নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সত্য আর মিথ্যাকে এক করি না। যারা অসত্য দিয়ে সত্যকে ঢাকতে চায়; তাদের সঙ্গ ধরি না। নতুন যে কোন কিছু শিখতে ভালো লাগে। কেউ কিছু শিখতে চাইলে সম্ভব সাধ্যমতো চেষ্ঠা করি। প্রযুক্তির উৎকর্ষতাকে কাজে লাগিয়ে আধুনিক জ্ঞানে দক্ষতা অর্জন করতে চাই।

মোঃ মঈনুদ্দিন

নিঃসঙ্কোচে গাহিব সত্য ন্যায়ের গান। সত্য আর সুন্দরের সেবক। মা, মাটি আর দেশকে ভালবাসি।

মোঃ মঈনুদ্দিন › বিস্তারিত পোস্টঃ

দয়া করে বলবেন কী?

২৫ শে জুলাই, ২০১৭ বিকাল ৫:০৫

সাম্প্রতিক একটা পোস্ট লিখলাম "বৈজ্ঞানিক দৃষ্টিতে মানব দেহের বাজার মূল্য" এই শিরোনামের। কিন্তু লেখাটির পোস্টিং সম্পন্ন হচ্ছেনা। কিন্তু কেন? পোস্টে কোন অবজ্ঞা বা অবহেলা করে কিছু লিখিনি। তাছাড়া আমি সেফ জোনে আছি। অসংখ্য বিশৃংখলা সৃষ্টিকারী লেখাও ব্লগে রিসিভ হয়। অনেক বাজে লেখাও রিসিভ হয়। আমারটা একটা অনুসন্ধানধর্মী পোস্ট। মূলত কিছু প্রশ্নের জবাব খুঁজতে গিয়ে এটা লিখা। আমি কোন ভালো মানের ব্লগার না। না কোন সেলিব্রেটি। তবে আঁতেল নই এটা সত্যি। কারো যদি সদুত্তর জানা থাকে দয়া করে জানাবেন কেন এমন হয়। অনুরোধ রইলো। সবাই ভালো থাকুন।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৫ শে জুলাই, ২০১৭ বিকাল ৫:২৩

চাঁদগাজী বলেছেন:


"অসংখ্য বিশৃংখলা সৃষ্টিকারী লেখাও ব্লগে রিসিভ হয়। অনেক বাজে লেখাও রিসিভ হয়। আমারটা একটা অনুসন্ধানধর্মী পোস্ট। "

-মনে হচ্ছে, আপনার পোস্ট এডিট করতে হবে: কিছু বাজে জিনিষ যোগ করে দেন, যাতে বিশৃংখলা সৃষ্টি করতে পারে।

২৫ শে জুলাই, ২০১৭ রাত ৯:৫০

মোঃ মঈনুদ্দিন বলেছেন: আপনার মতামতের জন্য ধন্যবাদ। আমি আমার বক্তব্য এক্সপাঞ্জ করছি। আসলে আমার মনটা ভালো নেই। গুরু আপনি সেই আপনার স্টাইলেই জবাব দিলেন। ধন্যবাদ।

২| ২৫ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:৪৬

নতুন বলেছেন: কিন্তু লেখাটির পোস্টিং সম্পন্ন হচ্ছেনা। কিন্তু কেন? পোস্টে কোন অবজ্ঞা বা অবহেলা করে কিছু লিখিনি। তাছাড়া আমি সেফ জোনে আছি।

পোস্টিং হচ্ছেনা মানে ঠিক মতন লিখতে পারেনাই। মানে লিংখ বা এমন কিছু আছে যার জন্য পোস্টটি অটোমেটিক পোস্ট হচ্ছেনা।

এর জন্য না জেনেই চিল্লাপাল্লা করছেন কেন? আগে জিঙ্গাসা করুন জানুন... তারপরে কাউকে দোষ দেবেন।

যদি পোস্ট করার পরে সরিয়ে দেয় সেটা মডারেটের কাজ এবং তার পেছনেও আসলে কিছু কারন থাকে... তারা পুরুপুরি অযৌক্তিক ভাবে কিছুই করেনা।

গত ১১ বছরে আমার কোন পোস্ট মডারেটরা সরিয়েছে বলে মনে পড়ছেনা। কারন আমি এমন কিছুই লিখিনাই যেটা অন্যকে আঘাত করে বা নিয়ম ভাঙ্গে...

