নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সত্য আর মিথ্যাকে এক করি না। যারা অসত্য দিয়ে সত্যকে ঢাকতে চায়; তাদের সঙ্গ ধরি না। নতুন যে কোন কিছু শিখতে ভালো লাগে। কেউ কিছু শিখতে চাইলে সম্ভব সাধ্যমতো চেষ্ঠা করি। প্রযুক্তির উৎকর্ষতাকে কাজে লাগিয়ে আধুনিক জ্ঞানে দক্ষতা অর্জন করতে চাই।

মোঃ মঈনুদ্দিন

নিঃসঙ্কোচে গাহিব সত্য ন্যায়ের গান। সত্য আর সুন্দরের সেবক। মা, মাটি আর দেশকে ভালবাসি।

মোঃ মঈনুদ্দিন › বিস্তারিত পোস্টঃ

মিঃ মির্জাফর এন্ড গং দৃশ্যপটে!!!!!!!

২৩ শে জুন, ২০১৬ দুপুর ২:০১



প্রাগৈতিহাসিক জান্তব ক্যারেকটার গুলো আবারো দৃশ্যপটে!!
মীরজাফর! ঘসেটি বেগম!এন্ড আল-বিলাতি গং!
সাথে সেই পূরণো শকুনগুলো-জগৎ শেট্‌, রায় দূর্লভ, ইয়ার লতিফ, উঁমিচাঁদ!
আটঘাট বেঁধেই নেমেছে তারা,
পেতেছে ভয়াল জটিল ফাঁদ!

তাই, হায়!স্বাধীনতা? আজো বিষবৃক্ষ যেন!
জনগণ? আহ্‌! ২৬০ বছরেও
পাচ্ছে বিষাক্ত সেই ফলেরই স্বাদ!
********************
পেয়েছি বাংলাদেশ; স্বাধীন? ভূ-খন্ড!
শতধা বিভক্ত; কমপক্ষে ১৭৪ দল অথবা ১৭ কোটি মতের পথে
খন্ড-খন্ড!
অতঃপর, কিছু লুটেরা আর হায়েনাদের নখরাঘাতে লন্ডভন্ড!
তারপর, সুখের শান্তি মিশন হলো নিমেষে পন্ড!
এসবের দায়?
শুধু ভেবেই বলছি আপনি আর আপনারা ভাল,
বাকিরা? মানে-
আমি, আমরা আর কিছু নাবালক বাঙ্গালী
সবাই দায়ী? কারণ, আমরা ন্যাকা! আমরা ভন্ড!


বিঃদ্রঃ প্রথমের অংশ কবিতা ট্রিবিউট টু ২৩ জুন ১৭৫৭ঃ
দ্বিতীয় অংশঃ মন্তব্য!!
**ছবি কার্টেসি গৌজ টু ইন্টারনেট।

মন্তব্য ২০ টি রেটিং +৫/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ২৩ শে জুন, ২০১৬ দুপুর ২:০৭

আহলান বলেছেন: বড় করে লিখুন ..

২৩ শে জুন, ২০১৬ বিকাল ৩:০১

মোঃ মঈনুদ্দিন বলেছেন: ধন্যবাদ ভাই আহ্লান আপনার অনুরোধ রক্ষা করে বিক্ষিপ্ত সামান্য বাড়িয়েছি। আমি নগণ্য তাই, এরচেয়ে বেশী মাথায় আসছেনা। শুধুই তালগোল পাকিয়ে যায়। ভালো থাকুন নিরন্তর। চলুন ১৭৫৭'র বীর সেনানী আর শহীদগণের জন্যে দোয়া ও মাগফিরাত কামনা করি। আর, বেঈমান ঘসেটি আর মীরজাফরদের মুন্ডুপাত করি।

