![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিঃসঙ্কোচে গাহিব সত্য ন্যায়ের গান। সত্য আর সুন্দরের সেবক। মা, মাটি আর দেশকে ভালবাসি।
আমি কোন দল করিনা?
যেমন-আ'লীগ, জাপা, জামাত, বিএনপি!
অথবা, আরো ১৭৪ বা অজস্র যতো দল,
যত মত, যত পথ!
তবে-
ভোটের কালে!
লুটের কালে!
মন্দ কাজে জোটের কালে!
মন্ত্রবলে,
তন্ত্রবলে,
ছলেবলে,
কুটকৌশলে,
দলেদলে,
তলেতলে,
চুপিসারে,
ভরি থলে!!
কারণ,
আমি হলাম বাসুদ
এর দলে!!
১৮ ই মে, ২০১৬ বিকাল ৫:১৬
মোঃ মঈনুদ্দিন বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আর শুভকামনা।
©somewhere in net ltd.
১|
১৮ ই মে, ২০১৬ সকাল ১১:০৭
এম এস আরেফীন ভুঁইয়া বলেছেন: ভাল লাগল। বাস্তব ধর্মী লেখা।