![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
Former officer at Amico Laboratories Limited
ভাবছি তোমার আচরণ নিয়ে
কথা বলো বিষম সুন্দর করে,
ক্লেশহীন নধর দেহে
হাসিতে যেন মুক্তা ঝরে।
হাঁটো তুমি বিদ্যুৎ গতিতে
ভুলভ্রান্তিতে ভরা মতিতে,
হঠাৎ যাও রেগে
বুঝা যায় না কোন খেয়ালে।
রয়েছে অনেক দোসর
যৌবনে তুমি সরোবর,
একটু ভুল হলেই
পৃথিবীটা হয়ে যাবে পর।
পাবে না ক্ষমা ধরিত্রীতে
পাপ থেকে থাকো দূরে,
ভাল কাজ করে
গোঁসাইকে ডাকো মধুর সুরে।
সৎ প্রেমের অঞ্জলি
আবেগের বশে দিও না বলি,
অসৎ পাত্রে রূপ যৌবনের
মূল্য নেই কানাকড়ি।
তৃষার্ত মনে ভুল করো না
কল্পনার ঘোরে,
অন্যথায় পস্তাবে
জীবন ভরে।
©somewhere in net ltd.
১|
২৩ শে জানুয়ারি, ২০১৯ সকাল ১০:২৪
হাবিব বলেছেন: আশা করি কবিতার পাশাপাশি সুন্দর গল্পও উপহার দিবেন আমাদেরকে