২| ২৩ শে জুন, ২০১৬ বিকাল ৩:১০

কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর হয়েছে । শুভেচ্ছা

২৩ শে জুন, ২০১৬ সন্ধ্যা ৬:২০

মোঃ মঈনুদ্দিন বলেছেন: ধন্যবাদ। অনেক অনেক শুভকামনা।সুস্থ্য সুন্দর ও সুখে থাকুন।

৩| ২৩ শে জুন, ২০১৬ বিকাল ৩:২৪

রায়হানুল এফ রাজ বলেছেন: ভালো লিখেছেন। শুভকামনা রইল।

২৩ শে জুন, ২০১৬ সন্ধ্যা ৬:২২

মোঃ মঈনুদ্দিন বলেছেন: ধন্যবাদ। আপনার জন্যেও অনেক শুভকামনা। ভালো থাকুন, সুখে থাকুন।

৪| ২৩ শে জুন, ২০১৬ বিকাল ৫:৫১

বিদ্রোহী ভৃগু বলেছেন: পলাশির আম্রকাননের পাশে যে কয়জন কৃষক ক্ষেতে হাল চষতে ছিল তারাও যদি কাস্তে দা নিয়ে ঝাপিয়ে পড়ত একটা ইংরেজও পালাতে সাহস পেত না! মীর জাফরের বেঈমানীর পরও! জনৈক ইংরেজেরই মূল্যায়ন ছিল এমন!
সুশীল আমরা উল্টো সিরাজের ধনভান্ডার লুট করে তাকেই ধরিয়ে দিয়েছি!!!!!!!!

কিন্তু ঐ যে আমরা সুশীল সবাই!

আবারো পশালীর ঢামাঢোল ডিজিটালি!

আমরা আবারো যার যার হাল চইতে ব্যাস্ত!

শেষ তবে কোথায়???????????????????????????

২৩ শে জুন, ২০১৬ সন্ধ্যা ৬:৩৭

মোঃ মঈনুদ্দিন বলেছেন: আপনার অসাধারণ বিশ্লেষণের জন্যে অনেক অনেক মোবারকবাদ। সত্যিই সেটা সম্ভব ছিলো। আসলে আমরা আমাদের নিজেদের শক্তি ও সামর্থের উপর আস্থাহীন হয়ে গেছিলাম অবশ্য এখনো সেই পথেই আছি। ঐ আস্থাহীনতা ও সিদ্ধান্ত নিতে না পারার কারণে সাত সমুদ্র তের নদীর ওপার হতে কয়েকটা লেংটি ইঁদুর এসে আমাদের স্বাধীনতা সম্ভ্রম সব ছিনিয়ে নিয়েছিল। আর, সে সময়ে বাংলাকে বাঁচাতে যদি দিল্লি এগিয়ে আসতো তবে তো একটা ইংগ-শয়তান পালাতে পারতোনা।
কিন্তু, তারা ভেবেছিলো এতে আর কী হবে? ভোগ বিলাসিতায় গা ভাসিয়ে দেয়া দিল্লিওয়ালারা চুপটি মেরে ছিল। আর, তার খেসারত দিচ্ছি এখনো।
পরিশেষে, ডিজিটাল ডেভিলাইজেশনের এগ্রেসনের এ জমানায় যে কয়টা মীর্জাফরিয় স্যাঙ্গাৎ ও ঘসেটিয় ধ্যান ধারণা রয়েছে সব কিছুই কালের গর্তে পরে তলাবে। সময় লাগবে। অপেক্ষাতো করতেই হবে। " TIME IS THE GREAT HEALER."
সুখে সমৃদ্ধি ও নিরাপদে থাকুন। আসুন ২১ শতকের মীর্জাফর ও ঘসেটিদের নিপাতের জন্যে আল্লাহর কাছে প্রার্থনা করি।
সব কিছুইরই শেষ থাকে। শুধু আফসোস আমাদের হুঁশ হয়না।

