![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিঃসঙ্কোচে গাহিব সত্য ন্যায়ের গান। সত্য আর সুন্দরের সেবক। মা, মাটি আর দেশকে ভালবাসি।
তুইই সঠিক পথে!!
এই ধর চটিগল্পের বস্তা
দামী নয় কিন্তু খুবই সস্তা,
এটা ফুল-প্যাক হট্ ভিডিও;
সাথে ফ্রী অনলাইন স্টুডিও,
সেখানে, যেমন-XXX? BLUE? নীল? HOT FILM?
যে নামেই বা যে পরিচয়েই ডাকোনা বা চিন না কেন,
অথবা, অশ্রাব্য অশালীন খিস্তি-খেউড়ে ভরা
ভালগার গল্প! শুধুই ভালগারিটি!
সেক্সাস নেক্সাস!
আর, এই হোল চরম নোংরামো আর বেহায়া-বেলেল্লাপনায় ঠাসা,
নগ্ন-অর্ধনগ্ন নারীদেহের পসরা!
যেমন-ভোগ ম্যাগাজিন? বা এ ধরণের আরো যত যা কিছু-
পড়ছিস? চাখছিস? শুঁকছিস? শেয়ার করছিস? পেয়ার করছিস?
সঙ্গে রাখছিস? ভয় নেই; অর্থাৎ নো ম্যানশন!
নেশা করিস? সে তা শুকনো বা ভেজা যেমনই হোক?
যেমন-চরস আফিম ভাং হিরোইন কোকেইন মারিজুয়ানা
এল এস ডি হালের ইয়াবা আরও যতসব মরণডোজ ড্রাগস?
তাতেও ভয়ের কিছু নেই!
ক্ষয়ের কিছু নেই?
ধর্মকে গালি দিস?
কোরআন-হাদিসের অপব্যাখ্যা করিস?
অধর্মকে সাপোর্ট করিস?
কোনই সমস্যা নেই!!
মার্ক্সইজম!ল্যানিনিজম!ফ্যাসিজম!সেকিউল্যারিজম-
এর ধারক বাহক?
নো ম্যানশন!
কিন্তু সাবধান! ডাবল সাবধান!!
কোরআন পড়িস? হাদীস পড়িস?
সে অনুযায়ী আমল করিস?
গৃহে সেগুলো যত্নে রাখিস?
তাপস মনিষীদের জীবনী পড়িস?
ভালো মানুষের সংগ ধরিস?
জুলুমবাজদের রুখে দাঁড়াস?
অন্যায় অবিচারের মোকাবিলা করিস?
গণতান্ত্রিক দল করিস?
তাহলেই হয়েছে সাড়া;
বিভিন্ন ধারায় পড়বি ধরা;
হাতে পড়বে লোহার কড়া;
অবশেষে,
চৌদ্দশিকেয় আটকে পড়া!
না হয়-
পালাতে গিয়ে ক্রসফায়ারে?
লাশ হয়ে বন বাদাড়ে!
জঙ্গি অপবাদ সংগে নিয়ে!!
অথবা,
রইবি মরে-
বেওয়ারিশ সনদে মর্গে পড়ে।।
০৬ ই জুন, ২০১৬ দুপুর ২:৪৬
মোঃ মঈনুদ্দিন বলেছেন: ধন্যবাদ ভাই আপনার সুন্দর মতামতের জন্য। হ্যাঁ ভাই সমাজের সর্বাংশে আজ পঁচন ধরেছে। মরণ পঁচায়! এর থেকে বোধহয় নিস্তার নেই। ভালো থকুন।
২| ০৬ ই জুন, ২০১৬ দুপুর ২:৩৮
কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর বলেছেন
০৬ ই জুন, ২০১৬ দুপুর ২:৪৮
মোঃ মঈনুদ্দিন বলেছেন: ধন্যবাদ। ভালো থাকুন।
৩| ০৬ ই জুন, ২০১৬ দুপুর ২:৪৯
এম এস আরেফীন ভুঁইয়া বলেছেন: সুন্দর এবং ব্যতিক্রম
০৬ ই জুন, ২০১৬ বিকাল ৩:০১
মোঃ মঈনুদ্দিন বলেছেন: অনেক ধন্যবাদ আপনার উৎসাহব্যঞ্জক মতামতের জন্য। ভালো থাকুন।
৪| ০৬ ই জুন, ২০১৬ সন্ধ্যা ৬:৩১
মহসিন ৩১ বলেছেন: ভাগ্যের সাথেও তো লরাই করা জীব আছে যাদের আবার অপমৃত্যু হয়তে পারে। তাদেরও ভয় হয় না। .........ওরা বেসিসক্তির বাইরে বাহারি জীব।
......... ভয় নেই; অর্থাৎ নো ম্যানশন!
