![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিঃসঙ্কোচে গাহিব সত্য ন্যায়ের গান। সত্য আর সুন্দরের সেবক। মা, মাটি আর দেশকে ভালবাসি।
সব খানেই একপেশে আর পক্ষপাতমূলক অবস্থান আর মন্তব্য। একজন শিক্ষককে চরমভাবে অপমান করা হয়েছে এটা নিন্দার্হ্য ও ঘৃণার্হ্য! নিন্দা ও ঘৃণা জানাইলাম। স্যারের জন্য জব কোড রয়েছে।কোড অব কন্ডাক্টে তাকে অফিসিয়ালী টীট করা যেতো। কিন্তু তা না করে জনসমক্ষে এভাবে অপমানিত করা শুধু ঐ স্যার নন সকল স্যারদেরই অসম্মান ও অপমান করা হয়েছে। তবে সাংসদ সেলিম ওসমান পারিবারিক প্রথা বজায় রেখেছেন। মাতুব্বুরী ফলিয়েছেন কিন্তু এটা অন্যভাবেও পারতেন। এ অপমানের বিচার হোক। আর একটা বিষয়, যার ধর্ম তার কাছে প্রিয় এবং শ্রেষ্ট। সুতরাং ধর্ম বা স্পর্ষকাতর বিষয় গুলোকে সঠিকভাবে হ্যান্ডেল করা উচিৎ।বর্তমানে পাইকারীহারে দেশে ধর্ম ও জাতীয়তা নিয়ে কুৎসা, রটনা, গালাগালি বৃদ্ধি পেয়েছে। থামা উচিৎ। স্যারদের ও এ বিষয়ে সচেতন হতে হবে। পরমত ধর্ম সহিষ্ণুতার আদর্শ আমাদেরকে স্যারেরাই শিক্ষা দেন। আর তারা যদি বিপথু হন তো আমাদেরকে গাইড করবে কে? নারায়ণগঞ্জের স্যার ধর্ম নিয়ে কী মন্তব্য করেছে তা কিন্তু কোথাও পাইনি। তাই, না বুঝে যারা আমরা স্যারকে গালাগাল দিচ্ছি কাজটা একদম ভালো হচ্ছেনা।আমাদের সকলকে এ অসৎ মনোভাব এবং অসহিষ্ণুতার পথ ছেড়ে সুপথে ফিরে এসে ধৈর্য ধারণ করা অবশ্য কর্তব্য। আল্লাহ আমাদের সবাইকে সেই ক্ষমতা দন করুন। আমিন।
©somewhere in net ltd.