![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
Former officer at Amico Laboratories Limited
একদিন চলে যাবো দূর সীমানায়,
পাবে না খুঁজে তোমরা আমায়।
কানের দুল নাকের নথ খুলে,
প্রেয়সী কাঁদবে দোলে।
অশ্রুসিক্ত নয়নে দেবে বিদায়,
মিশে যাবে তনু মাটির সাথে সখ্যতায়।
কত স্মৃতি ধরাধামে পড়ে রবে,
হয়তো কিছু হারিয়ে যাবে অতল গহবরে।
শোকে স্বজনরা করবে বুকে করাঘাত,
এভাবেই একদিন ফিরে আসবে,নতুন প্রভাত।
কবরেতে গজাবে ঘাস,জমবে লতাপাতা,
ধরণিতে পড়ে রবে জীবনের হালখাতা।
কাজে কাজে খুঁজবে আমাকে,
যারা ভালোবেসেছিল অন্তর থেকে।
যেটুকু ভাল কাজ করেছি মর্ত্যে,
নামটি বেঁচে থাকবে তার মাঝে যত্নে।
রেখে যাওয়া ভাল কাজগুলো,যদি কেহ করে অনুসরণ,
তাহলেই হবে সার্থক আমার মরণ।
২| ২৩ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:৩৮
বিদ্রোহী ভৃগু বলেছেন: সামু ব্লগে স্বাগতম
প্রথম পাতায় লেখা প্রকাশ হতে ব্লগীয় নীতিমালায় কিছুদিন অবজারভেশনে থাকতে হয়।
আপনি নিয়মিত ভাল ভাল লেখা লিখতে থাকুন।
এক সময় প্রথম পাতার অনুমতি পেয়ে যাবেন।
শুভেচ্ছা রইল
©somewhere in net ltd.
১|
২৩ শে জানুয়ারি, ২০১৯ সকাল ১০:৩১
হাবিব বলেছেন:
আপনার ব্লগ যাত্রা শুভ হোক।
চলে যাব এইতো জীবনের সত্যতা
কর্মগুণে বাঁচে মানুষের কথা!