নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সত্য আর মিথ্যাকে এক করি না। যারা অসত্য দিয়ে সত্যকে ঢাকতে চায়; তাদের সঙ্গ ধরি না। নতুন যে কোন কিছু শিখতে ভালো লাগে। কেউ কিছু শিখতে চাইলে সম্ভব সাধ্যমতো চেষ্ঠা করি। প্রযুক্তির উৎকর্ষতাকে কাজে লাগিয়ে আধুনিক জ্ঞানে দক্ষতা অর্জন করতে চাই।

মোঃ মঈনুদ্দিন

নিঃসঙ্কোচে গাহিব সত্য ন্যায়ের গান। সত্য আর সুন্দরের সেবক। মা, মাটি আর দেশকে ভালবাসি।

মোঃ মঈনুদ্দিন › বিস্তারিত পোস্টঃ

ফিলোসোফি অব লাইফ-ছবি ব্লগঃ যা বদলাতে পারে আমার আপনার সবার জীবন সম্পর্কে পূরাতন ধারণা।

০৩ রা আগস্ট, ২০১৬ বিকাল ৫:৪৩


আসুন সবাই ফিলোসোফি অব লাইফ উপভোগ করি। ব্লগটি পড়ার সময় অবশ্যই ইংরেজি মূল ভার্সাসগুলো পড়বেন এবং বুঝার চেষ্ঠা করবেন। সাথে দেয়া আমার নিজের লেখা বাংলা ভাবানুবাদগুলোকে বেশী আমলে নেয়ার প্রয়োজন নেই। ধন্যবাদ।
(১) দৃষ্টি ভঙ্গিঃ জীবন যেখানে যেমন।


(২) কোথায় পড়ে গেলাম তাঁর চেয়ে অধিক উত্তম কোথায় পা হড়কালাম।


(৩) দৃষ্টি ভঙ্গি-০২ঃ জীবনকে কে কীভাবে দেখি তা খুবই গুরুত্বপূর্ণ।



(৪) সুখ ব্যক্তির নিজের উপরই নির্ভর করে।


(৫) বলার চেয়ে কার্যে পরিণত করাটাই অধিক যুক্তিযুক্ত এবং রিমার্কেবল।


(৬) সবার সাথেই সদাচারী হই কারণ, চলার পথে কখনো না কখনো তাদের প্রয়োজন হবেই।


(৭) যে সময়টুকু উপভোগ করেছি তাকে সময়ের অপচয় বলা যায়না।


(৮) নিজের দুঃখ, গোপনিয়তা বন্ধুকেও বলতে নেই। আর, শত্রুকে তো বলাই যাবেনা, কারণ, সে তা বিশ্বাস করবে না।


(৯) অন্যের অনিষ্ট করার ইচ্ছা হলে নিজের অনিষ্টের জন্যও প্রস্তুত থাকতে হয়।


(১০) ভয়ের অভাবকেই সাহসিকতা বলেনা বরং ভয়কে মোকাবেলা করার সক্ষমতাকেই সাহসিকতা বলে।


(১১) অন্যের উন্নতি বা সমৃদ্ধি দেখে ভাবিত না হয়ে নিজের উন্নতির দিকে মনোনিবেশ করাই শ্রেয়।


(১২) নিজের ভবিষ্যত নিজেকেই গড়ে নিতে হয়।


(১৩) অতিতের কারো বিষয়ে চিন্তার দরকার নেই। কারণ, তারা আমাদের নিজেদের ভবিষ্যত তৈরি করে দিবেনা।

(১৪) সম্পদের ওপর সুখের একটাই অগ্রগামীতা আর, তা হলো এই সুখ কেউ ধার করতে পারে না।

(১৫) সব কিছুর ঘটার পিছনে কারণ থাকে।


(১৬) কাউকে ক্ষমা করে দেয়াটা অন্যের জন্য করুণা নয়, তা বরং আমাদের নিজেদের চলার পথের মঙ্গলের জন্যই করতে হয়।


(১৭) সেটাই ভিন্নতা যা আমাকে সুন্দর করে।


এই ছবিগুলো বিখ্যাত আইরিশ সংগীত শিল্পী Eithne Ní Bhraonáin, যিনি Enya নামেই সমধিক পরিচিত তাঁর গাওয়া বিখ্যাত গান ফিলোসোফি অব লাইফ এর ভিডিও থেকে সংগৃহীত। গানের ভাষা বুঝাটা খুবই দুষ্কর কিন্তু সঙ্গিতের তাল,লয়, ছন্দ, সূর সব কিছুতেই একটা স্পেশালিটি রয়েছে। গানটা ইউটিউব থেকে ডাউনলোড করে শুনতে পারেন। অসাধারণ! আশা করি সবারই ভালো লাগবে। গানটি যখন প্লে হবে আর তাঁর সাথে লাইফের ফিলোসোফিগুলো ফ্লো করবে তখন তা কারোরই ভালো না লেগে পারবে না। আমি গানটির ডাউনলোড লিঙ্ক সরাসরি দিয়ে দিচ্ছি। ইনজয় এন্ড হ্যাভ ফান। philosophy of life

