নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সত্য আর মিথ্যাকে এক করি না। যারা অসত্য দিয়ে সত্যকে ঢাকতে চায়; তাদের সঙ্গ ধরি না। নতুন যে কোন কিছু শিখতে ভালো লাগে। কেউ কিছু শিখতে চাইলে সম্ভব সাধ্যমতো চেষ্ঠা করি। প্রযুক্তির উৎকর্ষতাকে কাজে লাগিয়ে আধুনিক জ্ঞানে দক্ষতা অর্জন করতে চাই।

মোঃ মঈনুদ্দিন

নিঃসঙ্কোচে গাহিব সত্য ন্যায়ের গান। সত্য আর সুন্দরের সেবক। মা, মাটি আর দেশকে ভালবাসি।

মোঃ মঈনুদ্দিন › বিস্তারিত পোস্টঃ

=p~ কইনছেন দেহি!! কমিক্যাল ক্যুইজ =p~

১০ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:৪৩


:) প্রিয় ব্লগের বন্ধুরা, মুরুব্বিরা, খোকারা, খুকিরা, মায়েরা, মেয়েরা, আস্তিকেরা, নাস্তিকেরা দেখি কার কেমন আইকিউ!! =p~
!!প্লীজ ডৌন্ট মাইন্ড!!

(ক)আইকিউ ০১

(খ) আইকিউ ০২


এই ক্যুইজটির তিনটি উত্তর রয়েছে। ১ম উত্তরটি সব সময়ের সকল উত্তর দাতাদের জন্য সহজ। প্রায় ৮০% বা তারচেয়ে বেশী সংখ্যকই উত্তরটি দেবে। ২য় উত্তরটি ১৫% বা কোন কোন ক্ষেত্রে ২০% উত্তরদাতা দিতে পারবেন। ৩য় উত্তরটি খুব কম সংখ্যকই দিতে পারবেন যদি না তারা পূর্ব থেকেই জেনে থাকেন।

ফাইন্যালী উত্তর আমিই দেব কিন্তু। :)
ধন্যবাদ।


ছবিঃ ইন্টারনেট।
আইডিয়াঃ ইটস মী!!

মন্তব্য ৪৫ টি রেটিং +১/-০

মন্তব্য (৪৫) মন্তব্য লিখুন

১| ১০ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:৫৮

রক্তিম দিগন্ত বলেছেন: ক) ক্ষুদ্র কীট বা পতঙ্গ
খ) কুয়াশাচ্ছন্ন বা অস্পষ্ট
গ) I Love You
ঘ) What

1+1=1?
when?

প্রমাণঃ

ধরি, a = 1 এবং b = 1

তাহলে, a = b (যেহেতু দুটোর মানই সমান) ----------------------- (i)

(i) নং সমীকরণের উভয় পাশে বর্গ করে,

a^2 = b^2
বা, a^2-b^2 = 0
বা, (a+b)*(a-b) = 0 [সূত্র প্রয়োগ করে]
বা, {(a+b)*(a-b)}/(a-b) = 0/(a-b) [উভয়পক্ষকে (a-b) দ্বারা ভাগ করে]
বা, (a+b) = 0 ------------------------------ (ii)

(ii) নং সমীকরণে a ও b এর মান বসিয়ে পাই,

1+1 = 0
বা, 2 = 0
বা, 2/2 = 0/2 [উভয়পক্ষকে 2 দ্বারা ভাগ করে]
বা, 1 = 0
বা, 1+1 = 0+1 [উভয়পক্ষে 1 যোগ করে]
বা, 1+1 = 1 [proved]

১০ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:২৯

মোঃ মঈনুদ্দিন বলেছেন:
ধন্যবাদ ভাই। আপনি ক্যুইজ (ক) এর জন্য জিপিএ এ পেয়েছেন।
ক, খ ও ঘ এর উত্তর ইকজ্যাক্টলী ওকে! ব্রাভো!
খ) গাণিতিক প্রমাণে বর্গের হিসাবে গুণন প্রক্রিয়াতে করেছেন। আপনার এই উত্তরটি ১৫% এর কাতারে পড়বে যারা ম্যাথ ভালো বুঝে।কিন্তু, পিকচার আভি তক্‌ কুছ বাকি হ্যায় ডিউড!!