সমস্যা হলে জিঙ্গাসা করুন... তারপরে পোস্ট করুন.... শুধুই কাউকে দোষ দেবেন না।

২৫ শে জুলাই, ২০১৭ রাত ১০:০৪

মোঃ মঈনুদ্দিন বলেছেন: ধন্যবাদ আপনার নার্ভ নাড়িয়ে দেয়ার মতো উত্তরের জন্য। সত্যিই আপনার তীব্র রাইট জ্যাব আমার গাল থুবরে দিয়েছে।

পোস্টিং হচ্ছেনা মানে ঠিক মতন লিখতে পারেনাই। মানে লিংখ বা এমন কিছু আছে যার জন্য পোস্টটি অটোমেটিক পোস্ট হচ্ছেনা।

এর জন্য না জেনেই চিল্লাপাল্লা করছেন কেন?

সত্যিই তাই কিছু একটা ঘটছে কিন্তু সেটা যে কী তাইতো ধরতে পারছি না। জবাবতো পাইলাম, তবে এভাবে কেউ জবাব আশা করেনা। আপনারা সিনিয়র যারা রয়েছেন তারা নতুন বা কাঁচাদের শিখিয়ে পড়িয়ে দিবেন। এক্ষেত্রে আপনার শিক্ষক সূলভ আচরণটাই ছিলো দরকারী। আমি না হয় ভুল করেছি এবং চিল্লাপাল্লা করছি তাই বলে কী এই ভাষায় কেউ কাউকে শেখায়? আমার এইভাবে জানতে চাওয়া অন্যায় হয়েছে সেই জন্য ক্ষমা চাইছি সকলের কাছে।।
ব্লগে এই বার নিয়ে দুটো লিখা সাবমিটে প্রব্লেম হলো তাই কারো পরামর্শ চাওয়া। দুঃখিত আমিও কতটুকু শ্লেষ ঝেরেছি। মাপ করবেন। তবে হ্যাঁ, এখন শিখে নেব।।
জিজ্ঞাসা করে হেল্প অপশনে গেলাম ওখানে যেকোন কারণেই হোক প্রশ্ন সাবমিট হচ্ছে না।।
মনে হচ্ছে আমার মাথাই ঠিক মতো কাজ করছে না।

৩| ২৫ শে জুলাই, ২০১৭ রাত ১১:৪৮

নতুন বলেছেন: আমি দুক্ষিত একটু কড়া ভাবে বলার জন্য।

আপনি যেই ভাবে বলেছেন তাতে আপনি নিজের সমস্যার দিকে না তাকিয়ে অন্যের দোষ দেখতে চেয়েছেন বেশি....

সেই জন্যই বিষয়টা ভালো লাগেনাই।

আপনি যদি জানতে চাইতেন অবশ্যই অনেকেই আপনাকে সাহাজ্য করতো। এখানে বেশির ভাগই খুবই ভালো মানুষ ব্লগিং করে।

কয়েক জনের সাথে ব্যাক্তিগত ভাবে পরিচিত হয়েছি যারা খুবই চমতকার মানুষ।

লিখুন হাত খুলে... এবং ব্লগিং করুন ..

২৫ শে জুলাই, ২০১৭ রাত ১১:৫৮

মোঃ মঈনুদ্দিন বলেছেন: ধন্যবাদ ফিরতি মন্তব্যের জন্য। না, আপনার দুঃখিত হবার প্রয়োজন নেই। আসলে ভুলটা আমারই। আমি একচোখা পদ্ধতি অবলম্বন করা ঠিক হয়নাই। দুঃখিত! হ্যাঁ, 'সামু'তে ভালো ব্লগারের সংখ্যাই বেশী। আমি আসলে কাউকে আঘাত দিতে কথাগুলো বলিনি। মাঝে মধ্যে কিছু পোস্ট ফার্স্ট পেজে যাচ্ছিলোনা। মনে হচ্ছে লেখার কোয়ালিটি ভালো হচ্ছেনা। আপনারা সিনিয়র আপনাদের উপর কথা চলেনা। তাই, ক্ষমা করবেন। ধন্যবাদ ভালো থাকুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.