![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিঃসঙ্কোচে গাহিব সত্য ন্যায়ের গান। সত্য আর সুন্দরের সেবক। মা, মাটি আর দেশকে ভালবাসি।
এই ২০ তলা বিশিষ্ট দালানেই দেশের ভাগ্য আর দুর্ভাগ্যের যাবতীয় গড়াপেটা হয়, অথচ এসবের বিচার নাহি হয়!!
দেশের ৯০% শিক্ষা প্রতিষ্ঠান বেসরকারী; এর সংখ্যা প্রায় ২৬ হাজার(শুধু মাত্র এমপিও ভুক্ত) আর শিক্ষক-কর্মচারী=৫লক্ষ, তাছাড়া শিক্ষার্থী ১,৩৬,৮৯০৫৫ জন। অন্যদিকে বেসরকারী কলেজ ৩১৯টি এবং হাইস্কুল ৩২৭টি। এগুলোর শিক্ষক মাত্র ২২,০০৫ জন আর শিক্ষার্থী ১৬,৯৩৬৭৩ জন।। যাদের অবদান সবচেয়ে বেশী তাঁদের আজ দূর্দশার কোন শেষ নেই।
পুরোটাই জোকস্
??? বেসরকারী শিক্ষকগণ এতই বেদরকারী যে এক মাসের মান্থলী পে অর্ডার এর জন্য অপেক্ষা করতে হয় আরেক মাসের ২০/২১ তারিখ পর্যন্ত!!
??? শুধু বেসিক বেতনটাই ইনারা পান। অন্যান্য সুযোগ সুবিধা দুরাশা!!
??? ঈদ বোনাস মাত্র বেসিকের ২৫% তাও আবার ঈদের আগে পাওয়া কষ্টকর হয়ে যায়!!!
??? বার্ষিক ইনক্রিমেন্ট!! দেওয়ার প্রয়োজনীয়তাটুকু ও কেহই বুঝতে পারে না!!! বেদরকারী শিক্ষক-কর্মচারীদের কী এসব দিতে হয়? স্বয়ং অর্থমন্ত্রী ও জানেন না??? দিবেন কী না; তাও বলেন না!!
অথচ____
** দেশের উন্নতির জন্য চাই শিক্ষা আর প্রকৌশলের উন্নয়নের তথা তৈরি করা প্রয়োজন দক্ষ মানব সম্পদ।।
** আধুনিক শিক্ষা-প্রকৌশলের সুফল তরান্বিত করতে দরকার একদল সন্তুষ্ট সুদক্ষ শিক্ষক।।
তাহলে, দেশের উন্নয়নে ব্যপক অবদান রেখে যাচ্ছে সেসব শিক্ষক-কর্মচারী তাঁদের দমিয়ে রেখেছে যেসব আমলা আর আমলাতান্ত্রীক জঠিল-কূটিলতাগুলো এসবের কী কোন হিল্লে হবে না বা এদের কী কোন জবাবদিহিতা সম্মুখে পড়তে হবে না???
এসবের জবাব নাই??? তাই না?? তাইতো চিন্তায় পড়িল হরলাল----------------------------!!!!
নোটঃ ছবি কার্টিসিঃ ইন্টারনেট, নিউজ ও রিপোর্টসঃ ব্যানবেইস ও সংবাদপত্র।।
২২ শে জুলাই, ২০১৭ রাত ৯:২৪
মোঃ মঈনুদ্দিন বলেছেন: ধন্যবাদ আপনার সপ্রতিভ সুন্দর মন্তব্যের জন্যে। তবে, আপনার এবং সিনিয়র ব্লগারবৃন্দের কাছে আরো বেশী কিছু তথ্যবহুল মতামত আশা করে আছি। ধন্যবাদ ভালো থাকুন।
২| ২৩ শে জুলাই, ২০১৭ ভোর ৪:৪৯
মুস্তাফিজুর ২৪৭ বলেছেন: অনেক ভাল লাগল ভাই আপনার আই লেখাটা পড়ে….বর্তমান সময়ের অনেক গুরত্তপুরন একটি বিষয় তুলে ধরেসেন। আপনার লেখাটা আরও একবার মনে করিয়ে দিল যে আম্ইরা কোথায় বাস করছি.।.।.।.। এজন্যই এই সাইটের পোষ্টগুলি আমার খুব ভালো লাগে।
আইন বিসয়ক সব রকম প্রশ্নের উত্তর পেতে ঘুরে আসুন<<< http://bdlawforum.com' target='_blank' >law forum bd
২৩ শে জুলাই, ২০১৭ বিকাল ৫:৩৬
মোঃ মঈনুদ্দিন বলেছেন: ধন্যবাদ আপনার সুন্দর মতামতের জন্য। কিন্তু দুঃখের বিষয় কাজের পোস্টে কারো কোন অংশগ্রহণ খুব একটাতো দেখা যাচ্ছেনা। অবশ্যই আপনার ব্লগ ভিজিট করবো। ভালো থাকুন।
৩| ২৩ শে জুলাই, ২০১৭ দুপুর ১২:৪৪
কলম-বাঁশ বলেছেন: দেশের কর্ণধারদের এসব দিকে দৃষ্টি দেয়া উচিত।
২৩ শে জুলাই, ২০১৭ বিকাল ৫:৩৮
মোঃ মঈনুদ্দিন বলেছেন: ধন্যবাদ আপনার মতামত ও সহমত পোষনের জন্য। আফসোস! যেসব প্রশ্নের জবাব খুঁজতে পোস্টটি লিখলাম সেসবের জবাবতো পাইনি আর কোন অংশগ্রহণও দেখলাম না।।
©somewhere in net ltd.
১|
২২ শে জুলাই, ২০১৭ রাত ৯:১৯
চাঁদগাজী বলেছেন:
বাংলাদেশের মতো গরীব দেশে বেসরকারী ইউভার্সিটি করার লাইসেন্স দেয়া ছিল ক্রিমিনাল কাজ।