২| ১০ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:০০

নতুন বলেছেন: ১) বাগ = পোকা মাকর
২) মিসটি= কুয়াশা ঘেরা
৩) আমি জানি না। :)
৪)

১০ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:৩৬

মোঃ মঈনুদ্দিন বলেছেন:

ধন্যবাদ মজাতে অংশ নেয়ার জন্য।
ক, খ ও গ ঠিকই আছে। কিন্তু,
ঘ?

৩| ১০ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:০৩

দ্যা ফয়েজ ভাই বলেছেন: আমি যা কওয়ার "রক্তিম দিগন্ত"তা কইয়া দিছে। ;)

১০ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:৪০

মোঃ মঈনুদ্দিন বলেছেন:

ওকে নো ম্যানশন। কেবলই ফান!
ধন্যবাদ ডিয়ার ফয়েজ ভাই। বি হ্যাপি।

৪| ১০ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:০৮

হানিফঢাকা বলেছেন: ১+১=১ কখন? যখন ভুল করবেন, তখন

১০ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:৪৫

মোঃ মঈনুদ্দিন বলেছেন:
উত্তর সঠিক তবে, ৮০% উত্তরদাতাদের উত্তর এটাই। এর আরো দুটি উত্তর রয়েছে।
সো ম্যানি থ্যাঙ্কস ফর পার্টিসিপ্যাশন।

৫| ১০ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৪৮

সুমন কর বলেছেন: ব্লগার রক্তিম দিগন্ত-ই তো উত্তর দিয়ে দিয়েছে। আরো একটু যোগ করলাম।

খ) কুয়াশাচ্ছন্ন বা অস্পষ্ট বা রহস্য

১+১ = ১, বাইনারী পদ্ধতিতে।

১০ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:০০

মোঃ মঈনুদ্দিন বলেছেন:

#রক্তিম দিগন্ত# ভাইয়ের উত্তরের সাথে সাপ্লিমেন্ট দেয়ার জন্য ধন্যবাদ।
১্১=১ বাইনারিতে উত্তর ঠিকই আছে। ডিজিটাল অর গেইট বাস্তবায়নের জন্য এই বুলিয়ান লজিক ব্যবহার করা হয়। সেখানে দুটি ইনপুট ১ হলে যোগ পদ্ধতিতে আউটপুট ১ হয়।
তবে, উত্তরের একটি অংশ এখনো বাকী!! =p~

৬| ১০ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:০৫

রক্তিম দিগন্ত বলেছেন: বাইনারীতে ১+১ মানে ১০। @ সুমন কর

১০ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:১১

মোঃ মঈনুদ্দিন বলেছেন:

সুমন কর ভাইয়ের উত্তর ঠিকই আছে মৌলিক লজিক গেইটের "অর"গেইট বাস্তবায়নের জন্য যৌক্তিক যোগ পদ্ধতি ব্যবহৃত হয়। কিন্তু, লজিক গেইট "এন্ড" বাস্তবায়ন করতে গেলে দুটি ইনপুট এ-১ ও বি ১ হলে আউটপুট ১ হয়। কেননা, এন্ড গেইট ফলো করে যৌক্তিক গুন।
কিন্তু, আমার তিন নং উত্তর পাইনাই।
ধন্যবাদ।

৭| ১০ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:০৬

ইফতি সৌরভ বলেছেন: বাংলায় বাঘ মানে তো বাগান।

রক্তিম দিগন্ত তো সব ফাটাইয়া দিল! & হানিফ ঢাকা & সুমন কর খারাপ বলে নাই। দেখা যাক, লেখক কি মত দেয় তবে ব্লগে মেল্লা বুদ্ধির মানুষ have

১০ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:১৮

মোঃ মঈনুদ্দিন বলেছেন:
ধন্যবাদ ইফতি ভাই আপনার সুন্দর কমেন্টের জন্য।
জ্বী ভাই ব্লগে ম্যালা জ্ঞানীই হ্যাভ!!
#হানিফ ঢাকা# ভাই এর উত্তর ৮০% উত্তর দাতাই দিয়ে থাকেন। উনার উত্তর তাই আংশিক সঠিক। সুমন কর ভাইয়ের উত্তর বাইনারী যৌক্তিক বিচারে সঠিক। কিন্তু, আমার উত্তরটা অন্যরকম। খুবই সোজা এবং হালকা পরিহাস তরল! সো, অপেক্ষায় রইলাম।

