নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সত্য আর মিথ্যাকে এক করি না। যারা অসত্য দিয়ে সত্যকে ঢাকতে চায়; তাদের সঙ্গ ধরি না। নতুন যে কোন কিছু শিখতে ভালো লাগে। কেউ কিছু শিখতে চাইলে সম্ভব সাধ্যমতো চেষ্ঠা করি। প্রযুক্তির উৎকর্ষতাকে কাজে লাগিয়ে আধুনিক জ্ঞানে দক্ষতা অর্জন করতে চাই।

মোঃ মঈনুদ্দিন

নিঃসঙ্কোচে গাহিব সত্য ন্যায়ের গান। সত্য আর সুন্দরের সেবক। মা, মাটি আর দেশকে ভালবাসি।

মোঃ মঈনুদ্দিন › বিস্তারিত পোস্টঃ

হে প্রিয় মহানায়ক, তোমাকে বিনম্র শ্রদ্ধা-

১৫ ই আগস্ট, ২০১৬ সকাল ৮:৩০




** ১৫ আগস্টের শহীদগণঃ ভুলিনি ভুলবোনা।

** বঙ্গবন্ধুর পরিবারঃ

** তুমি রয়েছ অমর হয়ে

** তুমি আছ মোদের চেতনায়, হৃদয়ে রক্তক্ষরণে, অবিস্মরণে


আল্লাহ বঙ্গবন্ধু ও পরিবারের শহীদ সকলকে জান্নাতের সুউচ্চ স্থান দান করুন।আমিন।

মন্তব্য ১২ টি রেটিং +১/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ১৫ ই আগস্ট, ২০১৬ সকাল ৮:৪৮

ইফাত আরা শারমিন বলেছেন: আমীন।

১৫ ই আগস্ট, ২০১৬ বিকাল ৫:৩০

মোঃ মঈনুদ্দিন বলেছেন: জাজাকাল্লাহু খাইর।আল্লাহ আমাদের সবাইকে এই শোকের মাসে শোক সয়ে দেশ ও দশের জন্য কাজ করার শক্তি দান করুন।আমিন।ভালো থাকুন।

২| ১৫ ই আগস্ট, ২০১৬ সকাল ৮:৪৮

চাঁদগাজী বলেছেন:




সিআইএ ২ পয়সায় কিনেছিল মিলিটারীর হাবলু গাবলুদের।

১৫ ই আগস্ট, ২০১৬ বিকাল ৫:৩৮

মোঃ মঈনুদ্দিন বলেছেন: পরম মিত্র যখন শত্রু হয় তখন হাবলু গাবলুরা খুবই ভয়ংকর হয়ে যায়।বঙ্গবন্ধুর স্বপরিবারে এই নির্মম হত্যাকান্ডে আমাদের দেশীয় খুনিরা পশ্চিমাদের ক্রীড়নকে পরিণত হয়েই এ কাজ করেছে। এরা এখনো সোচ্চার কিন্তু আমাদের প্রজাতন্ত্রের কর্ণধারগণ তা বুঝতেই চান না। আর, সিআইএ, মোসাদ, র, কু ক্ল্যাক্স ক্ল্যান, কেজিবি সবাই আমাদের দুশমন। চাঁটগাঁর একটা প্রবাদ আছে, " রওন(রশূন) কোয়া কোয়া পুন(পশ্চাদদেশ) উগগুয়া।" ধন্যবাদ।

৩| ১৫ ই আগস্ট, ২০১৬ সকাল ৮:৪৮

বিলুনী বলেছেন: অনেক অনেক ধন্যবাদ এই সময় উযোগী মুল্যবান পোস্টটির জন্য ।
শুভেচ্ছা রইল ।

১৫ ই আগস্ট, ২০১৬ বিকাল ৫:৪০

মোঃ মঈনুদ্দিন বলেছেন: ধন্যবাদ। ভালো থাকুন। এ শহীদি চেতনা আমাদের সকলের ভিতর শক্তিতে পরিণত হোক।

৪| ১৫ ই আগস্ট, ২০১৬ সকাল ১১:১৯

দিশেহারা রাজপুত্র বলেছেন:
RESPECT

১৫ ই আগস্ট, ২০১৬ বিকাল ৫:৪২

মোঃ মঈনুদ্দিন বলেছেন: Me too.Thanks for your kindly reply. Wish you lead a happy and peaceful life.

৫| ২৭ শে আগস্ট, ২০১৬ রাত ১২:৫২

ডঃ এম এ আলী বলেছেন:


আয়ুব মোনায়েম ভাই ভাই
এক দড়িতে ফাসি চাই
জেলের তালা ভাঙ্গব
শেখ মুজিকে কে আনব
জিন্না মিয়ার পাকিস্তান
আজিম পুরের গুরস্থান

৬৯ এর সেই প্রবল দিনগুলিতে
স্কুলের ছাত্র প্রতিনিধি হিসাবে
মিছিল করে এসে কিছু টিচারদের
বকুনী খাওয়া সেটা ভুলব কিভাবে ।
আপনার লিখাটি হৃদয়কে নারা দেয়
ভীষনভাবে । বঙ্গবন্ধুকে নিয়ে আমার
বেশ কিছু লিখা আছে বিভিন্ন প্রকাশ
মাধ্যমে ।
শুভেচ্ছা রইল

২৭ শে আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:২৩

মোঃ মঈনুদ্দিন বলেছেন: ধন্যবাদ আপনার সুন্দর মতামতের জন্য।আপনার অনুভূতি হৃদয়কে নাড়া দিয়ে যায়। ভালো থাকুন। সুখে থাকুন। স্বাধীনতা যুদ্ধের সকল নায়কদের আল্লাহ সুউচ্চ মর্যাদা দান করুন।আমিন।

৬| ২৭ শে আগস্ট, ২০১৬ রাত ৯:৪৭

ডঃ এম এ আলী বলেছেন: ধন্যবাদ সুন্দর প্রতি উত্তরের জন্য ।

২৮ শে আগস্ট, ২০১৬ বিকাল ৫:৫২

মোঃ মঈনুদ্দিন বলেছেন: ধন্যবাদ আপনাকেও। অনেক অনেক শুভকামনা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.