![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিঃসঙ্কোচে গাহিব সত্য ন্যায়ের গান। সত্য আর সুন্দরের সেবক। মা, মাটি আর দেশকে ভালবাসি।
আমাদের দেশীয় মানবতার প্রকৃতি !!
আনন্দের আতিশয্যে তাকে জড়িয়ে ধরি,
তোষামোদ করি!
যার সবই আছে; ধন, সম্পদ, টাকা-কড়ি,
ব্যক্তিত্ব্ব-ব্যসন-বিলাস, সুনাম যার ছড়াছড়ি।
তাকে পদাঘাত করি,
শীর্ণদেহ, জীর্ণ ব্যসন, তোবড়ানো গাল, হাড় জিরজিরে-গা
আর, সহস্র দিনের অনাহারে, অর্ধ্বাহারে থেকে
বুভুক্কু ক্ষুধায় পুড়ছে যাদের নাড়ী।।
### দেশে এখনো ৩ কোটি ৮৫ লাখ মানুষ দরিদ্র। যার মধ্যে ১ কোটি ৫৭ লাখ মানুষ অতিদরিদ্র যা মোট জনগোষ্ঠীর ১০ দশমিক ৬৪ শতাংশ। অর্থাৎ দারিদ্রের হার কমলেও দরিদ্র মানুষের সংখ্যা একই রকম বলে মন্তব্য করেছেন খাদ্য বিশেষজ্ঞরা। ###
??? ক্ষমতায় বসে আমরা জনগণের টেক্সের টাকায় পাহাড় গড়ি,
বিলাস বহুল বাড়ি-নারি-তারি!!!!!
আর বিএমডব্লিউ, মার্সিডিজ বেঞ্জ সাথে রোলস রয়েস ও ফেরারী গাড়ি!!
হেরররর!ব্বব্বব্বব্বব!!!তিতিতিতি!! চালা তাড়াতাড়ি!!
জিডিপির পাহাড় গড়ি? থুরি!! রিজার্ভের টাকা হ্যাকিং করি!!
ছবিঃ ইন্টারনেট।
তথ্যঃ পত্রিকা।
২০ শে জুন, ২০১৬ সন্ধ্যা ৬:১৪
মোঃ মঈনুদ্দিন বলেছেন: অজস্র ধন্যবাদ আপনার মতামতের জন্য।
আমারও প্রশ্ন এইসব দরিদ্রদের দিয়ে কী হবে?
তবে, জনগণের ট্যাক্সের টাকায় যারা সম্পদের পাহাড় বানাচ্ছে তাদের কাছেই আছে সব জবাব।
ওদেরকে কে জিজ্ঞাসিবে?
২| ২০ শে জুন, ২০১৬ রাত ১২:১২
রূপক বিধৌত সাধু বলেছেন: ক্ষুধা সে বড় আজব খেল!
২০ শে জুন, ২০১৬ সন্ধ্যা ৬:১৬
মোঃ মঈনুদ্দিন বলেছেন: ধন্যবাদ। সত্যকথন!
ভালো থাকুন,সুস্থ্য থাকুন।
৩| ২০ শে জুন, ২০১৬ সন্ধ্যা ৬:২২
মোঃ মঈনুদ্দিন বলেছেন: আমার এই পোস্টটির প্রথম অংশ একটি কবিতা।যেখানে আমি বলার চেষ্ঠা করেছি আমাদের ঘুঁণে ধরা এ সমাজের মানুষ বড়ই আজিব এক চীজ! যাদের অর্থ,সম্পদ, বিত্ত-বৈভব আছে তাদেরকে সবাই আদর আপ্যায়ন করে কিন্তু অনাথ অসহায়দের লাথি মেরে তাড়িয়ে দেয়াটাকেই ভদ্রতা ও বড়লোকি জ্ঞান করে।
** ২য় অংশে এদেশের অসহায় লোকেদের একটা পরিসংখ্যান দিলাম। সবারই জানা কিন্তু এ বিপুল সংখ্যক অসহায়-ভূখা-নাঙ্গাদের জন্যে কেউ নেই!!
** টাকার কুমিরদের কথাও বললাম। কিন্তু প্রতিক্রিয়া নেই। অথচ দুটো পয়েন্টেই আলাপ চারিতা চালানো যায়। ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
২০ শে জুন, ২০১৬ রাত ১২:০৫
চাঁদগাজী বলেছেন:
এইসব দরিদ্রদের কি হবে?