নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সত্য আর মিথ্যাকে এক করি না। যারা অসত্য দিয়ে সত্যকে ঢাকতে চায়; তাদের সঙ্গ ধরি না। নতুন যে কোন কিছু শিখতে ভালো লাগে। কেউ কিছু শিখতে চাইলে সম্ভব সাধ্যমতো চেষ্ঠা করি। প্রযুক্তির উৎকর্ষতাকে কাজে লাগিয়ে আধুনিক জ্ঞানে দক্ষতা অর্জন করতে চাই।

মোঃ মঈনুদ্দিন

নিঃসঙ্কোচে গাহিব সত্য ন্যায়ের গান। সত্য আর সুন্দরের সেবক। মা, মাটি আর দেশকে ভালবাসি।

মোঃ মঈনুদ্দিন › বিস্তারিত পোস্টঃ

বিডিআর মিউটিনি! শোক, ব্যর্থতা আর চরম ক্ষতির ৯ বছর।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:৩৭

আসল হন্তারকরা কই মা?


শোকে ম্যূহমান শহীদ বাহকগণের কান্নার দৃশ্য
কী অশনি সংকেত দেয়;
তুমি কী বুঝেছ হে দুঃখিনি মা জন্মভূমি আমার?
নিশ্চয়ই তুমি থমকে গেছ,
চমকে গেছ!
তোমার পাষাণ সন্তানদের পাষন্ডতা দেখে!
মূষড়ে পড়েছ?
হ্যাঁ, তাতো অবশ্যই। কারণ,
তুমিতো মা! মায়ের সন্তান হারানোর ব্যথা কী
ব্যক্ত করার কোন ভাষা আছে?
কিন্তু, মা! তুমি বোধহয় এ জানোনা
এ কী শুধু অধিকার আদায়ের দাবীতে এতগুলো
অমূল্য প্রাণের বিনাশ?
না কী কোন প্রাগতৈহাসিক জান্তব শকুন আর
পিশাচের নিষ্ঠুর ইশারায়?
জানো না? না, আমিও জানি না,
কিন্তু, একদিন এর সত্যটা ঠিকই প্রকাশিত হবে!
হতেই হবে! কারণ, এটাকে বলে বোধহয়-
প্রকৃতির বিচার? হ্যাঁ, প্রকৃতির নিয়মেই যার বিচার হবে,
বরাবরের মতোই তো তাই হয়েছে, হবে!!




পিলখানায় বিডিআর বিদ্রোহের নামে নারকীয় হত্যাযজ্ঞের ন'বছর পূর্ণ হলো আজ। ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি, তখনকার বিডিআর সদরদপ্তরে সংঘটিত হয়, বর্বরোচিত এক হত্যাকাণ্ড। ওই ঘটনায় ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৪ জন নিহতের ঘটনায় কেঁপে উঠেছিলো গোটাদেশ।

ছবিঃ অন্তর্জাল।

মন্তব্য ১৮ টি রেটিং +০/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:৪৬

চাঁদগাজী বলেছেন:


যেই দেশে সেনাবাহিনীর এই দশা, সেখানে আমরা টিকে আছি, আমরা তেলেপোকা থেকেও শক্ত প্রাণী

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:৫৬

মোঃ মঈনুদ্দিন বলেছেন: সত্য কিন্তু তিক্ত! আমরা তেলাপোকা থেকেও শক্ত প্রাণী! হ্যাঁ, এটাই চরম বাস্তবতা! যে দেশে সেনাবাহিনীর মতো সুপার ট্রেইন্ডের বাঁচার আশা নেই এইটুকুনও, সেখানে আমরা কী?

২| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:৫৮

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: নাহ মন্তব্য করতে এলেই শ্রদ্ধেয় গাজী।

আসল রুই-কাতলারা আজো ধরাছোঁয়ার বাইরে। শাস্তি পাবে শুধু নন্দঘোষেরা।

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১২:০০

মোঃ মঈনুদ্দিন বলেছেন: ধন্যবাদ আপনার সপ্রতিভ মন্তব্যে। হ্যাঁ, ব্লগে চির যুবা ব্লগার একজনই জনাব গাজী সাহেব। উনার সরব উপস্থিতি ব্লগকে এখনো সজিব রেখেছে। আসল রুই কাতলারা গভীর জলেই চরেন, আর ডাঙায়তো আসেনই না। সুতরাং যত শাস্তি অপবাদের গন্তব্য ওই নন্দঘোষেরাই।

৩| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১২:৩৯

নীলপরি বলেছেন: ঘটনাটা কবিতায় খুব ভালোভাবে ফুটিয়ে তুলেছেন ।

০৮ ই মার্চ, ২০১৮ রাত ১১:৪৫

মোঃ মঈনুদ্দিন বলেছেন: ধন্যবাদ আপু। আসলে ভাব আর ভাবনা যখন খেই হারায় তখন আর নতুন কিছুই সৃজন হয় না। ভালো থাকুন।

