![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিঃসঙ্কোচে গাহিব সত্য ন্যায়ের গান। সত্য আর সুন্দরের সেবক। মা, মাটি আর দেশকে ভালবাসি।
বারবার একুশ আসে
মোঃ মাঈনউদ্দিন
বারবার একুশ আসে-
যুগ যুগান্তরে সময়ের নির্দিষ্ট অন্তে,
পুরনো স্মৃতি স্মরণ করিয়ে,
নতুন খবর জানতে।
বারবার একুশ আসে-
ঋতুরাজ বসন্তে,
সবুজাচ্ছাদিত পল্লব গুচ্ছে ঢাকা,
শত কুসুম বৃন্তে।
বারবার একুশ আসে-
জুঁই, হাসনাহেনা, গোলাপের ঘ্রাণেতে,
রাসায়নিক কটু গন্ধের মাঝে,
সুস্থ্য বাতাসে প্রাণ জুড়াতে।।
বারবার একুশ আসে-
বঙ্গের সব কোণ প্রান্তে,
সহিংসতা, অনাচার আর দলাদলি ভুলে,
সাম্য-ভ্রাতৃর প্রভাত মিছিলে এক হতে।।
বারবার একুশ আসে-
ঘুণে ধরা সমাজের প্রাণেতে,
মাতাল সমাজের নেশাচ্ছন্নতা কাটিয়ে,
নব উজ্জীবনের প্লাবণে ভাসাতে।।
বারবার একুশ আসে-
অপসংস্কৃতির এ যুগেতে,
পপ্, রক্ এর উম্মত্ততা ছেড়ে,
ভাওয়াইয়া, মুর্শিদি গান শুনাতে।।
শুধু শুনিয়েই যায়!!
বারবার একুশ আসে-
এসেছেও আবার; আসবেও বারংবার,
কিন্তু, যে জন্যে এ শোকসভা, এ অর্জন-
ভুলি কেন মোরা? তবে, ভুলাই কী মোদের ধর্ম
কেবল পালনেই সব, লালনে নয় কেন?
নোটঃ গল্প-কবিতা বিভাগে প্রকাশের পর। কবিতাটির নাম' " আবার একুশে এলো" পরিবর্তন করে "বারবার একুশ আসে" রাখা হলো শুধু সময়ের দাবীর নিরীখে।। ধন্যবাদ।
২১ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৭:৪৭
মোঃ মঈনুদ্দিন বলেছেন: মহান মাতৃভাষা দিবসের এত বর্ষ উদযাপন অন্তেও আমরা বাংলা বলা ও লিখা শিখতে পারিনি। এটা চরম ব্যর্থতা ছাড়া আর কী? এই কথাটি রুঢ় সত্য হিসেবে ধরা দেয় যখন আমি নিজে নিজেই উপলব্দি করি আমার নিজেকে দিয়ে। বাংলা লিখার সময় পর্যাপ্ত ভুল আমার থেকে যায় সব সময়ই। তবে, আফসোস করা ছাড়া আমার আর করার কীইবা আছে? সীমাবদ্ধতার কারণে আমি নিজে যেমন ভালো বাংলা পারি না, মনে হয় অন্যদের ক্ষেত্রেও তাই হবে। অবশ্য আমাদের আন্তরিকতার অভাব প্রকট হেতু এ সমস্যা আরো খারাপ হচ্ছে। ধন্যবাদ আপনাকে আমার অপটু হাতে, ভুলে ভরা লেখায় আপনার মূল্যবান মতামতের জন্য। ভালো থাকুন।
২| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১২:৩৬
শাহিন বিন রফিক বলেছেন: আমাদের এখনো অনেক অর্জন বাকী আছে। আপনার কবিতা খুব ভালো হয়েছে।
২১ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৭:৪৯
মোঃ মঈনুদ্দিন বলেছেন: ধন্যবাদ আপনাকে আপনার সুন্দর মতামত জানানোর জন্য। আপনাকে মহান শহীদ দিবসের শুভেচ্ছা। ভালো থাকুন।
৩| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১:২৩
দিশেহারা রাজপুত্র বলেছেন: স্মরণ আর নিরীখে... বানানা দু'টো এমন হবে সম্ভবত। সেক্ষেত্রে ঠিক ক'রে নিয়েন।
২১ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৭:৫৪
মোঃ মঈনুদ্দিন বলেছেন: ধন্যবাদ ভাই আপনার সুন্দর মতামতের জন্য। বানান দুটি ঠিক করে নিয়েছি (স্মরণ ও নিরীখে)। সুন্দর সমাধানের জন্য আপনাকে আবারো অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা। মহান মাতৃভাষা দিবস সফল ও সার্থক হোক।
৪| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ২:২২
নূর-ই-হাফসা বলেছেন: দারুন লিখেছেন
২১ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৭:৫৫
মোঃ মঈনুদ্দিন বলেছেন: ধন্যবাদ। মহান মাতৃভাষা ও শহীদ দিবস সফল ও সার্থক হোক। আপনাকে মহান ভাষা দিবসের শুভেচ্ছা।
©somewhere in net ltd.
১|
২১ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১২:২৯
চাঁদগাজী বলেছেন:
একুশে ফেব্রুয়ারী এসেছে ৬৫ বার, এখনো শতকরা ৪০ ভাগ বাংগালী বাংলা লিখতে ও পড়তে পারে না; পাকীরা চলে গেছে ৪৭ বছর আগে, এখন বাংলা শিখাতে কে বাধা দিচ্ছে? পাকিদের বন্ধুরা ক্ষমতায় রয়ে গেছে!