৮| ১০ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:১০

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: আমার আই কিউ নাই। মাথা ঘুরায়।

১০ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:২৭

মোঃ মঈনুদ্দিন বলেছেন: আমারও তাই। খুব একটা আইকিউ আমারও নাই। জাস্ট জোকিং! ধন্যবাদ আপনার মতামতের জন্য।

৯| ১০ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:০৪

প্রামানিক বলেছেন: এতো দেহি গাঁজাখোরি অংক। এই নিয়মে যোগ কইরা পাওনা টাকা আদায় করলে ফকীর হইতে সময় লাগবো না।

১০ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:৪৯

মোঃ মঈনুদ্দিন বলেছেন: জ্বী হ্যাঁ! সাধারণ গণিতে এটা সত্যিই গাঁজাখুরি অংক।

হ্যাঁ, এই নিয়মে যোগ করে পাওনা টাকা আদায় করে ফকির হতেই হবে। দারুণ মজার কথা বলেছেন। তবে,বুলিয়ান লজিকে অর গেইট বাস্তবায়নে তাই হয়। ধন্যবাদ। ভালো থাকুন।

১০| ১১ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৫৩

প্রামানিক বলেছেন: বুলিয়ান লজিকে অর গেইট বাস্তবায়নে অঙ্ক ঠিক আছে। তবে সব বাঙালীদের এই অঙ্ক শিখাইলে খবর আছে- - - --

১৫ ই সেপ্টেম্বর, ২০১৬ ভোর ৬:৪৪

মোঃ মঈনুদ্দিন বলেছেন: ধন্যবাদ। রিপ্লাইয়ে বিলম্বের জন্য ক্ষমা চাইছি। লেইট ঈদ মোবারক। ঈদে এক জায়গায় বেড়াতে এসেছি এখানে নেটওয়ার্ক কম্পিউটার চালানোর মতো নেই। আর মোবাইলে লগইন সমস্যা। হ্যাঁ, সত্যিই। এ রকম হিসাবের চলন শুরু হলে বাঙ্গালীরা ঠিকই এটার অপব্যবহার করবেই। তবে, এটা অবলা কম্পিউটার ব্যবহার করছে বলে রক্ষা। ভালো থাকুন। সুখে থাকুন।

১১| ১১ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৫৫

প্রামানিক বলেছেন: তবে মজার অঙ্ক -- -

১৫ ই সেপ্টেম্বর, ২০১৬ ভোর ৬:৪৬

মোঃ মঈনুদ্দিন বলেছেন: ধন্যবাদ। এটা মজার অংকই!

১২| ১২ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:৪৫

ইফতি সৌরভ বলেছেন: উওর গুলো কবে দিবেন ভাই?

১৫ ই সেপ্টেম্বর, ২০১৬ ভোর ৬:৫৫

মোঃ মঈনুদ্দিন বলেছেন: ঈদ মোবারক। ইফতি ভাই, বিলম্বে উত্তরের জন্য ক্ষমা চাইছি। মূলত, নেটওয়ার্ক নেই এমন একজায়গায় বেড়াতে এসেছিলাম বলে তাছাড়া কম্পিউটার ছাড়া আমি মোবাইলে খুব একটা লিখতে পারি না। কারণ, লগ ইন সমস্যা। হ্যাঁ, উত্তরতো দেবই! যদিও সবগুলো প্রশ্নের উত্তর ইতোমধ্যে দেয়া হয়েই গেছে।দুই নং প্রশ্নের উত্তর দুটি আমরা পেয়ে গেছি। অর্থাৎ দুই নং প্রশ্নের তিনটি উত্তর রয়েছে বলেছিলাম, তারমধ্যে দুটি উত্তর অনেকেই দিয়েছেন। আর একটি উত্তর রয়েছে যা মূলতঃ হেঁয়ালি ও প্রতিকি। গাণিতিক নয়। একটা বিশেষ উদ্দেশ্যে এই ফান পোস্টের আয়োজন করেছিলাম। ধন্যবাদ ফানপোস্টে পার্টিসিপেশনের জন্য।

