নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\"বাস্তবের অপূর্ণতাকে কল্পনায় করি পূর্ণ,অন্যের জন্য কিছু করতে না পারলে,জীবনটাই আমার শূন্য।\"

মোঃসালাহ্উদ্দিন

Former officer at Amico Laboratories Limited

মোঃসালাহ্উদ্দিন › বিস্তারিত পোস্টঃ

কবিতা: মলিন পোশাক।

১৭ ই জানুয়ারি, ২০১৯ রাত ৮:২৯



চাকচিক্যময় পোশাকে কুৎসিত মনটাকে ঢেকে,
যারা মানুষকে ফেলছে বিপাকে,
এরা নর্দমার কীট,উপর তলার লোক ভাবে নিজেকে,
ভাল হওয়া যায় না মনেতে কালি রেখে।
বুভুক্ষু গরিব মলিন পোশাকে,যারা রাস্তার পাশে থাকে দাঁড়িয়ে,
সাহায্য করলে নেয় হাত বাড়িয়ে।
এদের অন্তর থাকে সাদা,
সামান্য কিছু পেলে,আহ্লাদে হয়ে যায় আত্মহারা।
খেটে খাওয়া মানুষের পোশাকে নেই কোনো চাকচিক্য,
মলিন পোশাকেই ফুঁটে উঠছে সততার চিত্র।
রঙিন পোশাকে অন্তরটা যদি থাকে ভালো,
সমুদ্যত হবে সততার আলো।
বিয়ের আগে যে নারী,সন্ত্রাস,ঘুষখোর,দুর্নীতিবাজকে অপছন্দ করে,
বিয়ের পরে সেই নারী স্বামীকে দুর্নীতি করতে বাধ্য করে।
নিজেকে সাজায় চাকচিক্যময় পোশাকে,
সমাজ দেখে সচকিত হয়ে।
বৌয়ের কারণে যাদের সততা ঘুচায়,
কাপুরুষ এরা বৌয়ের কাছে থাকে অসহায়।
যারা থাকে সৎ নীতিতে,
সম্মান নষ্ট হয় না তাদের,মলিন পোশাকে।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৩ শে জানুয়ারি, ২০১৯ সকাল ১০:২০

হাবিব বলেছেন: শুভ ব্লগিং। সুন্দর কবিতা

২| ২৮ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:৫০

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: প্রথম কবিতায় ভালো লাগা রইলো। আপনার জন্য শুভকামনা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.