| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমাদের অজপাড়া গ্রামের প্রতিবেশী মিরাজ (ছদ্ম নাম) এই
বার hsc পরীক্ষা দিয়েছে, জেলা শহরের একটি কলেজ থেকে । রেজাল্ট ভাল করেছে । তার বাবা দিন মুজুর , মা গৃহিনী অল্প কিছু পরিমান চাষা বাদের জমি রয়েছে, ছোট বেলা থেকে অনেক কষ্টে এক মাত্র পুত্র কে পড়ালেখা করাচ্ছে, মনে আশা পড়ালেখা শেষ করে ভাল একটি চাকরি করবে , কিন্তু শহরের সাথে তাল মিলিয়ে চলায় ইদানীং তার মাঝে অনেক পরিবর্তন হল, প্রকাশ্য ধুমপান, চুল লাল করা , দাড়ি মুসের বিশেষ স্টাইল । তার বাবা মা অনেক কষ্ট পেত কিন্তু এক মাত্র পুত্র বলে বিশেষ কিছু বলত না । প্রতিদিন রাত ১২ টায় বাড়ি ফিরত , সকাল ১০ টায় ঘুম থেকে উঠত, বন্ধু দের সাথে মোটর বাইকিং করত , এক পর্যায়ে সে মাদকের প্রতি আসক্ত হয়ে পরে । বন্ধুদের সাথে পরের টাকায় কত দিন আর চলে , তাই সে বাড়িতে টাকার জন্য প্রচুর চাপ দিত , বলত আমাকে প্রতিদিন ২০০ টাকা করে দিতে হবে , কোথায় থেকে দিবেন জানিন না , চুরি ডাকাতি করে হলেও দিতে হবে ।
৫০ ঊধ্ব তার বাবা অনেক কষ্টে তাকে টাকা দিত । হঠাৎ একদিন শুনলাম ডিবি তাকে ধরে নিয়ে গেছে , তার সাথে ছিল কয়েক প্যাক ইয়াবা , ম্যচ, মোমবাতি , ,,,,
তার পর তার বাড়িতে কান্নার রোল পরে গেল , গ্রামের সবাই এক সাথে তাদের বাড়িতে জড়ো হল ,অনেকে তারা মা বাবা কে সান্তনা দিতে লাগল ,। ডিবির অফিস থেকে ফোন আসল , আপনার ছেলে এলকায় ইয়াবা বিক্রি করে ও খায় সেই অপরাধে আমরা তাকে ধরে নিয়ে এসেছি , অনেক কাকুতি মিনতির পরেও তাকে আনা গেল না , সে আজ কারাগারে চির বন্দি ।
তাই সাবধান ভাই বোন বন্ধু গন ,
জীবন একটাই জীবন কে ভালবাসুন , মাদক থেকে দূরে থাকুন ।
সৎ সঙ্গে স্বর্গ বাস "
অসৎ সঙ্গে সর্বনাশ"
২|
০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:৩৭
হাবিব বলেছেন: কানিজ রিনা আপু আপনার মন্তব্য পড়ে আমাদের এলাকার এক মামা ওরফে চা দুকানদার এর কথা মনে পড়ল। ত এই মামা প্রায় ই তার এক বন্দুকে নিয়ে সর্বনাশা ইয়াবা খাই।বয়স ত প্রায় ৪৫ আপ।
৩|
০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:৪৪
মোঃ নয়ন মিয়া বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য
৪|
০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:২৮
বিলিয়ার রহমান বলেছেন: সুন্দর লিখেছেন।
©somewhere in net ltd.
১|
০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:২৩
কানিজ রিনা বলেছেন: শুধু যুব সমাজই আসক্ত নয়, বুড়োরাও আসশক্ত
ইয়াবায় নাকি বুড়োদের যৌবন ফিরে আসে।
আর এই বুড়ো ভাম গুল কাজের ছেরি ছুকরি
বিয়ে করে ফেলে।
এই ইয়াবা আসক্ত বুড়ো গুলোর লজ্জা শরম হায়া
পদ্দা কিছুই বাছ বিচার করেনা।