৫| ২৩ শে জুন, ২০১৬ সন্ধ্যা ৬:৪৮

কালনী নদী বলেছেন: সুন্দর ও সংক্ষিপ্ত! ভালো লেগেছে।

২৩ শে জুন, ২০১৬ রাত ১০:৩৩

মোঃ মঈনুদ্দিন বলেছেন: আপনার ভালো লেগেছে জেনে আমি আনন্দিত। অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ। সুখে, সমৃদ্ধিতে ও নিরাপদে থাকুন। শুভ পলাশী দিবস। পলাশীর মর্মগাঁথা আমাদের সকলের মর্মে বেজে উঠুক। জেগে উঠুক মরণ ঘুম থেকে সবাই।

৬| ২৩ শে জুন, ২০১৬ সন্ধ্যা ৭:৫২

শূণ্য পুরাণ বলেছেন: আজকের ঘষেটি বেগমরাও বহাল তবিয়তে আছে, আমরা জনগন আজোও নিশ্চুপ

২৩ শে জুন, ২০১৬ রাত ১১:০৩

মোঃ মঈনুদ্দিন বলেছেন: একদম খাঁটি কথা। মনে হয় সর্বকালেই এই ঘসেটি বেগমরা বহাল তবিয়তেই থাকে। তবে, ওদের জন্যে আফসোস হয়। কারণ, শেষ পরিণতিটা ওদের খুব একটা সুখকর হয়না। ইতিহাসের আস্তাকুঁড়েই হয় ওদের শেষ ঠিকানা।
সত্যিই এ এক অমোঘ নিয়তি যেন। খেয়াল করলেই দেখবেন আমরা প্রথমে মিনিমাম ১০০ বছর ঘুমিয়েছিলাম তারপর জেগে উঠি। যেমন- ১৭৫৭ এর পরে ১৮৫৭ অর্থাৎ ১০০ বছর। এর পরে আবার ১৯৪৭ সালে ৯০ বছর পরে জাগলাম। অতঃপর ধারবাহিকভাবে নিয়মিত বিরতি নিয়ে নিয়ে আমরা জেগেছি। তবে, কথা হলো জেগেছিলাম আবারো জাগবো। ইনশাআল্লাহ্‌।
ধন্যবাদ। ভালো থাকুন।

৭| ২৩ শে জুন, ২০১৬ সন্ধ্যা ৭:৫৮

মহসিন ৩১ বলেছেন: স্বাধীনতায় বিসজ্জন ও একটা জরুরী অংশ ; ব্রিটিশরাও নিজ দেশ থেকে কিছু স্বাধীনতা বিসর্জন দিয়েই এখানে এসছিল । কিন্তু দুর্ভাগ্য হল ওই বেইমানদের জন্য ; তারা জলাঞ্জলি দিল!!! ...... সেইসব অভিশপ্ত জীবন ।

২৩ শে জুন, ২০১৬ রাত ১১:৩৯

মোঃ মঈনুদ্দিন বলেছেন: স্বাধীনতায় বিসর্জন বলতে কী স্বেচ্ছায় আত্মহনন হোলনা? অর্থাৎ স্বাধীনতা বিসর্জন দিয়ে দেখা যে পরাধীনতার কী সুখ! কী জ্বালা! ইত্যাদি ইত্যাদি। ইংরেজরা এসেছিল বণিক সেজে ব্যবসার জন্যে। কিন্তু, এসে দেখে সবতো লারে-লাপ্পা! তাই, ভাবল নিয়ে নিই একটা চান্স আর এভাবেই দখল করে নিল আমাদের যাবতীয় যা কিছু, ইজ্জত-আব্রু-স্বাধীনতা, শান্তি, সুখ,সমৃদ্ধি, পারস্পরিক বিশ্বাস-শ্রদ্ধাবোধ,ভালবাসা।
আঁধারপূরে এখন ডাকিনি-যোগিণীদের ভোজ উৎসব চলছে। আরো চলবে কিন্তু শেষ তো একদিন হবেই।
বিস্বাসঘাতকরা ইতিহাসে বারবারই আসে, আর। অভিশাপ লালন করে।