১৩| ১২ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:১১

ডঃ এম এ আলী বলেছেন: কত রবি জ্বলে রে
কেবা আখি মেলেরে

তাই সঠিক উত্তরটা যখন মিলেই যাবে
তখন চিন্তা করাটা কিআর দরকার হবে

ধন্যবাদ চমৎকার ফান পোস্টের জন্য ।

ঈদ মোবারক

১৫ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৭:০৩

মোঃ মঈনুদ্দিন বলেছেন: ঈদ মোবারক। বিলম্বে উত্তরের জন্য ক্ষমা চাইছি। নেটওয়ার্ক থেকে বিচ্ছিন্ন অবস্থায় ছিলাম বলে উত্তর দিতে পারিনি।
অনেক অনেক আনন্দিত হলাম আপনার সুন্দর মন্তব্যের জন্য। আসলে উত্তরগুলো ইতোমধ্যে অনেকেই দিয়ে দিয়েছেন। শুধু দুই নং প্রশ্নের ৩য় উত্তর যা একটা প্রতিকি ও অনেকটা হেঁয়ালীপুর্ণ তা আমি দিইনি। আপনি সত্যিই বলেছেন উত্তর দিয়ে দিলেতো ফান শেষ। যদিও আমি উত্তর দিলে এটা অনেকটা হাল্কা হয়ে যাবে। অবশ্য আমি এখানে ব্যবহৃত একটা ইঙ্গিত কেউ ধরতে পারে কি না তা দেখতে চেয়েছিলাম।
ভালো থাকুন। সুখে ও নিরাপদে থাকুন।

১৪| ১২ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:২৫

বিলিয়ার রহমান বলেছেন: আপনাকে এবং আপনার পরিবারের সবাইকে ঈদের শুভেচ্ছা।

১৫ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৭:২৩

মোঃ মঈনুদ্দিন বলেছেন:
অনেক শুভেচ্ছা ও শুভকামনা আপনার ও আপনার পরিবারের সবার জন্য। সুখে, সমৃদ্ধিতে ও নিরাপদে থাকুন।
বিলম্বে প্রতিউত্তরের জন্য ক্ষমা চাইছি।

১৫| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৮:৪০

মোঃ মঈনুদ্দিন বলেছেন:

পরিশেষে, সবাইকে এই পোস্ট পড়ার, কমেন্ট করার এবং সোজাকথা অংশগ্রহণের জন্য অনেক অনেক শুভকামনা ও ভালো লাগা। এই প্রশ্নটি আমার এক বন্ধুর বাবা অনেক দিন আগে করেছিলেন (১৯৯৭ সালে)। তিনি মজার মজার অনেক ফান বলতেন। এটা তেমনি একটা। তিনি বলেছিলেন (ইংরেজিতে),
উয়ি অল নৌ দ্যাট ওয়ান প্লাস ওয়ান ইকিউয়েলটু 'টু', বাট, ডু ইয়্যু নৌ হোয়েন ওয়ান প্লাস ওয়ান ইকিউয়েলটু ওয়ান?
সেই প্রশ্নের উত্তর অবশ্য পরবর্তিতে দিয়েছিলেন। যা, আমি দিয়েছি।
বিষয়টিকে ফান হিসবেই নিবেন বলে আমি বিশ্বাস করবো। ধন্যবাদ।

১৬| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:০৪

ডঃ এম এ আলী বলেছেন: ধন্যবাদ সঠিক ধাধাগুলির সঠিক উত্তর দিয়ে আমাদের কৌতুহল মিটানোর জন্য ।
শুভেচ্ছা রইল ।

২০ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৮:০২

মোঃ মঈনুদ্দিন বলেছেন: আপনাকেও অনেক শুভেচ্ছা ও শুভকামনা। ভালো থাকুন। আসলে বিষয়টি ছিল শুধু মাত্রই ফান। তাই, উত্তরগুলো কিন্তু কোন এট্রাকশনের ভূমিকা পালন করেনি। তারপরও উত্তরগুলো দিলাম। হয়তো শুরুর মতো শেষটি হলোনা। ধন্যবাদ।

১৭| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৯:৩৫

শেয়াল বলেছেন: কইলাম দেহি!!!

