নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সত্য আর মিথ্যাকে এক করি না। যারা অসত্য দিয়ে সত্যকে ঢাকতে চায়; তাদের সঙ্গ ধরি না। নতুন যে কোন কিছু শিখতে ভালো লাগে। কেউ কিছু শিখতে চাইলে সম্ভব সাধ্যমতো চেষ্ঠা করি। প্রযুক্তির উৎকর্ষতাকে কাজে লাগিয়ে আধুনিক জ্ঞানে দক্ষতা অর্জন করতে চাই।

মোঃ মঈনুদ্দিন

নিঃসঙ্কোচে গাহিব সত্য ন্যায়ের গান। সত্য আর সুন্দরের সেবক। মা, মাটি আর দেশকে ভালবাসি।

মোঃ মঈনুদ্দিন › বিস্তারিত পোস্টঃ

১৯৬৯ চন্দ্রজয় দিবস; মনে পড়ে? সংক্ষিপ্ত বর্ণনাসহ ছবি ব্লগ।

২০ শে জুলাই, ২০১৬ বিকাল ৫:৪৭



মহাকালের সাক্ষী হয়ে আছে মর্তের ক্ষুদ্র মানুষের চন্দ্রজয়ের কাহিনী। আজ সেই ঐতিহাসিক ১৯৬৯, ২০ জুলাই। অসম্ভবকে সম্ভব করাই মানুষের চিরন্তন অভিসার। মানুষ যেন পণই করেছে সব অসম্ভবকে সম্ভব করেই ছাড়বে। অনেক অনেক অভিযান আর গবেষণার চুড়ান্ত ছিল এই অভিযানের সফল সমাপ্তি। মর্ত হতে ২লক্ষ ৩০ হাজার মাইল বা ৪লক্ষ কিলোমিটার দূরত্বে অবস্থিত চন্দ্র পৃথিবীকে প্রদক্ষিণরত একমাত্র মর্তসখা।
চাঁদে অবতরণের দিন হতে ৪ দিন পর অর্থাৎ ২৪শে জুলাই চন্দ্রতরী এপোলো ১১ পৃথিবীতে সফলভাবে ফেরত আসে।

(ক) চাঁদে মানুষের অবতরণের প্রমাণ স্বরুপ আমেরিকা যুক্তরাষ্ট্রের জাতীয় পতাকা স্থাপন।


(খ) চাঁদের মাটিতে প্রথম পা রাখা মানব-এপোলো ১১ এর অধিনায়ক নীল আর্মস্ট্রং।


(গ) গর্বিত তিন নভোচারী। নেইল আর্মস্ট্রং, আরউইন এলড্রিন এবং মাইকেল কলিন্স।


(ঘ) চাঁদে মানুষের প্রথম পদচিহ্ন।(নীল আর্মস্ট্রং)


(ঙ) এপোলো ১১ঃ চন্দ্রযান।চাঁদকে প্রদক্ষিণরত(মাইকেল কলিন্স-পরিচালণায়)।


(চ) উৎক্ষেপণের সময়ঃ১৯৬৯ সালের ১৬ জুলাই নাসার কেপ কেনেডি স্পেস সেন্টারে তিন নভোচারীকে নিয়ে চাঁদের অভিমুখে যাত্রা করে অ্যাপলো-১১


(ছ) চাঁদে অবতরণ করা ক্ষুদ্র চন্দ্রযান মডিউলার।


(জ) তৎকালীন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদ। চাঁদে মানুষের পদচিহ্ন।


(ঝ) এপোলো ১১ Moon Landing Video ।


সেলিউট বিজ্ঞানের অগ্রযাত্রাকে। সেলিউট নেইল আর্মস্ট্রং, এলড্রিন ও মাইকেল কলিন্সকে দুঃসাহসিক এই অভিযাত্রার মাধ্যমে মানুষকে অজেয়কে জয় করার শিক্ষাদানে উৎসাহিত করে বিজ্ঞানের জয়রতকে অগ্রগামী করে অমর অগ্রপথিক হওয়ার জন্য।

*** শুধু ঘরের কোণে থেকে সংকীর্ণতা আর জঠিল, কূটিল মনোভাব তিরোহিত করে জ্ঞান বিজ্ঞান সাধনায় আত্মনিয়োগ করার জন্য এই অমর ১৯৬৯ ইতিহাসে চিরভাস্বর হয়ে থাকবে। সবাই ভালো থাকুন।

মন্তব্য ৫ টি রেটিং +১/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ২০ শে জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:৫১

আবুল হায়াত রকি বলেছেন: সবই ঠিক আছে, সমস্যা প্রথম ছবিটা নিয়ে। আকাশের বায়ুমন্ডলে বাতাসে পতাকা কি পতপত করে উড়ছে! সবার মনে সেটা খটকা লাগে।

২০ শে জুলাই, ২০১৬ রাত ৯:৩৯

মোঃ মঈনুদ্দিন বলেছেন: আপনি ঠিকই বলেছেন। চাঁদে বায়ু নেই তাহলে এই পতাকা পতপত করে উড়ছিল কীভাবে? ধন্যবাদ আপনার মতামতের জন্য।

২| ২০ শে জুলাই, ২০১৬ রাত ১০:৪৪

মোঃ মঈনুদ্দিন বলেছেন: From the moment Apollo 11 re-ignited its engine to leave its orbit around earth until it reached its lunar orbit, the elapsed time was 73 hrs 5 min (2:44 to 75:49 GET, ground elapsed time, aka mission time). For the return journey, from leaving lunar orbit to splashdown, elapsed time was 59 hrs 55 min (135:23 to 195:18 GET).

GET DATE & TIME (USA east coast)

00:00:00 July 16 08:32:00 am Launch
02:44:16 July 16 11:16:16 am Translunar injection
03:24:03 July 16 11:56:03 am CSM-LM docking
75:49:50 July 19 12:21:50 pm Lunar orbit insertion
100:39:53 July 20 01:11:53 pm CSM-LM separation
102:45:40 July 20 03:17:40 pm Lunar landing
109:07:33 July 20 09:39:33 pm Begin EVA
109:24:15 July 20 09:56:15 pm First step on surface
124:22:01 July 21 12:54:01 pm Lunar liftoff
128:03:00 July 21 04:34:00 pm LM-CSM docking
135:23:42 July 21 11:54:42 pm Transearth injection
195:18:35 July 24 11:50:35 am Splashdown

http://www.lpi.usra.edu/lunar/missions/apollo/apollo_11/overview/
http://airandspace.si.edu/collections/imagery/apollo/as11/a11sum.htm

৩| ২৬ শে জুলাই, ২০১৬ বিকাল ৩:২৬

আবুল হায়াত রকি বলেছেন: অনেকদিন খবর নেই, ভালো আছেন আপনি?

৩০ শে জুলাই, ২০১৬ রাত ৯:৪৭

মোঃ মঈনুদ্দিন বলেছেন: হ্যাঁ, ভাই অনেক দিন পর ফেরা হলো। প্রশিক্ষণে ছিলাম ১ সপ্তাহের মতো। তাছাড়া পরীক্ষার খাতা মূল্যায়নে ব্যস্ত ছিলাম। এসব করতে গিয়ে ব্লগে হাজিরা দেয়া হয়ে উঠেনি। জ্বি, আলহাম্‌দুলিল্লাহ ভালো আছি। ধন্যবাদ। আপনি কেমন আছেন?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.