ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকা সাথে নিয়ে বাসের মধ্যে জানালার পাশের সিটে বসলাম। কিছু সময় পর দুজন মানুষ আমার পাশের জানালা দিয়ে বার বার থুথু ফেলছে। হঠাৎ তারা এমনভাবে বমির অভিনয় শুরু করে দিল যে আমি সিট থেকে দাঁড়িয়ে যেতে বাধ্য হলাম- আর অমিন পকেট কেটে টাকা নিয়ে উধাও।
সরকার, জনগণ, পুলিশ প্রশাসন কেউ যেন নিরাপদ নয়। অথচ এই অপরাধীদের সংখ্যা আমার বিশ্বাস ভালো মানুষের তুলনায় হয়তো অনেক কম। ডিসকোভারী চ্যানেলে দেখি কোন স্বজাতি প্রাণী তার স্ব-জাতি প্রাণীর ক্ষতি করে না- আর আমরা মানুষ এতটাই জঘন্য যে বনের প্রাণীদের থেকেও খারাপ। ঐ বনের প্রাণীদের কাছে আমাদের শিখবার আছে অনেক কিছু। তাই বাংলাদেশ সরকারেের কাছে আবেদন মানুষের নৈতিক মূল্যবোধ ফিরে আসুক এমন পদক্ষেপ গ্রহণ করুন।
©somewhere in net ltd.