মন্তব্য ৩১ টি রেটিং +৪/-০

মন্তব্য (৩১) মন্তব্য লিখুন

১| ০৩ রা আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:০১

প্রথমকথা বলেছেন:





ভাল লেগেছে এবং সাথে গান শুনছি। শুভ কামনা রইল।

০৩ রা আগস্ট, ২০১৬ রাত ৯:৪১

মোঃ মঈনুদ্দিন বলেছেন:

আপনার ভালো লেগেছে জেনে খুবই ভালো লাগছে। যখনই সময় ও সুযোগ পাই গানটি শুনি, যদিও অর্থ বুঝা দায়। অবশ্য অর্থ না বুঝলেও গানের কথাগুলোর ইংরেজি ভাবানুবাদগুলো দেখলে বুঝা হয়ে যায়। আপনার জন্যও অনেক অনেক শুভকামনা রইলো। ভালো থাকুন।

২| ০৩ রা আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:০২

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: চমৎকার! অসাধারণ!

ধন্যবাদ ভাই মঈনুদ্দিন।

০৩ রা আগস্ট, ২০১৬ রাত ৯:৩৭

মোঃ মঈনুদ্দিন বলেছেন:
আপনার প্রশংসা আমার জন্য অনুপ্রেরণা। ভালো থাকুন।

৩| ০৩ রা আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:০৮

নতুন বলেছেন: Enya রে ভালা পাই... :)

০৩ রা আগস্ট, ২০১৬ রাত ৯:৪৪

মোঃ মঈনুদ্দিন বলেছেন: আমিও Enya রে ভালা পাই। ধন্যবাদ। ভালো থাকুন।




৪| ০৩ রা আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:২৯

ঢাকাবাসী বলেছেন: দারুণ সব ভাল ভাল কথা। মাগার কে মনে রাখে!

০৩ রা আগস্ট, ২০১৬ রাত ৯:৪৮

মোঃ মঈনুদ্দিন বলেছেন: সত্যিই তাই! কেইবা মনে রাখে! যদি ভুলোমনাদের র‍্যাংকিং করা হয়, আমরা বাঙ্গালীরা ১ম স্থান অর্জন করবো নিশ্চিত! তারপরও জীবনের জন্য, সমৃদ্ধির জন্য, সুখের জন্য কিছু না কিছু তো মনে রাখতেই হবে। ভালো থাকুন।

৫| ০৩ রা আগস্ট, ২০১৬ রাত ৯:৫৮

মোঃ মঈনুদ্দিন বলেছেন: “The reasonable man adapts himself to the world: the unreasonable one persists in trying to adapt the world to himself. Therefore all progress depends on the unreasonable man.”
George Bernard Shaw, Man and Superman

৬| ০৩ রা আগস্ট, ২০১৬ রাত ১০:৩৮

টাইম টিউনার বলেছেন: অসম্ভব ভাল লেগেছে ...............

০৩ রা আগস্ট, ২০১৬ রাত ১১:০৬

মোঃ মঈনুদ্দিন বলেছেন: আমারও খুব ভালো লাগছে আপনার ভালো লাগায়।

৭| ০৩ রা আগস্ট, ২০১৬ রাত ১১:১০

মেহেদী রবিন বলেছেন: ভালো লেগেছে। খুবই

০৩ রা আগস্ট, ২০১৬ রাত ১১:১৭

মোঃ মঈনুদ্দিন বলেছেন:

ভালো থাকুন এই শুভাকামনা।

৮| ০৪ ঠা আগস্ট, ২০১৬ সকাল ১১:৪৫

নয়ন বিন বাহার বলেছেন: ভাল থাকব বললেই কি আর ভাল থাকা যায়?
সব কিছুই কি পরিস্থিতির উপর নির্ভর করেনা?
সব পরিস্থিতি কি নিয়ন্ত্রনে রাখা সম্ভব?

০৪ ঠা আগস্ট, ২০১৬ বিকাল ৩:৪৫

মোঃ মঈনুদ্দিন বলেছেন: ভালো থাকব বললেই ভালো থাকা যায় না; কারণ, পরিস্থিতি এবং পারিপার্শ্বিকতা। তারপরও ভালো থাকার চেষ্ঠাকেই জীবন বলে। উপভোগ্য না হলেও উপভোগ্য করে নিতে হয়। আর, এটা সম্ভব হয় তখনই যখন আমরা নিজেদের দৃষ্টিভঙ্গিটা বদলাই।
সব পরিস্থিতি সামলানো না গেলেও তাতে নিজেকে খাপ খাইয়ে নিতে হয় এবং মোকাবেলা করতে হয়। ভালো থাকুন। ধন্যবাদ।

৯| ০৪ ঠা আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:৫০

কল্লোল পথিক বলেছেন:




চমৎকার পোস্ট।

০৫ ই আগস্ট, ২০১৬ সকাল ৯:৩৯

মোঃ মঈনুদ্দিন বলেছেন: I filled with joy and happiness.

