![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিঃসঙ্কোচে গাহিব সত্য ন্যায়ের গান। সত্য আর সুন্দরের সেবক। মা, মাটি আর দেশকে ভালবাসি।
সামন্ত গণতন্ত্র বলে কিছু কি আছে? মনে হয় আছে! আমরা আমাদের দেশের রাজনৈতিক নেতাদের খারাপ আচরণকে অত্যন্ত সহনশীলতার সাথে গ্রহণ করি।কারণ, আমরা বিশ্বাস করি, " রাজা কোন অন্যায় করতে পারে না।" এই দর্শণে আমাদের পূর্ণ আস্থা আছে বৈকি?
***মূলতঃ আমরা হোলাম-
***আমরা কি নাগরিক?
*** তাহলে, এরা কারা? প্রজাতন্ত্রের প্রজার টাকায় খেয়ে পড়ে গাত্র হতে তেল ঝরে, আর প্রজাদের গায়ে অস্থি, চর্ম সর্বস্ব দেহ ঝর ঝরে!!
*** আসলে, যে দল ক্ষমতায় থাকে সে এবং তার পর্ষদ হলো রাজা আর তার দলের লোকেরা হলো সভাসদ আর বাকি বিরোধীরা হলো প্রজাকুল।
আর নগরে থাকি হিসেবে আমরা নাগরিক তবে প্রজা জাতীয় নাগরিক।। নগরে থাকি, নগরের আইন মানি, নগরের রাজাদের কথা মেনে চলি বলে আমরা নাগরিক!!!
*** যেহেতু সামন্তরা দেশ চালাবে সেখানে প্রজাই থাকবে কিন্তু গণতন্ত্রের বিচারে নাগরিক থাকবে না। নাগরিককে রাষ্ট্রের মালিক বলা যাবে না। সেবক বা ভৃত্য বলতে গণতান্ত্রিক স্টেটের শাসকদের বলা হতো কিন্তু আফসোস! ঐসব ভৃত্যই আজ মালিকের পিঠে চাবুক চালায়!!
সুতরাং- বুঝা গেল রাজা, প্রজা আর নাগরিক কারা?
*** কবিতাঃ প্রার্থনা-
"হে প্রভু, সময়ের দাবি,
আমাদেরকে মানসিক দিক দিয়ে শক্তিশালীর জন্য হৃদয় মহান,
বিশ্বাসে নির্ভরযোগ্য এবং কাজ করার জন্য প্রস্তুত এমন মহান ব্যক্তি দাও,
এমন মানুষ দাও লোভ যাদেরকে প্রলোভিত করে না;
কোন সম্পদের প্রতি লোভ নেই,
এমন মানুষ দাও যাদের বিবেক ও ইচ্ছাশক্তি আছে;
যারা মর্যাদাসম্পন্ন এবং যারা মিথ্যা কথা বলেনা।।
(কবিঃ অজ্ঞাত)
ছবিঃ ইন্টারনেট।
তথ্য ও ধারণার অংশ বিশেষঃ শিব খেরা।
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:৪০
মোঃ মঈনুদ্দিন বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপনার তথ্যবহুল ও বিশ্লেষণধর্মী মতামতের জন্য। গালাগালির পোস্টে গালাগাল দিতে লোকের অভাব হয়না কিন্তু সমবেদনা জ্ঞাপনের জন্য বা সচেতন মহলের দৃষ্টি আকর্ষণের বা কোন অসম্পূর্ণ লেখাকে সম্পূর্ণতা দিতে সম্পুরক মন্তব্যকারীদের প্রয়োজন খুবই আবশ্যক। অনেকটা খেয়াল বশে লেখা এ পোস্টটি ব্লগে কারো সাড়া পাবোনা ধরেই লিখেছিলাম। এক্ষেত্রে আমি বিখ্যাত সমাজ চিন্তাবিদ এবং সোসাল রিফর্মার লেখক গবেষক শিব খেরার বই ফ্রিডম ইজ নট ফ্রী বই হতে কিছু কোট করে আমার পোস্ট প্রস্তুত করেছিলাম। যাহোক আপনার মতামতে আমি প্রীত ও ধন্য হলাম। ভালো থাকুন।
আপনার সাথে আমিও একমত যে, আমাদের দেশের শাসক আর পার্শ্ববর্তী রাষ্ট্রের শাসক ও রাজনীতিকদের মধ্যে বিস্তর ফারাক। এ ব্যবধান কবে যে কমবে সেটাই চিন্তার কথা।আমাদের দেশের এনারা হলেন রাজা আর আমরা জনগণরা প্রজা কিন্তু, ভারতের বা অন্যান্য গণতান্ত্রিক দেশগুলোর শাসকরা হলেন সেবক আর জনগণ হল রাজা।
২| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৫৭
নোমান প্রধান বলেছেন: সব আসলে ক্ষমতাতন্ত্র
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:৪৩
মোঃ মঈনুদ্দিন বলেছেন: সত্যিই তাই সবটাই ক্ষমতাতন্ত্র। আপনার সুন্দর মতামতের জন্য ধন্যবাদ ও শুভকামনা। ভালো থাকুন।
৩| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:২৮
ডঃ এম এ আলী বলেছেন: ধন্যবাদ সুন্দর প্রতি উত্তরের জন্য ।
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:৫৭
মোঃ মঈনুদ্দিন বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ ও শুভকামনা। ভালো থাকুন।
৪| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৭:৩৪
ডঃ এম এ আলী বলেছেন:
০৫ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৫৬
মোঃ মঈনুদ্দিন বলেছেন:
৫| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৪১
নীলপরি বলেছেন: বিশ্লেসণ ভালো লাগলো ।
০৫ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৫৭
মোঃ মঈনুদ্দিন বলেছেন: আনন্দিত হোলাম জেনে। ধন্যবাদ।
৬| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:১৫
সাহসী সন্তান বলেছেন: একটা ছবি অথবা তথ্যচিত্র অনেক কিছুই বহন করে!
