![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
Former officer at Amico Laboratories Limited
তোমায় দেখে পাড়ার লোকে বলে কত কথা,
নারী হয়ে কাজে কর্মে বাড়াচ্ছো নিজের দক্ষতা।
ধরছো অপরাধীকে আইনের পোশাক পড়ে,নীরস মনে,
পরিবারের লোকজন তোমায় নিয়ে মাতন করে।
বাস্তবতার কঠিন আবরণে মানিয়ে নিলে নিজেকে,
পিছিয়ে পড়া নারীরা উৎসাহ পায় তোমায় দেখে।
পিঙলের ন্যায় গাত্র বর্ণ ধারণ করে,চলছো বীরদর্পে,
সাধ্য কার তোমার দক্ষতা মাপে।
নিশুতি আজ আলোয়ে আলোকিত,
নারী জাগরণে সমাজ পুলকিত।
নারী উড়াচ্ছে আকাশযান গগনে,
আগামীর ভবিষ্যৎ নিয়ে,পুরুষের ন্যায় বিভোর স্বপ্নে।
সেনাবাহিনী,বিজিবিসহ আছে সকল সৈনিক পদে নারী,
যোগ্যতা দিয়ে করছে চাকুরি সরকারি।
যবে নারী ছিল পশ্চাদগামী,
সমাজের উন্নতি গিয়েছিল থামি।
ফসলের মাঠে কাজ করছে কৃষান কৃষানি,
দেশের প্রধানমন্ত্রীও নারী।
নারী জাগরণের বহিছে হাওয়া,
নারী পুরুষ মিলে মিশে কাজ করুক,এটাই সমাজের কাছে চাওয়া।
©somewhere in net ltd.
১|
২৩ শে জানুয়ারি, ২০১৯ সকাল ১০:২৪
হাবিব বলেছেন: নারীর জাগরণ ভালো লাগলো। মন্তব্যের উত্তর দিতে ক্রস চিহ্নের পাশে থাকা তীর চিহ্নে ক্লিক করুন। তারপর মন্তব্য লিখে প্রকাশ করুন