নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সত্য আর মিথ্যাকে এক করি না। যারা অসত্য দিয়ে সত্যকে ঢাকতে চায়; তাদের সঙ্গ ধরি না। নতুন যে কোন কিছু শিখতে ভালো লাগে। কেউ কিছু শিখতে চাইলে সম্ভব সাধ্যমতো চেষ্ঠা করি। প্রযুক্তির উৎকর্ষতাকে কাজে লাগিয়ে আধুনিক জ্ঞানে দক্ষতা অর্জন করতে চাই।

মোঃ মঈনুদ্দিন

নিঃসঙ্কোচে গাহিব সত্য ন্যায়ের গান। সত্য আর সুন্দরের সেবক। মা, মাটি আর দেশকে ভালবাসি।

মোঃ মঈনুদ্দিন › বিস্তারিত পোস্টঃ

তিন পাঁজি!

১৮ ই জুলাই, ২০১৬ রাত ১০:৪৩



খেয়া ঘাটের মাঝি,
অল্প বিদ্যার মিজি আর,
মক্কা চোরা আজি(হাজী)

এই তিন জাত বড়ই পাঁজি!!
???
কইনছেন দেহি-
এগিন হাঁচা নি?



নোটঃ ছবি-ইন্টারনেট।

মন্তব্য ৮ টি রেটিং +২/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১৯ শে জুলাই, ২০১৬ রাত ১২:০৬

আবুল হায়াত রকি বলেছেন: হাছা কথা বন্ধু। আবার তিন পাগলে অইছে মেলা, নাওতে এসে।

১৯ শে জুলাই, ২০১৬ সকাল ৮:৩৭

মোঃ মঈনুদ্দিন বলেছেন: ধন্যবাদ রকি ভাই।হ, তিন পাগলে অইছে মেলা, নাওতে এসে! জব্বর কইছেন!

২| ১৯ শে জুলাই, ২০১৬ রাত ১২:০৮

আবুল হায়াত রকি বলেছেন:

১৯ শে জুলাই, ২০১৬ সকাল ৮:৩৯

মোঃ মঈনুদ্দিন বলেছেন: ধন্যবাদ আপনার সুন্দর ফটো ক্যাপশনের জন্য। একজ্যাক্টলী! সত্যিকার বন্ধু এমইনই।ভালো থাকুন। হ্যাপি ব্লগিং।

৩| ১৯ শে জুলাই, ২০১৬ সন্ধ্যা ৭:৩৬

প্রামানিক বলেছেন: তিন পাজিয়ে হলো মেলা
খেয়া নৌকার ভিতর
ভালো মানুষ একটাও নাই
সবই হলো ইতর।

১৯ শে জুলাই, ২০১৬ রাত ১১:১৮

মোঃ মঈনুদ্দিন বলেছেন: মুরুব্বীদের মুখে শুনেছি এই তিনজনা খুবই পাঁজি, কিন্তু, কেন এরকম বলা হয় জানা দরকার ছিলো। জানা হলোনা।খেয়া নৌকার মাঝি বা খেয়া ঘাটের মাঝি কেন পাঁজি এটা আমার কাছে আশ্চর্যের মনে হয়েছে। অন্য দুজন অর্থাৎ অল্প বিদ্যার মিজি আর মক্কা চোরা হাজি যে পাঁজি এটার প্রমাণ আমি পেয়েছি।
ধন্যবাদ আপনার ছন্দে ছন্দে মন্তব্যের জন্য। আসলেওতো ঠিক ভালো মানুষ খুঁজে মেলা ভার! ভালো থাকুন।

৪| ২০ শে জুলাই, ২০১৬ সকাল ৯:৫৩

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: মাইক্রো পোস্টটি পড়ে একটা উর্দু প্রবাদ মনে পড়লো ,''নিম হাকিম খাত্রায়ে জান , নিম মোল্লা খাত্রায়ে ঈমান।''
অর্থাৎ অল্প জানা হাকিম প্রাণের জন্য হুমকি , অল্প জানা মোল্লা ঈমানের জন্য হুমকি।''

২০ শে জুলাই, ২০১৬ বিকাল ৫:০৩

মোঃ মঈনুদ্দিন বলেছেন: জ্বি হ্যাঁ, একদম সত্য কথা। অল্প বিদ্যা ভয়ংকরী ও বোধহয় এই লাইনেরই একটি প্রবাদ। বর্তমান সমাজে তাই দেখা যাচ্ছে। আপনার সুন্দর সাপোর্টিভ কমেন্টের জন্য অনেক অনেক ধন্যবাদ ও শুভকামনা। ভালো থাকুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.