৪| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১২:৫৪

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: বিচক্ষণ জবাব। ধন্যবাদ।
ব্লগে বটবৃক্ষের সংখ্যা দিনদিন কমে যচ্ছে।
নতুনেরা সমস্যাগুলো সেরকম ধরতে পারছে না। পারলেও মনমতো লিখতে পারছেনা। পুরনো চাল ভাতে বাড়ে আর "বয়সে অভিজ্ঞতা বাড়ে" কথাটা আসলেই সত্যি।

০৮ ই মার্চ, ২০১৮ রাত ১১:৪৮

মোঃ মঈনুদ্দিন বলেছেন: ধন্যবাদ। সত্যিই তাই। বটবৃক্ষের সংখ্যা ক্রমেই কমে যাচ্ছে। যারাও বা রয়েছেন তেমন সরব নহেন তাদের উপস্থিতি। আর নতুনদের কথাতো আপনি বললেনই। তবে, জনাব গাজী সাহেবের জন্য শুভকামনা। ভালো থাকুন।

৫| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:১৫

রাজীব নুর বলেছেন: সুন্দর প্রকাশ।

০৮ ই মার্চ, ২০১৮ রাত ১১:৫২

মোঃ মঈনুদ্দিন বলেছেন: ধন্যবাদ। আসলে মনের অব্যক্ত বেদনাগুলোই লিখতে চেয়েছি কিন্তু পুরোটা আসেনি কারণ, অল্প শোকে কাতর আর ক্রমাগত অধিক শোকে পাথর হয়ে গেছে বিবেক আর বোধ। ভালো থাকুন।

৬| ১০ ই মার্চ, ২০১৮ রাত ২:৫৩

অনল চৌধুরী বলেছেন: যেই দেশে সেনাবাহিনীর এই দশা, সেখানে আমরা টিকে আছি, আমরা তেলেপোকা থেকেও শক্ত প্রাণী কথাটিা ঠিক না।তারা লড়াই করার কোন সুযোগ পায়নি।ডিএ তায়েব সব কিছু গোপন রেখে বিদো্রহীদের হঠাৎ আক্রমণ করার সুযোগ করে দিয়েছিলেঅ।সেনারা ২০ বছর ধরে সন্তু চাকমার সন্ত্রাসীবাহিনীর বিরুদ্ধে দুর্গম পাহাড়ি এলাকায় লড়ে পার্বত্য চট্রগামকে বিচ্ছিন্ন হওয়া থেকে রক্ষা করেছে।লড়াই করার সুযোগ পেলে বিদ্রোহীরা তাদের কিছুই করতে পারত না।

১১ ই মার্চ, ২০১৮ রাত ১:০২

মোঃ মঈনুদ্দিন বলেছেন: ওপেন ফিল্ডে ওয়ার স্ট্র্যাটিজি যা তা কী ইন্টেলেকচুয়াল পর্যায়ে যায়? সেনা সদস্যরা অনেক দক্ষ আর স্ট্র্যাটিজিক আবাউট অল এভাব কিন্তু হলোটা কী? বেঘোরে প্রাণ হারালো অমুল্য কতগুলো প্রাণ! টেকনিক্যালি এত উয়িক হলেতো আমরা সাধারণ পাবলিক এর কী অবস্থা হবে? দেশের ভিতর আন্ডার কভার গোয়েন্দারা তাহলে করছে টা কী? নিশ্চয়ই এখানে অন্য কিছু ঘটেছে? কিন্তু আমার প্রশ্নও সেখান ভাই। দেশের প্রতিটি অঘটনের পিছনে মহা ধুরন্ধর কোন অপশক্তি কাজ করে যাচ্ছে অত্যন্ত কুট-কৌশলে বহুকাল যাবৎ। অথচ আমরা এখনো এর বিষয়ে ওয়াকিবহাল নই এটাই চরম হতাশা আর আফসোসের বিষয়। সেনা বাহিনীর অবদানের কথা অস্বীকার করি না তবে, এখানে বলা হচ্ছে ভিন্ন কিছু যা একটু গভিরভাবে ভাবলেই বুঝে যাবেন।।
ধন্যবাদ।

৭| ১১ ই মার্চ, ২০১৮ রাত ৩:০৩

অনল চৌধুরী বলেছেন: এখন তো আবার সেনাদের বীরত্ব বাদ দিয়ে অন্য আলোচনা গোয়েন্দা ব্যর্থতার মতো অন্য প্রসঙ্গে চলে গেল।
বিশ্বাসঘাতকরা ১৫ আগষ্ট ঘটিয়েছে,বিডিআর ষড়যন্ত্র তো তাদের কাছে কিছুই না।