০৬ ই জুন, ২০১৬ রাত ১১:৩২
মোঃ মঈনুদ্দিন বলেছেন: ধন্যবাদ ফুফা!!? আপনার বাহারি মতামতের জন্য। বিশ্বাস করতে কষ্ট হচ্ছে যে আপনার প্রথম পোস্ট অর্থাৎ "ডমিনিক তুমি" কবিতায় যে ভাবে ভাষা আর ছন্দের ব্যবহার দেখিয়েছেন কিন্তু ঠিক তার উল্টোরথে আবার আমার পোস্টের উপর মন্তব্য করেছেন! সত্যিই সেলুকাস! এখানে কিন্তু বাংলা শব্দের তুচ্ছতাচ্ছিল্য রূপে ব্যবহার আর বেরসিক রসিকতাটার মর্মার্থ বুঝতে পারিনাই। তদুপরিও আপনার চোখা মন্তব্যের জন্য অজস্র ধন্যবাদ। ভালো থাকুন।
৫| ০৭ ই জুন, ২০১৬ দুপুর ২:৩৪
মহসিন ৩১ বলেছেন: আসলে আমাদের সবারি বাস্তবতা পরাম্পরা যুক্ত বা বিযুক্ত। জানিনা বুঝাতে পারলাম কিনা , আমি অর্বাচীন। ...... আপনার সমালোচনার জন্য ধন্যবাদ । ......... আপনার প্রশ্নটা হচ্ছে একি ভাব কিভাবে উলটোয় ; এ প্রশ্নের উত্তর তো আমিও জানিনা ভাই। আমি তো দরিদ্রদের কথা ভেবেছি ; অরা যে আলাদা; ভাজ্ঞবিরম্বিত। আর আমার ভাষার ব্যাবহারে ত্রুটি থাকলে আমি আন্তরিক ভাবেই দুঃখিত । আপনিও ভাল থাকুন ।
০৭ ই জুন, ২০১৬ সন্ধ্যা ৬:০৪
মোঃ মঈনুদ্দিন বলেছেন: আপনি ফিরে এসে প্রত্যুত্তরের জন্যে অনেক অনেক ধন্যবাদ জানাই। আমি বুঝতে পেরেছি আপনি যা বলেছেন। আপনি নিজেকে অর্বাচিন ভাবার কোন কারণ নাই। আপনার "ডমিনিক তুমি" কবিতাটি অসাধারণ। সেখানে আপনি ভাষা,ছন্দ এবং বাংলা শব্দের বানান চমৎকারভাবে ব্যবহার করেছেন। আমি এখানে বুঝাতে চেয়েছি যে, আপনি আমার পোস্টে মতামতের সময় কিছু কিছু শব্দ ভুল বানানে লিখেছেন। এই ইচ্ছাকৃত ভুলের কারণ কী? ভেবেছি আমার কবিতাকে পরিহাসচ্ছলে নিয়েছেন। আপনাকে কষ্ট দেয়ার জন্যে সমালোচনা করিনি। ভুল ভাবে নিবেননা। ভালো থাকুন। হ্যাপি ব্লগিং।
৬| ১১ ই জুন, ২০১৬ রাত ৯:২৭
নীলপরি বলেছেন: খুব ভালো লাগলো পড়তে ।
১২ ই জুন, ২০১৬ সকাল ৭:৫৪
মোঃ মঈনুদ্দিন বলেছেন: ধন্যবাদ আপনার ভালো লাগায়। ভালো থাকুন।
©somewhere in net ltd.
১|
০৬ ই জুন, ২০১৬ দুপুর ২:২৫
এইচ এম শরীফ উল্লাহ বলেছেন: হুম! ক্ষুভের মিশ্রণের সাথে অপসংস্কৃতির ধারক বাহকদের জয় জয়জয়কার ও লালনপালনের প্রতিই ঘৃণা দেখানো হয়েছে।
আজ বিশ্বসমাজের সর্বাংগে পঁচন ধরেছে.....
.।