নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সত্য আর মিথ্যাকে এক করি না। যারা অসত্য দিয়ে সত্যকে ঢাকতে চায়; তাদের সঙ্গ ধরি না। নতুন যে কোন কিছু শিখতে ভালো লাগে। কেউ কিছু শিখতে চাইলে সম্ভব সাধ্যমতো চেষ্ঠা করি। প্রযুক্তির উৎকর্ষতাকে কাজে লাগিয়ে আধুনিক জ্ঞানে দক্ষতা অর্জন করতে চাই।

মোঃ মঈনুদ্দিন

নিঃসঙ্কোচে গাহিব সত্য ন্যায়ের গান। সত্য আর সুন্দরের সেবক। মা, মাটি আর দেশকে ভালবাসি।

মোঃ মঈনুদ্দিন › বিস্তারিত পোস্টঃ

তোর জন্য ও রইলো!

১১ ই মে, ২০১৬ রাত ১১:৫২


তুই করে যাচ্ছিস অহর্ণিশ কতো শত পাপ,
অথচ,নেই তাতে লজ্জা; নেই অনুতাপ,
ভাবছিস কী? পাবি তুই মুক্তি?
সমস্থ অপরাধ, অন্যায়, জুলুম,অবিচার করেও
পাবি পার? তাই, নেই মনে কোন বাড়তি চাপ!
জেনে রাখ, ওরে পাষাণ পাপী, নরাধম, নরকের কিট!
তোর জন্যও রইলো জমা, সমস্থ পাওনা;সমস্থ হিসাব নিকাশ
যা পেয়ে যাবি সব কড়ায়-গন্ডায়,
প্রতিক্ষণ, প্রতি পল্‌, প্রতিটি প্রহর, ঘন্টায়-ঘন্টায়।
যখন আসবে সময় তোর প্রতিটি কৃতকর্ম হয়ে যাবে সব-
শাপশাপান্ত আর অগুনতি লক্ষ-কোটি অভিশাপ!!

মন্তব্য ৪ টি রেটিং +২/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১২ ই মে, ২০১৬ রাত ১:২৫

মুসাফির নামা বলেছেন: ভালো লাগল।

১২ ই মে, ২০১৬ বিকাল ৫:৫০

মোঃ মঈনুদ্দিন বলেছেন: ধন্যবাদ আপনার ভালো লাগায়।

২| ১৭ ই মে, ২০১৬ সন্ধ্যা ৭:১৪

শায়মা বলেছেন: ভয় পাওয়া কবিতা।

১৭ ই মে, ২০১৬ রাত ১১:৫৬

মোঃ মঈনুদ্দিন বলেছেন: ধন্যবাদ পরম শ্রদ্ধাভাজনিয়াসু আপনার মন্তব্যের জন্যে। হ্যাঁ! নির্ভয়ে যেসব পাপী পরিণতি না ভেবে অপরাধ করে যাচ্ছে তাদের জন্যে ভয় অবশ্যম্ভাবী!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.