১০| ০৪ ঠা আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:১৮

মনিরা সুলতানা বলেছেন: চমৎকার পোস্ট :)

০৫ ই আগস্ট, ২০১৬ সকাল ৯:৪২

মোঃ মঈনুদ্দিন বলেছেন: ধন্যবাদ।ভালো থাকুন। আপনার জন্য অনেক শুভকামনা।

১১| ০৫ ই আগস্ট, ২০১৬ বিকাল ৩:২৯

সাদা মনের মানুষ বলেছেন:
(৪) সুখ ব্যক্তির নিজের উপরই নির্ভর করে। ........১০০% সত্য, আমি এই কথাটাকে নিজের উপর প্রয়োগ করে সব সময় সূখী থাকার চেষ্টা করি, বলতে পারেন সফলও :)

০৫ ই আগস্ট, ২০১৬ বিকাল ৩:৩৫

মোঃ মঈনুদ্দিন বলেছেন: ধন্যবাদ ভাই আপনার সুন্দর মতামতের জন্য এবং সহমতের জন্য। সত্যিই তাই সুখ নিজের উপরই নির্ভর করে।

১২| ০৫ ই আগস্ট, ২০১৬ বিকাল ৩:৩০

সাদা মনের মানুষ বলেছেন:
(৬) সবার সাথেই সদাচারী হই কারণ, চলার পথে কখনো না কখনো তাদের প্রয়োজন হবেই। ........এই বিষয়টা নিয়ে আমি প্রায়ই দ্বন্দে থাকতাম, আশা করছি এবার অবসান হবে।

০৫ ই আগস্ট, ২০১৬ বিকাল ৩:৩৮

মোঃ মঈনুদ্দিন বলেছেন: আমরা জ্ঞাতে বা অজ্ঞাতে অন্যকে কষ্ট দিই তেমনি অন্য অনেকে আমাদেরকেও কষ্ট দেয়। এই কষ্ট যারা দেয় তাদের ক্ষমা করে দিলে প্রকারান্তরে নিজেকেই করুণা করা হলো। তাই, ক্ষমাই মহত্বর কাজ। হ্যাঁ ভাই,

১৩| ০৫ ই আগস্ট, ২০১৬ বিকাল ৩:৩১

সাদা মনের মানুষ বলেছেন:
(৭) যে সময়টুকু উপভোগ করেছি তাকে সময়ের অপচয় বলা যায়না। ........অনেকেই বলে আমি সময়ের অপচয় করছি, আজ মনের ভেতর শান্তি পেলাম, ধন্যবাদ ভাই।

০৫ ই আগস্ট, ২০১৬ বিকাল ৩:৪০

মোঃ মঈনুদ্দিন বলেছেন: ভালো কাজে বা কোন বিশুদ্ধ আনন্দের মাধ্যমে আমরা যে সময়টা পার করি তা কোনদিনই অপচয় নয়। তাই, আসুন সবাই বিশুদ্ধ বিনোদনে জীবনকে রঙ্গিন করি।

১৪| ০৫ ই আগস্ট, ২০১৬ বিকাল ৩:৩৩

সাদা মনের মানুষ বলেছেন:
(১৫) সব কিছুর ঘটার পিছনে কারণ থাকে। .........বিষয়টা আমি খুব মেনে চলি, আর এটাই আমাকে কঠিন বাস্তববাদী করে তুলেছে।

০৫ ই আগস্ট, ২০১৬ বিকাল ৩:৪২

মোঃ মঈনুদ্দিন বলেছেন: ইগজ্যাক্টলী ইয়্যু আর রাইট। ধন্যবাদ। আশা করি আমরা সবাই বাস্তববাদী হবো। ভালো থাকুন নিরন্তর।

১৫| ০৫ ই আগস্ট, ২০১৬ বিকাল ৩:৩৪

সাদা মনের মানুষ বলেছেন: সব শেষ আমার চিন্তা ভাবনা হল এই, জীবন একটাই, তাকে উপভোগ করে যাও

০৫ ই আগস্ট, ২০১৬ বিকাল ৩:৪৬

মোঃ মঈনুদ্দিন বলেছেন: আমার উপস্থাপিত বিষয়ে আপনার আন্তরিক ও অনুসন্ধানী মতামতের জন্য আপনাকে সেলিউট। অবশ্যই জীবনকে বিশুদ্ধ চিন্তা, চেতনা, ধ্যান,-ধারনা ও ভালো কাজের মাধ্যমে রাংগিয়ে উপভোগ করুন। আল্লাহ সহায়। হ্যাপি ব্লগিং।

১৬| ০৫ ই আগস্ট, ২০১৬ বিকাল ৩:৪৭

সাদা মনের মানুষ বলেছেন:

১৭| ১৭ ই আগস্ট, ২০১৬ রাত ১১:৩১

মোঃ মঈনুদ্দিন বলেছেন: থ্যাঙ্কস ভাই। ভালো থাকুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.