১৩ ই মার্চ, ২০১৮ রাত ৯:৪৯

মোঃ মঈনুদ্দিন বলেছেন: দুঃখিত ভাই কী বলতে কী বলি আর কী লিখে ফেলি! আমার ভাবনা সোজা খুবই সোজা। এইসব অঘটন নয় বা দূর্ঘটনা ও নয় এসব হচ্ছে সুস্থ্য মস্তিষ্কে অসুস্থ্য কিছু অমানুষের কাজ। এখন কথা হচ্ছে এরা কারা? আপনি কী নিশ্চিত তাদের পরিচয় সম্পর্কে? আমাদের দেশের সেনারা খুবই দক্ষ এতে আমি কোন দ্বিমত করি না কিন্তু উনাদের দক্ষতার মাপকাটি কার কাছে? আপনার কাছে নিশ্চয়ই?
১৫ আগস্টের ঘটনা কারা ঘটিয়েছে ভাই?
আপনিও দেখছি উল্টোরথে হাঁটছেন! ৪০০০ কোটি টাকা কিছুই না? বিডিআর ষড়যন্ত্র তো তাদের কাছে কিছুই না? তাদের এরা কারা? জাতি জানতে চায়।
সব সত্য একদিন প্রকাশিত হবে। টাইম ইজ দ্য গ্রেট হীলার!
ভাইজান, সমযোতায় মুক্তি তর্কে বহুদূর! আসুন দেশের কল্যাণার্থে বিতর্ক ভুলে ঐক্যবদ্ধ হই। ভালো থাকুন।

৮| ১৩ ই মার্চ, ২০১৮ রাত ৩:০১

অনল চৌধুরী বলেছেন: কথা না বুঝলে তো অার তর্ক করা যায় না।
১৫ই আগষ্ট মুজিবের মতো নেতা ও ক্ষমতাসীন রাষ্ট্রপতিকে সপরিবারে হত্যা করা হয়েছিলে।সে তুলনায় বিডিআর হত্যাকান্ডে নিহতদের ব্যাক্তিগত পরিচয় কোন স্থানে?এর সাথে ৪০০০ কোটি টাকা কিছুই না?-এরকম শিশুসুলভ উক্তি করছেন কেন?
আগে ১০ বছর আরো ভালো করে পড়াশোনা করেন।মনে স্থিরতা আনেন।তারপর লেখালেখি করেন।।

১৩ ই মার্চ, ২০১৮ রাত ১০:১৯

মোঃ মঈনুদ্দিন বলেছেন: ভাইজান, আমি আপনার মতো এতবড় জ্ঞানী নই। এত বেশী স্টাডি করার সময়ও নাই। আগে যা পড়েছিলাম তা দিয়ে জোড়া তালি দিয়ে চলছি। আমি আপনার সোফিস্টিকেটেড অড থিউরি বুঝিনাই কারণ, আমার জ্ঞানের অপর্যাপ্ততা। তবে, কিছু কিছু পড়ছি আর আরো পড়ব এখন থেকে। ১০ বছর কেন আরো ২০ বছর পড়েও কিছু লাভ নেই।
বঙ্গবন্ধুর সপরিবারে হত্যার কারণে জাতির যে ক্ষতি হয়েছে তা অপূরণীয় কিন্তু আপনি তার সাথে এতগুলো অফিসারের হত্যাকান্ডকে ছোট করে দেখছেন কেন?
এই লাইনটি আরো ভালো করে বুঝেনঃ আপনিও দেখছি উল্টোরথে হাঁটছেন! ৪০০০ কোটি টাকা কিছুই না? বিডিআর ষড়যন্ত্র তো তাদের কাছে কিছুই না? তাদের 'এরা' কারা? জাতি জানতে চায়।
এখানে ৪০০০ টাকার কথা কী প্রসঙ্গে বলেছি; বুঝেছেন?
ইতিহাস আপনিও পড়েন- আরো ভালো করেই পড়েন। কোন হত্যাকান্ডই ছোট নয়। ফুটপাতে পড়ে থাকা বাস্তুভিটাহীন, মানসিক বিকলাঙ্গ কারো মৃত্যুই ছোট নয়।
শুধু ১৫ই আগস্ট দেখলেন; বঙ্গবন্ধুকে টেনে আনলেন? কেন? এটা সেনসিটিভ বলে?
বঙ্গবন্ধু নিজেকে সেক্রিফাইস করেছিলেন এ দেশের, দশের জন্য। তাঁর এই মহান আত্মত্যাগ কোন কিছুর সাথেই তুল্য নয়। কিন্তু, বঙ্গবন্ধু ছাড়াও প্রতিনিয়ত কত মানুষের অপমৃত্যু ঘটছে? এদের সিকিউরিটি কে দেবে? যেখানে সুদক্ষ সেনা সদস্যরই কোন চান্স নেই? আমার অভিযোগ ঐখানেই যেটা আপনি বারবার ভুলে যাচ্ছেন!!??
এবার এলোমেলো করেই বললাম! বুঝে নেন।
ধন্যবাদ।

৯| ১৩ ই মার্চ, ২০১৮ রাত ৩:০২

অনল চৌধুরী বলেছেন: জাতী-এই ভুল বানানটা পীড়া দেয়।

১৩ ই মার্চ, ২০১৮ রাত ১০:২৪

মোঃ মঈনুদ্দিন বলেছেন: জাতী বানানের ভুল প্রয়োগের জন্য ক্ষমা চাইছি। ঠিক করে নিলাম। সুন্দর সাজেশনের জন্য ধন্যবাদ। .................................................................................................................................................।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.