০৫ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:২৭
মোঃ মঈনুদ্দিন বলেছেন: সত্যিই তাই। chinese proverbঃ a picture is worth ten thousand words
কিন্তু, ছবি দেখে বুঝতে হবে কিসের জন্য এ প্রতিকি ব্যবহার। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য। ভালো থাকুন।
৭| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:৫৮
পবন সরকার বলেছেন: সুন্দর কথা বলেছেন তবে হাড্ডিগুড্ডির এতসুন্দর ছবি পেলেন কোথায়?
০৬ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:০৮
মোঃ মঈনুদ্দিন বলেছেন: অন্তর্জাল মানে ইন্টারনেট থেকে। ধন্যবাদ আপনার সুন্দর মতামতের জন্য।
©somewhere in net ltd.
১|
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৬ রাত ৩:৩৮
ডঃ এম এ আলী বলেছেন: ভাল লাগল লিখাটি । রাজা প্রজা ও নাগরিক প্রসঙ্গটি দারুনভাবে উঠে এসেছে লিখায় । চর্বি চর্চিত মেদবহূল দেহবল্লরীর পাশে হাড্ডি জীর্ন কংকালসার সানুষের জীবনাচার ফুঠে উঠেছে লিখাটিতে ।
আপনার কবিতায় জানানো প্রার্থনা অতি আবেদনময়ী এর প্রভাব পড়ুক সর্বক্ষত্রে এ কামনা করি ।
আমাদেরকে মানসিক দিক দিয়ে শক্তিশালীর জন্য হৃদয় মহান,
বিশ্বাসে নির্ভরযোগ্য এবং কাজ করার জন্য প্রস্তুত এমন মহান ব্যক্তি দাও,
এমন মানুষ দাও লোভ যাদেরকে প্রলোভিত করে না;
কোন সম্পদের প্রতি লোভ নেই,
এমন মানুষ দাও যাদের বিবেক ও ইচ্ছাশক্তি আছে;
যারা মর্যাদাসম্পন্ন এবং যারা মিথ্যা কথা বলেনা।।
রাজায় প্রজায় ব্যাধান টুকু কমানোর জন্য প্রয়োজন আমাদের মানসিকতা ও রাজসিক তোষামুদি কারবার । রাজ কর্মচারী , মন্ত্রী থেকে শুরু করে সরকারী আমলা পর্যন্ত পর্যন্ত সকলকেই আমরা প্রয়োজনের চেয়ে অনেক বেশি সম্মান ও মর্যাদা দেই । ভারতের মত দেশেও মন্ত্রনালযের সচিব কে সাধারণ জনতা মি: সেক্রটারী বলে সম্বোধন করে , স্যার স্যার করে মুখে ফেনা তুলেনা । ইংল্যান্ডের মত দেশে মন্ত্রীকে হ্যলিপেড এ অবতরন ও গমন কালে কেও রিসিভ করেনা । নীজেরই হেলিকপ্টার থেকে নেমে নীজের ব্রীফকেসটাকে বগল দাবা করে বৃস্টি হলে মাথায় নীজেই ছাতা ধরে নির্দিষ্ট গন্তব্য স্থানে গমন করেন । অথচ আমাদের দেশে প্রতিটি জেলা শহড়ের সার্কিট হাউজের সামনে মন্ত্রীদেরকে গার্ড অফ অনার দেয়ার জন্য বিশেষ বেদী তৈরী করে রাখা হয়েছে । মোদ্দা কথা হল আমরা এমন একটি সিসটেম সৃস্টি করে রেখেছি যে এমনিতেই রাজা প্রজায় একটি দুরত্ব বা ব্যবধান তৈরী হয়ে যায় । যাহোক লিখাটি সংস্লিস্ট সকলের মাঝে একটি পরিবর্তনের সুচনা করুক এ কামনা করি ।
ধন্যবাদ প্রয়োজনীয় লিখাটির জন্য ।
শুভেচ্ছা জানবেন ।