![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিঃসঙ্কোচে গাহিব সত্য ন্যায়ের গান। সত্য আর সুন্দরের সেবক। মা, মাটি আর দেশকে ভালবাসি।
বুঝে হাসতে নাই মানা!!
ছাত্রঃ স্যার, পরীক্ষাতো উপস্থিত ব্যাকরণ থেকে কী কী শিখব?
শিক্ষকঃ কারক, বিভক্তি আর সমাসটা দেখিও।
ছাত্রঃ আর কী দেখব স্যার?
শিক্ষকঃ লিঙ্গটা নেড়েচেড়ে দেখিও ধাতু আসলেও আসতে পারে!!
১৭ ই জুলাই, ২০১৭ রাত ১১:১৭
মোঃ মঈনুদ্দিন বলেছেন: ক্লাসটা পরিমল স্যার মার্কাই হতে পারে, যদি সাজেশনের ভাব প্রকাশটা এমনই হয়!!
তবে, ভাইজান এটা কিন্তু মাইন্ডে নিয়েন না। কারণ, পরীক্ষার সাজেশনটা এমনই।
ধন্যবাদ আপনার সপ্রতিভ মন্তব্যের জন্য।
২| ১৭ ই জুলাই, ২০১৭ রাত ১১:০৩
রাজীব নুর বলেছেন: হুম।
১৭ ই জুলাই, ২০১৭ রাত ১১:২০
মোঃ মঈনুদ্দিন বলেছেন: এটা শুধুই সাজেশন জোকস নয় কিন্তু!
৩| ১৭ ই জুলাই, ২০১৭ রাত ১১:০৮
আমি চির-দুরন্ত বলেছেন:
দারুন সাজেশন্স দিলেন তো স্যার।
১৭ ই জুলাই, ২০১৭ রাত ১১:২৫
মোঃ মঈনুদ্দিন বলেছেন: পরীক্ষায় কমন পড়বেই!!
ধন্যবাদ সাজেশন ফলো করার জন্য! আজকালকার পোলাপান তো!! সাজেশন ফলো করবেই? হি-হি-হি!!
৪| ১৭ ই জুলাই, ২০১৭ রাত ১১:১৯
অঞ্জন ঝনঝন বলেছেন: অসাধারণ পরিশ্রমসাধ্য ব্লগপোষ্ট। লেখকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের ভাষা খুঁজে পাচ্ছিনা। অনেক ধন্যবাদ আপনারে
১৭ ই জুলাই, ২০১৭ রাত ১১:৩০
মোঃ মঈনুদ্দিন বলেছেন: ধন্যবাদ বিষাদময় মন্তব্যের জন্য!! ভাষা খুঁজে না পেয়েও আপনার সপ্রতিভ ধন্যবাদ জ্ঞাপনে আমি আনন্দিত। এটা পরীক্ষার সাজেশনতো, অন্যভাবে না নিলেই ভালো হয়;
৫| ১৭ ই জুলাই, ২০১৭ রাত ১১:৪১
অঞ্জন ঝনঝন বলেছেন: কোনভাবেই নেই নাই। বিরক্ত লাগছে দেইখা, কাম না থাকলে অন্য কিছু করেন। এইরকম একখান কৌতুক দিয়া পোষ্ট বানায়া ব্লগ পাতা ভারী করার কি দরকার।
১৭ ই জুলাই, ২০১৭ রাত ১১:৪৯
মোঃ মঈনুদ্দিন বলেছেন: দুঃখিত আনন্দের বদলে বিরক্ত উৎপাদন করে আপনাকে ব্যাথা দেয়ার জন্য। কাজ করার মতো অনেক কাজই রয়েছে সেইসবই করছিলাম। এটা মূলতঃ একটা একজামিনেশন পোস্ট! গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে লেখা দিলাম ৩০ জন দেখেছে!!! আর ফাইজলামী করলাম দেখেন এটাতে বায়োলিংক?? এটাকে তাই, মন্দভাবে না নিয়ে জাস্ট হাল্কা ভাবেই নিবেন। ধন্যবাদ। ভালো থাকুন।
৬| ১৭ ই জুলাই, ২০১৭ রাত ১১:৪৭
দ্যা ফয়েজ ভাই বলেছেন: আরো কয়েকটা সম্মিলিত ভাবে দিলে ভালো হতো না?আরেকটু হাসতাম।
১৮ ই জুলাই, ২০১৭ বিকাল ৪:৫৭
মোঃ মঈনুদ্দিন বলেছেন: ধন্যবাদ ফয়েজ ভাই আপনার মতামতের জন্য। আসলে হাসাতে চাইনি, চেয়েছি ফাঁসাতে!তাই, বড় করিনি। ভালো থাকুন।
৭| ১৮ ই জুলাই, ২০১৭ সকাল ১০:১৪
টারজান০০০০৭ বলেছেন: যদি মন্দের সাথে না খেলিগো লুকোচুরি ভালো থাকি পুরোপুরি।
মন্দের সাথে লুকোচুরি খেলিলেন , এখন কেমন আছেন ?
১৮ ই জুলাই, ২০১৭ বিকাল ৪:৪২
মোঃ মঈনুদ্দিন বলেছেন: ধন্যবাদ প্রিয় বনের রাজা টারজান ভাই আপনার গঠনমূলক সমালোচনার জন্য। আমি কিন্তু মন্দের সাথে লুকোচুরি খেলিনি; কেন এমন বলছি? কারণ, এটা ছিলো একটা পিওর কৌতুক। যেখানে কথাগুলো এমনভাবে বলা হয়েছে যেন মনে হয় নোংরা উদ্দেশ্যেই লিখা, সত্যিই কী তাই? এরকম আরো কৌতুকই রয়েছে যেসবের প্রায়োগিক বক্তব্যগুলো এমনই যেন নোংরা কিছুকে ইন্ডিকেট করা হচ্ছে। অথচ, বাস্তবে তা নয়। এখানে ব্যবহৃত 'লিঙ্গ' শব্দটি দ্বারা ব্যকরণের লিঙ্গান্তরের ঐ পাঠের উল্লেখিত 'লিঙ্গ'।।ভালো থাকুন।
©somewhere in net ltd.
১|
১৭ ই জুলাই, ২০১৭ রাত ১১:০২
মার্ক জুকারবার্গ বলেছেন: শিক্ষকঃ লিঙ্গটা নেড়েচেড়ে দেখিও
ধাতু আসলেও আসতে পারে!!

এটা নিশ্চয় পরিমল স্যারের ক্লাস ছিল। কেউ আমারে মাইরা ফালা।