৮| ২৪ শে জুন, ২০১৬ রাত ১২:০০

মহসিন ৩১ বলেছেন: এভাবেই দখল করে নিল আমাদের যাবতীয় যা কিছু, ইজ্জত-আব্রু-স্বাধীনতা, শান্তি, সুখ,সমৃদ্ধি, পারস্পরিক বিশ্বাস-শ্রদ্ধাবোধ,ভালবাসা। ............ এখানে অনেকগুলা শব্দ । আমার বিশ্বাস বেনিয়া হলেও ওদের মিশন ছিল ; এবং হার জিত। এসব মিশন নিয়েই তো উপনিবেশিক সময় গেছে ।

২৪ শে জুন, ২০১৬ সকাল ১১:২৪

মোঃ মঈনুদ্দিন বলেছেন: ধন্যবাদ রিকমেন্টের জন্যে। প্রত্যেক উপনিবেশিকদের একটা কমন মিশন ছিলো আর, তা হলো দখলদারিত্ব। এতে ওরা সফল হয়ে ছিলো। তাদের মিশনের মুল এজেন্ডা অনুযায়ী দখল ছাড়াও বিজাতীয় ধ্যান ধারণা, কৃষ্টি-কালচারের অবাধ অনুপ্রবেশের দ্বারা আমাদের স্বকীয়তায় ডমিনেশন করেছিল। আর, তাই আমরা শুধুই হেরেছি অথচ এই হার আমাদের কী দিল?------- জাতীয় অনৈক্য! পারস্পরিক অবিশ্বাস! ভিন্নমতের উপর অত্যাচার! অসহিষ্ণুতা!

৯| ২৪ শে জুন, ২০১৬ সকাল ১১:২৯

নীলপরি বলেছেন: অল্প কথায় খুব সুন্দর করে লেখেছেন। ++

২৪ শে জুন, ২০১৬ সকাল ১১:৫৭

মোঃ মঈনুদ্দিন বলেছেন: অসংখ্য মোবারকবাদ আপনার চমৎকার মন্তব্যের জন্য। ভালো থাকুন সতত।

১০| ০১ লা জুলাই, ২০১৬ বিকাল ৩:০০

অতৃপ্তচোখ বলেছেন: 'কারন, আমরা ন্যাকা! আমরা ভণ্ড! '
অসাধারণ মন্তব্য আপনার।

আমরা বাঙালিরা ন্যাকা, ভণ্ড! আমরা সংগ্রামী, অামরা সফল।
কিন্তু সফলতাকে ধরে রাখতে সচেষ্ট নই! বাঙালিরা স্বাধীনতা পেয়েছে কিন্তু স্বাধীন হতে পারেনি! এ'তো বাঙালিদেরই দোষ। আমরা স্বাধীনতার যত্নশীল না হয়ে যত্নহীন হয়ে হারিয়েছি সব। আমরা পরশ্রীকাতর, এটাই আমাদের বড় দোষ।

খুব ভালো লাগলো হুজুর। শুভ হোক পথচলা

০২ রা জুলাই, ২০১৬ বিকাল ৪:৫১

মোঃ মঈনুদ্দিন বলেছেন: অসংখ্য ধন্যবাদ আপনার ভালোলাগা ও সুন্দর মতামতের জন্য। আপনি ঠিকই বলেছেন আমরা স্বাধীনতা পেয়েছি তবে স্বাধীন হইনি। অবশ্যই এটা আমাদেরই দোষ। স্বাধীনতা লাভ করার চেয়ে স্বাধীনতা রক্ষা করা অনেক গুরুত্বপূর্ণ, সেই সাথে অনেক কঠিনও। এই জায়গাতে আমরা ব্যর্থ আর তাই, সেই পুরণো শকুন এসে খুবলে খাচ্ছে আমাদের স্বাধীনতার শবদেহ।
আপনার জন্যও অনেক অনেক শুভকামনা। উঁহু আমি হুজুর হতে পারিনি। দাঁড়ি রেখেছি পুরুষালি বেশ হিসেবে এবং সামান্য সুন্নত রক্ষা করার জন্যেও।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.