নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\"বাস্তবের অপূর্ণতাকে কল্পনায় করি পূর্ণ,অন্যের জন্য কিছু করতে না পারলে,জীবনটাই আমার শূন্য।\"

মোঃসালাহ্উদ্দিন

Former officer at Amico Laboratories Limited

মোঃসালাহ্উদ্দিন › বিস্তারিত পোস্টঃ

কবিতা: মহাজ্ঞানী-মহামানব।

১৮ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:০৭



জল্পনাকল্পনা হাজারো স্বপ্নের উদয় নিশিকে ঘিরে,
ঘুমের ঘরে লভিছে কল্যাণ নিখিলে তাপস মনে।
খুলে যায় সম্ভাবনার দ্বার,
নব নব আবিস্কারে মত্ত,থাকে নিরহংকার।
ক্ষয় নেই,মরণ নেই,অক্ষয় অজর,
যুগ যুগ বেঁচে থাকে মানস পটে,হয়ে কল্যাণের অনুচর।
সময়কে নষ্ট করেনি কোনো হেলায়,
মগন ছিল ভাল কাজে,কোটি কোটি ভক্তের শ্রদ্ধা শেষ বেলায়।
জীবনকে উৎসর্গ করেছে অন্যের তরে,
মহামানব তাঁরা,ভাল থাকবে লোকান্তরে।
যারা ছুটছে কল্যাণের পানে,
জগতসংসার ধন্য তাদের অবদানে।
নীতিহীন পথভ্রষ্টরা নিজ চিত্তকে ধ্বংস করে,
জগতের নিয়ম ভেঙে মেতে আছে অশনে।
ধিক তাদের প্রতি ধিক,
এরা ধরণিতে করছে ভিখ।
লুটেপুটে বাড়াচ্ছে অন্যায়ের দিক,
ন্যায়ের কাছে ধ্বংস হবে একদিন ঠিক।
মন যার কলুষিত প্রভেদ নেই,অন্ধকার আর আলোতে,
অমৃতের স্বাদ পায়নি এরা ভাল কাজেতে।
শত সহস্র বছর বেঁচে আছে,মানবের মাঝে মহাজ্ঞানী মহামানব যারা,
তাদের কল্যাণে কল্যাণময় হয়েছে এ বসুন্ধরা।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৩ শে জানুয়ারি, ২০১৯ সকাল ১০:২১

হাবিব বলেছেন: কবিতা: মহাজ্ঞানী-মহামানব এভাবে লিখলে ভালো হয়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.