![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিঃসঙ্কোচে গাহিব সত্য ন্যায়ের গান। সত্য আর সুন্দরের সেবক। মা, মাটি আর দেশকে ভালবাসি।
মৃতবৎ প্রাণে স্পন্দন বাড়িয়ে দিবে এমন কিছু ছবি আমাদের সকলের প্রিয় ব্লগ সামুতে ইন্টারনেটের মহাসমুদ্র হতে সংগ্রহ করে আপনাদের সেবায় পোস্ট করলাম।
** আত্মবিশ্বাস ও আত্মপ্রতিষ্ঠাঃ০১
** আত্মবিশ্বাস ও আত্মপ্রতিষ্ঠাঃ০২
** নিজের উপর আস্থা হওয়া চাই অবিচল।
** নিজেকে ভালোবাসুন সবচাইতে বেশি!
** নিজের ভালো কাজে নিজেই কৃতজ্ঞ হোন।
** স্বপ্ন দেখুন বড়।[ IF YOUR DREAM DON''T SCARE YOU, IT IS NOT BIG ENOUGH.]
** কারণ, স্বপ্ন হলো-
** বি স্ট্রং নেভার ফিয়ার।
** যে করে পরের আশ সে থাকে নিত্য উপবাস!
** বি পজিটিভ এন্ড ওয়াইপ আউট নেগেটিভস।
** একবার না পারিলে দেখ শতবার।
** শক্তি বাঁধা পড়লেই নিজেকে চিনতে পারে।
** ঠিক তাই-
** রেগে গেলেন তো হেরে গেলেন।
** বি থট্ফুল এন্ড এনহান্স ইউরসেলফ।
** সময় থাকতেই হাঁটুন
** বিশ্বাস করুন আমিও পারি
** সুন্দর স্বপ্ন দেখুন। স্বপ্ন কে হারাবেন না।
** হ্যাঁ, সুন্দর পরিকল্পনা চাই
** বিপদে টিকে থাকাটাই সত্যিকার বীরত্ব।
** কথায় নয় কাজেই ব্যক্তির পরিচয়
শত সহস্র ইন্সপির্যাশনাল কোট্স রয়েছে তাঁর মধ্য হতে আমি কিছু বাছাই করে সামুতে পোস্ট করলাম। প্রতিটি কোটেশনই আমার কাছে অমৃত বচনের মতো মনে হয় আর এগুলো যখনই পড়ি বা দেখি হৃদয়ে এক ধরণের শক্তির স্পর্ষ পাই। এক পরম ভালোলাগার অনুভুতিতে দেহ মন ভরে উঠে। নিজেকে আর একা একা লাগেনা। দুঃখ, কষ্ট, অভাব, অনটন, ব্যর্থতা, গ্লানি, অবসাদ, সংকীর্ণতা সব কর্পুরের মতো উবে যায়। তাই, আমার বিশ্বাস যদি ভালো কাজগুলোকে, ভালো চিন্তা, চেতনা এবং ধ্যান ধারনাকে কেউ হৃদয়ে ধারণ করে সে অবশ্যই সফল হবে। সবাই ভালো থাকুন। সুখে থাকুন।অনুপ্রেরণা নিয়ে ঝাপিয়ে পড়ুন সমৃদ্ধির পথে,উন্নতির পথে, মঙ্গলের পথে। হ্যাপি ব্লগিং।
** পূনশ্চঃ ছবি কার্টিসিঃ ইন্টারনেট। ধন্যবাদ এই সব চমৎকার ইন্সপির্যশনাল ধ্যান, জ্ঞান এর নির্মাতাদের।
০৫ ই আগস্ট, ২০১৬ বিকাল ৩:৫১
মোঃ মঈনুদ্দিন বলেছেন: ধন্যবাদ ভাই আপনার সুন্দর মতামতের জন্য। ভারতের প্রয়াত রাষ্ট্রপতি এ পি জে আবুল কালাম আজাদ শুধুমাত্র একজন বিজ্ঞানী ছিলেন না একজন উচ্চমানের ফিলোসোফারও ছিলেন। তাঁর চিন্ত-চেতনা, ধ্যান ধারণা সত্যিই অসাধারণ। ভালো মানুষদের অনুসরণ করলে জীবনে বয়ে আসে ভালো লাগার অন্য আলো। সেই আলোতে পথ চলা হয় খুবই সহজ। ভালো থাকুন।
২| ০৫ ই আগস্ট, ২০১৬ বিকাল ৩:৫৫
সাদা মনের মানুষ বলেছেন: ওনার এই বক্তব্যটি পড়লে বুঝা যায় ওনি যে কতো বড় মনের মানুষ ছিলে "আমি কখনো সন্দেহ করিনি যে আমাদের মসজিদের প্রার্থনা যেখানে পৌঁছায়, সেই একই গন্তব্যে পৌঁছায় মন্দিরের প্রার্থনাও।"
০৫ ই আগস্ট, ২০১৬ বিকাল ৪:১৩
মোঃ মঈনুদ্দিন বলেছেন: সত্য কথাই বলেছেন ভাই। সমস্যা হচ্ছে আমরা বুঝেও বুঝিনা বা না বুঝার ভান করে থাকি। চমৎকার মতামতের জন্য আপনাকে ধন্যবাদ।
৩| ০৫ ই আগস্ট, ২০১৬ রাত ১১:৫৯
গেম চেঞ্জার বলেছেন: শিক্ষণীয় ও চমৎকার পোস্ট!!!! (+)
০৬ ই আগস্ট, ২০১৬ রাত ১২:২৫
মোঃ মঈনুদ্দিন বলেছেন: আপনার প্রশংসা আমার জন্য অনুপ্রেরণা। ভালো থাকুন। সুখে থাকুন।
©somewhere in net ltd.
১|
০৫ ই আগস্ট, ২০১৬ বিকাল ৩:৪২
সাদা মনের মানুষ বলেছেন: ভারতের সাবেক রাষ্ট্রপতি ও বিজ্ঞানী ড. এপিজে আব্দুল কালাম আজাদের জীবনের একটা ছোট্ট কাহিনী পড়ে আমার জীবন দর্শনই সম্পূর্ণ পাল্টে যায়.........আশা করছি এই বচনামৃত আমাদের অনেককেই পথ দেখাবে।