![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিঃসঙ্কোচে গাহিব সত্য ন্যায়ের গান। সত্য আর সুন্দরের সেবক। মা, মাটি আর দেশকে ভালবাসি।
ইন্টারভিউ চাকুরী নিশ্চিত হবেই!!
INTERVIEW
ইন্টারভিউয়ারঃ আপনার 'সিভি'তে দুই বছরের গ্যাপ দেখা যাচ্ছে!
কেন্ডিডেটঃ আমি জেল-হাজতে ছিলাম।
ইন্টারভিউয়ারঃ কেন?
কেন্ডিডেটঃ আমি ঐ লোককে খুন করেছিলাম যে বলেছিল-" আমরা আপনাকে পরে ডাকবো।"
ইন্টারভিউয়ারঃ স্বাগতম হে আবেদনকারী আপনার চাকুরী হয়ে গেছে।
ধন্যবাদঃ শাওন দে(লিঙ্কেড ইন), ছবি কার্টিসিঃ ইন্টারনেট অ্যান্ড মী।।
০৭ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:৫০
মোঃ মঈনুদ্দিন বলেছেন: অরিব্বাপ্স্! ও কাজটি যেন করতে যাবেন না! তবে, ঘুষ মুক্ত চাকুরীর জন্য বোধহয় এই ভয় দেখানোর ফরমুলা ছাড়া বিকল্প কোন কিছু বাংলাদেশে নাই অন্তত!! ভালো থাকবেন আর খুন খারাবির চিন্তার জাংক ফাইলটি ডিলিট করে দিন।। ধন্যবাদ।
২| ০৭ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:৫০
চাঁদগাজী বলেছেন:
বাংলাদেশে সরকারী চাকুরী পেতে হলে, মাথা খাটানোর দরকার, শক্তি খাটানোর দরকার।
০৭ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:৫২
মোঃ মঈনুদ্দিন বলেছেন: এদেশে মামা আর কাকা ছাড়া যেহেতু চাকুরী হয় না তাই শক্তি আর বুদ্ধি খাটানোটা জরুরী। সহমত। ধন্যবাদ ভালো থাকুন।
৩| ০৭ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:৩৭
নীলপরি বলেছেন: কিন্তু হাসির কারণটা বলে দিলেন কেনো ?পাঠক তো নিজেই বুঝে নিয়েছিল ।
০৭ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:৫৬
মোঃ মঈনুদ্দিন বলেছেন: দুঃখিত আপু কাজটি ঠিক হয় নাই। ডিলিট করে দিয়েছি। সত্যিই পাঠকের জন্য কিছু না রেখেই সব শেষ করে দিয়েছিলাম। মনে থাকবে সামনের পোস্ট গুলোর জন্য পদ্ধতিটা জানা রইলো। ভালো থাকুন। আনন্দময় হোক পথচলা। ভালো থাকুন।
৪| ০৭ ই আগস্ট, ২০১৭ রাত ৯:০৩
শাহরিয়ার কবীর বলেছেন: বাহ!!!!!!!!!!!!! দারুণ !!!!!!!!!!!!! মজা পেলাম !!!
০৭ ই আগস্ট, ২০১৭ রাত ৯:০৭
মোঃ মঈনুদ্দিন বলেছেন: প্রিয় কবি ভাই আপনার মন্তব্যে আমিও বেশ মজা পেলাম। তবে, ইমোজির জিহবা বেড়িয়ে গেলো যে? ভালো থাকুন।
৫| ০৭ ই আগস্ট, ২০১৭ রাত ৯:০৯
শাহরিয়ার কবীর বলেছেন:
হা হা হা ............. আরো দিলাম !!!
ভালো আছেন নিশ্চয় !!!!!!!!!!!!!
০৭ ই আগস্ট, ২০১৭ রাত ৯:৩১
মোঃ মঈনুদ্দিন বলেছেন: কী হচ্ছে এসব কবি ভাই? আমারো ব্যপক হাসি পাচ্ছে এবার!
৬| ০৭ ই আগস্ট, ২০১৭ রাত ৯:৪৫
শাহরিয়ার কবীর বলেছেন: বিরক্ত হলে আর দিবো না ভাই !!! আমি সবসময় হাসিখুশি থাকতে ভালোবাসি !!!!!!!!!!
০৮ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:৩৪
মোঃ মঈনুদ্দিন বলেছেন: হা হা হা হা-
আমিও হাসি খুশি থাকতে ভালবাসি। আমি বিরক্ত হইনি ভাই। জাস্ট জোকিং!
©somewhere in net ltd.
১|
০৭ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:৩২
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
আমিও একদিন সাহস করে মেরে ফেলব