২৯ শে মে, ২০১৭ সন্ধ্যা ৬:২৯

মোঃ মঈনুদ্দিন বলেছেন: ধন্যবাদ শেয়াল ভাই/বোন? আপনার মতামতের জন্য।

১৮| ১২ ই মার্চ, ২০১৭ রাত ১০:২৫

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: অনেক মজা পেলাম!

২৯ শে মে, ২০১৭ সন্ধ্যা ৬:৩০

মোঃ মঈনুদ্দিন বলেছেন: ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য। উত্তর বিলম্বে দেয়ার জন্য ক্ষমা চাইছি। ভালো থাকুন।

১৯| ৩০ শে মে, ২০১৭ রাত ১২:০২

নীলপরি বলেছেন: দারুন পোষ্ট ।

০১ লা জুন, ২০১৭ সন্ধ্যা ৬:০৩

মোঃ মঈনুদ্দিন বলেছেন: ধন্যবাদ আপু আপনার প্রশংসার জন্য। ভালো থাকুন।,

২০| ৩০ শে মে, ২০১৭ রাত ১২:২৪

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভালো ধাঁধাঁ পোষ্ট। ভালো লাগলো আপনার উত্তরও এতক্ষণে দেওয়া হয়ে গেছে দেখে।

ভালো লাগলো ধাঁধা'র মহৎ আহ্বান দেখে।

শুভকামনা জানবেন।

০১ লা জুন, ২০১৭ বিকাল ৫:৪৭

মোঃ মঈনুদ্দিন বলেছেন: শুভ মাহে রমজান। অনেকদিন আগে করা পোস্ট আর আমিও বহুদিন দূরে ছিলাম প্রিয় ব্লগ অঙ্গন থেকে। তাই, নতুন করে আপনাদের মতামত পেয়ে ভালো লাগছে। মূলত এটা ছিল ফান পোস্ট! অনেকের অংশগ্রহণে এটা খুবই কোলাহলময় হয়ে গেল দেখে ভালো অনুভূতি হচ্ছে। ধন্যবাদ প্রিয় ভাই। ভালো থাকুন।

২১| ৩০ শে মে, ২০১৭ সন্ধ্যা ৭:২২

চাঁদগাজী বলেছেন:

১+ ১ = ১ নয় ; বুলিয়ান অল্যালজাব্রা মতে ২।

বুলিয়ান "অর" গেইট একটি লজিক্যাল "অপারেটর" উহা "+ " নয়।

০১ লা জুন, ২০১৭ বিকাল ৫:৫৮

মোঃ মঈনুদ্দিন বলেছেন: ধন্যবাদ আপনার সুন্দর গঠনমূলক উত্তর ও অংশগ্রহণের জন্য। আমি এই জবাবটি ১৫ নং এ দিয়েছি। অনেকেই এর জবাব দিয়েছে। আপনার মতামত যথার্থই এটা (্) এটা যোগ চিহ্ন নয়। তবে লজিক গেইট এর 'অর' বাস্তবায়নে দুটি ইনপুট ১ হলে আউটপুট ১ই হয়। আমি যেই উত্তরটি আশা করেছি তা কিন্তু কেউই দেয় নাই। আসলে উত্তরটি একটা হেঁয়ালী ধরণের যা আমি আমার উত্তর কলামে দিয়েছি। গুরুত্বপুর্ণ বিষয়টি ধরিয়ে দিয়ে আপনার সুন্দর মতামতের জন্য আবারো শুভকামনা ও ধন্যবাদ জানাচ্ছি। ভালো থাকুন।

২২| ০১ লা জুন, ২০১৭ সন্ধ্যা ৬:২১

নতুন নকিব বলেছেন:



গুড!

০২ রা জুন, ২০১৭ দুপুর ১২:০২

মোঃ মঈনুদ্দিন বলেছেন: ধন্যবাদ। ভালো থাকুন।

২৩| ০২ রা জুন, ২০১৭ বিকাল ৪:২২

নতুন নকিব বলেছেন:



You are most welcome at my blog home.

Thanks again.

০২ রা জুন, ২০১৭ রাত ৯:৫৫

মোঃ মঈনুদ্দিন বলেছেন: My pleasure! In-sha-Allah I will visit your blog post very recently. Be happy bro.

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.